101 Questions and Answers on Geography - ভূগোলের ১০১টি প্রশ্নোত্তর

ভূগোলের ১০১টি প্রশ্নোত্তর - 101 Questions and Answers on Geography

101 Questions and Answers on Geography - ভূগোলের ১০১টি প্রশ্নোত্তর
101 Questions and Answers on Geography - ভূগোলের ১০১টি প্রশ্নোত্তর 

বন্ধুরা,
আজ আমরা তোমাদের জন্য ভূগোলের ১০১টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যা তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সাহায্য করবে, সুতরাং সময় নষ্ট না করে পুরো প্রশ্নোত্তর গুলি নোট করে নিয়ো, এরকম আরো প্রশ্নোত্তর আমাদের টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করো|


  • উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি? উত্তর : ৯০ ডিগ্রি

  • পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ? উত্তর : তীর্যক স্তুপ পর্বত।

  • পভ বাঁধ কোন নদীতে দেখা যায়? উত্তর : বিপাশা নদী 

  • আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়? উত্তর : শরৎ 

  • জাপােটি গাছের আঠা কোন কাজে লাগে?  উত্তর : ভুইংগাম তৈরি হয়।

  • বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? উত্তর : 204 টি 

  • সিয়াচেন হিমবাহ কোন জায়গায় অবস্থিত ?  উত্তর : সিয়াচেন হিমবাহ নাব্রা উপত্যকা (কারাকোরাম) যে অবস্থিত 

  • সূয়েজ ক্যানাল কোন দেশ যে অবস্থিত ? উত্তর :সূয়েজ ক্যানাল ইজিপ্টে অবস্থিত 

  • Solar System এর আবিষ্কারক কে? উত্তর : কোপার্নিকাস 

  •  বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? উত্তর : অ্যালেক্সি লিওনভ

  • পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর : সাইবেরিয়া (ভারখয়ানস্ক) 

  • . ভারতবর্ষে মােট কটি দ্বীপ আছে? উত্তর : 247 টি 

  • পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? উত্তর : বুর্জ খলিফা 

  •  পূর্বঘাট পর্বতের অপর নাম কি? উত্তর : মলয়াদ্রি

  • আয়তন বা জনসংখ্যার দিকথেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র্রোতম দেশ কোনটি ? উত্তর : আয়তন বা জনসংখ্যার দিকথেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র্রোতম দেশ হলো ভ্যাটিকান সিটি 

  •  কোন শহরকে “নীরব শহর” বলা হয় ? উত্তর : রােম 

  •  পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী ? উত্তর : মহেন্দ্রগিরি 

  • পশ্চিম পাহাড়ের অপর নাম কী ? উত্তর : সহ্যাদ্রি পর্বত 

  •  নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে ? উত্তর : টোডা 

  •  তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে ? উত্তর : কর্ণাটকে।

  •  ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই ? উত্তর : হিমাচল প্রদেশে 

  •  পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? উত্তর : কোদাইকানাল। 

  •  ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে ? উত্তর : পূর্ব উপকূলে। 

  • পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত? উত্তর : মালদহ। 

  • সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী? উত্তর : ব্রহ্মপুত্র 

  • হর মন্দির কে প্রতিষ্ঠা করেন ? উত্তর : গুরু অর্জন 

  •  গঙ্গার ডান তীরের উপনদী কোনটি ? উত্তর : শােন। 

  • পাংগাং হ্রদ আছে কোথায় ? উত্তর : লাদাখ 

  • জাতীয় বননীতি কত সালে গৃহীত হয় ? উত্তর : ১৯৫২ সালে। 

  •  পডসল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায় ? উত্তর : পশ্চিম হিমালয় 

  • ইউরােপের বৃহত্তম হ্রদের নাম কী? উত্তর : ল্যাডােগা 

  •  বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী? উত্তর : ভ্যান গােলু (তুরস্ক)

  •  কোন পর্বতকে জাপানের আল্পস বলে? উত্তর : হিডা পর্বত

  • ওপেল  বলতে কি বোঝো ? উত্তর : প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে ওপেল বলা  হয় 

  • কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়? উত্তর : কলকাতা 

  •  ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর : লিওপারগেল 

  • মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী? উত্তর : পি১৫ 

  • ডলফিন নােজ’ দেখা যায় কোন বন্দরে? উত্তর : বিশাখাপত্তনম 

  •  টিম্বা কী? উত্তর : একপ্রকার বালির পাহাড় 

  • তিনটি মাত্রা বলতে যদি দৈর্ঘ্য, প্রস্থ , উচ্চতা কে বোঝানো হয়, তাহলে চতুর্থ মাত্রাটির নাম কি? উত্তর : চতুর্থ মাত্রাটির নাম হলো সময় 

  • কসমিক ইয়ার (Cosmic Year) কি ?  উত্তর : ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করতে সৌরজগতের যে সময় লাগে সেই সময় কে কসমিক ইয়ার (Cosmic Year) বলে 

