মোগল আমল সংক্রান্ত রেলওয়ে NTPC পরীক্ষার ১০১+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

রেলওয়ে NTPC পরীক্ষার ১০১+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

মোগল আমল সংক্রান্ত রেলওয়ে NTPC পরীক্ষার ১০১+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মোগল আমল সংক্রান্ত রেলওয়ে NTPC পরীক্ষার ১০১+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 


 মােগল আমল 

১. মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? —বাবর। 


২. বাবরের পিতার নাম কী? ওমর শেখ মির্জা। 


৩. প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? —ইব্রাহিম লােদী। 


৪. ‘বাবর’ শব্দের অর্থ কী? —সিংহ বা ব্যাঘ্র।। 


৫. কোন মােগল সম্রাট প্রথম নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? সম্রাট বাবর। 


৬. বাবরের আত্মজীবনীটির নাম কী ? তুজুক-ই-বাবরী বা বাবরনামা। 


৭. বাবরের আসল নাম কী? জহিরুদ্দিন মহম্মদ বাবর। 


৮. হমায়ুননামা' কার রচনা? বাবরের কন্যা গুলবদন বেগমের। 


৯. ‘আকবরনামা’ গ্রন্থের রচয়িতা কে? —আবুল ফজল।


১০.‘মন্তাখাব-উল-তােয়ারিখ' গ্রন্থের রচয়িতা কে? দাউনি।

১১.‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন? —আবুল ফজল।

১২.খানুয়ার যুদ্ধ কোন্ বছর হয়েছিল? —১৫২৭ খ্রিস্টাব্দে। 

১৩. কোন বছর বাবর মারা যান? —১৫৩০ খ্রিস্টাব্দে। 

১৪.খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? -বাবর ও রাণা সংগ্রাম সিংহের। 

১৫. হমায়ুন' কথাটির অর্থ কী ? ভাগ্যবান।

১৬. হমায়ন কোন যুদ্ধে শােচনীয় পরাস্ত হয়ে পারস্যে পালিয়ে যান? –বিশ্বগ্রাম বা কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে (১৫৪০ খ্রিস্টাব্দে)। 

১৭. চৌসার যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? —১৫৩৯ খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়নের মধ্যে।

১৮. কোন মােগল সম্রাট ভারতে মারা গেলে তার ইচ্ছানুসারে কাবুলে কবর দেওয়া হয়েছিল? মোগল সম্রাট বাবরকে ।

১৯. শেরশাহ কোন বংশীয় রাজা ছিলেন ? —আফগান বংশীয় (আদিল শাহশরের উত্তরাধিকারী)। 

২০. শেরশাহের আসল নাম কী? —ফরিদ খাঁ। 

২১. শেরশাহের হিন্দু সেনাপতির নাম কী? — ব্রাম্হজিৎ  গৌড। 

২২. শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন? —মাত্র পাঁচ বছর (১৫৪০-১৫৪৫ খ্রিস্টাব্দে)। 

২৩. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? —বিহারের শাশারামে। 

২৪. ঘােড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা প্রথম কে করেছিলেন? -শেরশাহ। 

২৫. কে “পাট্টা’ ও ‘কবুলিয়ৎ' প্রথা প্রবর্তন করেন? -শেরশাহ। 

২৬. গ্র্যান্ড ট্রাংক রােড় কে নির্মাণ করেন? —শেরশাহ। 

২৭. মােগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? —আকবর। 

২৮, দ্বিতীয় পানিপথের যুদ্ধ (১৫৫৬ খ্রিস্টাব্দে) কাদের মধ্যে হয়েছিল? —আকবর ও হিমুর মধ্যে। 

২৯. হলদিঘাটের যুদ্ধ (১৫৭৬ খ্রি.) কাদের মধ্যে হয়েছিল? —আকবরের সেনাপতি মানসিংহ ও চিতােরের রাণা প্রতাপ সিংহের মধ্যে। 

৩০, “দীন-ই-ইলাহী’ কে প্রবর্তন করেন? —আকবর।

৩২. আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? —আসীরগড়ের যুদ্ধ (১৬০১ খ্রি.)। 

৩৩. আকবর মারা যান কবে? –১৬০৫ খ্রিস্টাব্দে। 

৩৪. আকবরের সমসাময়িক দুজন ঐতিহাসিকের নাম কী? —আবুল ফজল, বদাউনি। 

৩৫. রাণাপ্রতাপ কোন যুদ্ধে মােগলদের কাছে পরাস্ত হন?হলদিঘাটের যুদ্ধে (১৫৭৬)। 

৩৬. আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন ? –টোডরমল। 

৩৭. কে কবে প্রথম ‘দীন-ই-ইলাহী’ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন? –১৫৮২ খ্রিস্টাব্দে বিখ্যাত হাস্যরসিক বীরবল। 

৩৮. ইবাদৎখানা কোথায় অবস্থিত? -ফতেপুর সিক্রিতে।। 

৩৯. আকবরের রাজসভার বিখ্যাত গায়ক ছিলেন? —গােয়ালিয়রের মিঞা তানসেন। 

৪০, মনসবদারী প্রথা (১৫৭৭ খ্রি:) প্রবর্তন করেছিলেন? —আকবর। 

৪১. কোথায় আকবরের জন্ম হয়েছিল? —সিন্ধু দেশের অমরকোটের মরুদুর্গে। 

৪২. জাবতি প্রথা প্রবর্তন করেছিলেন? —আকবর। 

৪৩. জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল? —সেলিম।

৪৪. জাহাঙ্গীর কোন্ শিখগুরুকে প্রাণদণ্ড দেন? —পঞ্চম শিখগুরু অর্জুনকে। 

৪৫. জাহাঙ্গীরের আমলে কোন রাজ্য হাতছাড়া হয়েছিল? কান্দাহার। 

৪৬. জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে আসেন? স্যার টমাস মে.। 

