Railway NTPC GK MCQ Part - 01

Hi,

বন্ধুরা ২০২০ সালের ডিসেম্বর মাসের দিকে রেলওয়ের NTPC (Rail NTPC) এক্সাম (Exam) চালু হবে,  তাই কলম এর পক্ষ থেকে আজ তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে এসেছি , যা তোমাদের রেলওয়ের NTPC (Railway NTPC) বা অন্য যে কেন রেলের (Rail Exam) পরীক্ষায় সাহায্য করবে । এরকম আরো pdf যে  নোটস পটে আমাদের টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করো।


Railway NTPC GK MCQ Part - 01
Railway NTPC GK MCQ Part - 01 


  • ভারতবর্ষে রেলের জানাক বলতে কাকে বোঝানো হয় ? উত্তর : লর্ড ডালহৌসীকে ভারতবর্ষে রেলের জানাক বলতে বোঝানো হয়।

  • ভারতবর্ষে কত সালে কোথা থেকে কত দূর অবধি প্রথম প্যাসেঞ্জের ট্রেন চলেছিল ?  উত্তর: ১৬ই এপ্রিল ১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে অবধি প্রথম প্যাসেঞ্জের ট্রেন চলেছিল।

  • ভারতবর্ষে প্রথম যে ট্রেনটি চলেছিল তার কটি ইঞ্জিন ছিল ও তাদের নাম কি ? উত্তর: ভারতবর্ষে প্রথম যে ট্রেনটি চলেছিল তার তিনটি ইঞ্জিন ছিল এবং তাদের নাম হতো সিন্ধু , সাহেব , সুলতান ।

  • ভারতবর্ষে প্রথম যে ট্রেনটি চলেছিল তার কটি বগি বা কোচ  ছিল ? উত্তর: ভারতবর্ষে প্রথম যে ট্রেনটি চলেছিল তার ১৪টি বগি বা কোচ  ছিল।

  • স্বাধীন ভারতবর্ষের সর্বপ্রথম রেল মন্ত্রীর নাম কি ছিল ? উত্তর: স্বাধীন ভারতবর্ষের সর্বপ্রথম রেল মন্ত্রীর নাম হলো জন মাথাই ।

  • ভারতবর্ষে কোথায় এবং কবে সর্বপ্রথম রেলের প্রস্তাবনা হয় ? উত্তর: ভারতবর্ষে সর্বপ্রথম রেলের প্রস্তাবনা হয় ১৮৩২ সালে , মাদ্রাজে ।

  • ভারতীয় রেল আয়তনের দিক দিয়ে পৃথিবীর কত নম্বর অবস্থানে রয়েছে ? উত্তর: ভারতীয় রেল আয়তনের দিক দিয়ে পৃথিবীর চতুর্থ নম্বরে অবস্থান করছে ।

  • ভারতীয় রেলের ম্যাস্কট বলতে কাকে বোঝানো হয় ? উত্তর: ভারতীয় রেলের ম্যাস্কট বলতে একটি হাতি কে বোঝানো হয় , যার নাম হলো  ভালু - দা গার্ড |

  • ভারতীয় রেলের কত গুলি রেলওয়ে জোন আছে ? উত্তর: মেট্রো রেল ধরে ভারতীয় রেলের মোট ১৮টি রেলওয়ে জোন আছে।

  • ভারতীয় রেলের সবথেকে বড়ো রেলওয়ে জোন কোনটি ? উত্তর: ভারতীয় রেলের সবথেকে বড়ো রেলওয়ে জোনটি হলো নরদান রেলওয়ে ।

  • ভারতীয় রেলের সবথেকে উচ্চতম স্টেশনটির নাম কি ? উত্তর: ভারতীয় রেলের সবথেকে উচ্চতম স্টেশনটির নাম হলো পশ্চিমবঙ্গের ঘুম স্টেশন ।

  • ভারতীয় রেলের সর্বপ্রথম রেল কোম্পানির নাম কি ছিল ? উত্তর: ভারতীয় রেলের সর্বপ্রথম রেল কোম্পানির নাম ছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি , যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৪৯ সালে ।

  • ভারতীয় রেলের ইতিহাসে সর্বপ্রথম ইলেকট্রিক ট্রেন কত সালে চালু হয় ? উত্তর: ভারতীয় রেলের ইতিহাসে সর্বপ্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় ১৯২৫ সালে ।

  • ভারতীয় রেলের ইতিহাসে সর্বপ্রথম ইলেকট্রিক ট্রেনটির  নাম কি ? উত্তর: ভারতীয় রেলের ইতিহাসে সর্বপ্রথম ইলেকট্রিক ট্রেনটির  নাম হলো ডেকান কুইন ।

  • ভারতীয় রেলের ইতিহাসে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় কত সালে এবং কোন শহরে ? উত্তর: ভারতীয় রেলের ইতিহাসে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় ১৯৮৪ খ্রিস্টাব্দে ২৪শে অক্টোবর, কলকাতা শহরে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.