  • কোন শহরের পাশ দিয়ে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী বয়ে গেছে ? উত্তর : গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী বয়ে গেছে এলাহাবাদ  শহরের পাশ দিয়ে

  • ওড়িশা রাজ্যের State Animal কোনটি ? উত্তর : সম্বর হরিণ 

  • .‘আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? উত্তর : ভারত – পাকিস্তান। 

  • পশ্চিমী ঝঞ্চার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ? উত্তর : বিহার – উত্তরপ্রদেশ 

  • ন্যাশনাল রিমােট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ? উত্তর : হায়দ্রাবাদ 
  •  ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম ? উত্তর : লুনী ও মাহি 

  • ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ? উত্তর : সিকিম 

  • পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত? উত্তর : ভানুগালু (তুরস্ক) 

  •  টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায় ? উত্তর : নীলগিরি পার্বত্য অঞ্চলে

  •  রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : তামিলনাড়ু 

  • খাদার কী ? উত্তর : নবীন পলিমাটি 

  • ভাঙ্গার কী ? উত্তর : প্রাচীন পলিমাটি

  •  তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয় ? উত্তর : জেমু হিমবাহ

  • ছােটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি ? উত্তর : ব্যবচ্ছিন্ন 

  • কোন মেঘে বৃষ্টি হয় ? উত্তর : নিম্বাস 

  •  ভাষার ভিত্তিতে রাজ্যশ পুনর্গঠন কোন বছর হয়েছিল? ( উত্তর : 1956 সালে

  •  কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? উত্তর : মহীশূর।

  •  সিকিম কোন বছর ভারতের অঙ্গ রাজ্যে পরিনত হয়? উত্তর : 1975 সালে 

  •  ভারতের বৃহত্তম রাজ্যস কোনটি? উত্তর : রাজস্থান।

  •  আয়তনে ক্ষুদ্রতম রাজ্যা কোনটি? উত্তর : গােয়া 

  • ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্যছ কোনটি? উত্তর : উত্তর প্রদেশ 

  •  ভারতের সবচেয়ে কম জনসংখ্যায বিশিষ্ট রাজ্যছ কোনটি? উত্তর : সিকিম

  • ভূটানের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর : মানস 

  • প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? উত্তর : নারায়নগঞ্জ

  • রােটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর : হিমাচল প্রদেশ 

  • ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর : সিয়াচেন

  • আক্সাই চীন কি? উত্তর : উচ্চ মালভুমি 

  •  ভারতের সর্বচ্চ মালভূমির নাম কি ? উত্তর : লাদাক মালভূমি

  • গারাে পাহাড়ের সর্বচ্চ শৃঙ্গ উত্তর : নকরেক 

  • আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর : গুরু শিখর

  •  ধুয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? উত্তর : নর্মদা 

  •  কোন স্থানে গঙ্গা সমভূমিতে অবতরন করেছে? উত্তর : হরিদ্বারে 

  •  হুড় জলপ্রপাতটি অবস্থিত উত্তর : রাচিতে

  •  দক্ষিন ভারতের দীর্ঘতম নদী হল - উত্তর : গােদাবরী

  • কোন রাজ্যেী বছরে দুবার বৃষ্টি হয়? উত্তর : তামিলনাড়ু 

  •  ভারতে জলসেচ সবচেয়ে বেশি হয় - উত্তর : খালের সাহায্যে 

  • রেগুর বলা হয় - উত্তর : কৃষ্ণ মৃত্তিকাকে

  • ভারতের দীর্ঘতম বাঁধ ? উত্তর : হিরাকুদ 

  •  ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর : দ্বিতীয় 

  • সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর : কটক 

  •  চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? উত্তর : তৃতীয়। 

  •  ভারতের প্রথম পাটকলটি স্থাপন হয়েছিল ? উত্তর : পশ্চিমবঙ্গের রিষরায়। 

  •  সালারজঙ্গ যাদুঘর অবস্থিত ? উত্তর : হায়দ্রাবাদ 

  • হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : মুসী নদীর তীরে 

  •  আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : সবরমতী 

  • ডলফিন নােজ দ্বারা পরিবেষ্টিত বন্দর কোনটি? উত্তর : বিশাখাপত্তনম। 

  •  নভসেবা বন্দরটির নতুন নাম কি? উত্তর : জওহরলাল নেহেরু বন্দর

  •  ছােটনাগ মালভূমির উচ্চতম পাহার কোনটি? উত্তর : পরেশনাথ 

  •  ভারতে ইউরেনিয়াম পাওয়া যায় ? উত্তর : যাদুগােড়া 

  • দশম জলপ্রপাতটি কোন রাজ্যেহ অবস্থিত? উত্তর : ঝাড়খন্ড 

  • নলসরবর হল একটি ? উত্তর : হ্রদ 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.