৪৭. জাহাঙ্গীরের সময়কার একজন চিত্রশিল্পীর নাম কী? —বিষেণ দাস।। 

৪৮, কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি দিয়ে পড়ে মারা যান? —জাহাঙ্গীর।। 

৪৯. 'নুরজাহান' কথার অর্থ কী? -জগতের আলাে। 

৫০. নুরজাহানের পূর্ব নাম কী ? —মেহেরুন্নেসা। 

৫১, কোন মােগল সম্রাট বাংলার বারভূঁইয়াদের দমন করেন? সম্রাট জাহাঙ্গীর। 

৫২. শাহজাহানের আসল নাম কী? —খুররম। 

৫৩, আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? —শাহজাহান 

৫৪, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? -পারসিক শিল্পী ওস্তাদ ঈশা এবং বাঙালি স্থপতি বলদেও দাস।

৫৫ কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন? - ১৬২৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। 

৫৬. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? —বেবাদল খা।। 

৫৭, ‘আলমগীর-বাদশাহ-গাজী’ উপাধি কে গ্রহণ করেন? সম্রাট ঔরঙ্গজেব। 

৫৮. ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? -১৭০৭ খ্রিস্টাব্দে। 

৫৯. ঔরঙ্গজেব কোন্ শিখগুরুকে হত্যা করেছিলেন? নবম শিখগুরু তেগবাহাদুরকে। 

৬০. ঔরঙ্গজেব কোন্ বছর “জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? ১৬৭৯ খ্রিস্টাব্দে। 

৬১. ঔরঙ্গজেব শাহজাহানের কোন্ কন্যাকে কারাগারে বন্দী করেছিলেন? —জেবউন্নিসা।। 

৬২. আফজল খাঁ কে ছিলেন? —বিজাপুরের সুলতানের প্রধান সেনাপতি। 

৬৩, শায়েস্তা খাঁ কে ছিলেন? —ঔরঙ্গজেবের মাতুল ও সেনাপতি। 

৬৪. কত খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ? –১৬৭৪ খ্রিস্টাব্দে। 

৬৫. শিবাজী কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? —মাওয়ালী জাতিকে।

৬৬. পুরন্দরের সন্ধি (১৬৬৫ খ্রি.) কাদের মধ্যে হয়েছিল? —শিবাজী এবং ঔরঙ্গজেবের সেনাপতি জয়সিংহের মধ্যে। 

৬৭. শিবাজী কী কী উপাধি লাভ করেছিলেন? —ছত্রপতি, গাে-ব্রায়ণ প্রতিপালক, ঔরঙ্গজেব তাকে ‘রাজা’ উপাধি দেন। 

৬৮, শিবাজী কতবার সুরাট লুণ্ঠন করেছিলেন? —দু-বার।। 

৬৯. ‘চৌথ’ ও ‘সরদেশমুখী’ আসলে কী? —দুই প্রকার কর। 

৭০. শিবাজী কোন্ পদ্ধতিতে যুদ্ধ করতেন? —গেরিলা পদ্ধতিতে। 

৭১. শিবাজীর পতাকার নাম কী? —ভাগােয়া-ঝাণ্ডা। 

৭২. শিবাজীর গুরুর নাম কী? —দাদাজী কেশুদেব। 

৭৩, ১৪৯৮ খ্রি: যে পর্তুগিজ নাবিক ভারতে আসেন তার নাম কী? —ভাস্কো-দা-গামা। 

৭৪. ভাস্কো-দা-গামার ভারত আগমনকালে কালিকটের রাজা কে ছিলেন? জামােরিন। 

৭৫. গােয়র পর্তুগিজ শাসক (১৫০৯ খ্রি.) কে ছিলেন? —আলবুকার্ক। 

৭৬. প্রথম শিখগুরু কে ছিলেন? নানক। 

৭৭. দশম শিখগুরুর নাম কী? -গুরু গােবিন্দ সিংহ। 

৭৯. কলিকাতা ফোর্ট উইলিয়াম ঐরকম নামকরণ করা হয় কেন? —ইংল্যান্ডের রাজা তৃতায় উইলিয়ামের নাম অনুসারে।

৮০. ভার্নিয়ে কার রাজত্বকালে ভারতে আসেন? শাহজাহান। 

৮১. ‘রামচরিত মানস’-এর রচয়িতা কে ছিলেন? -তুলসীদাস।। 

৮২. ‘রামায়ণ’-এর ফার্সি অনুবাদ কে করেছিলেন? -বাউনি। 

৮৩. লীলাবতী’র ফার্সি অনুবাদ কে করেছিলেন? -ফৈজী। 

৮৪. শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী? -গ্ৰথসাহেব বা আদিগ্রন্থ। 

৮৫. ইংরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন কত সালে? –১৬০০ খ্রিস্টাব্দে 

৮৬. ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেন? —মুয়াজ্জম (বাহাদুর শাহ)। 

৮৭. মানুচি কার আমলে ভারতে আসেন? –ঔরঙ্গজেব। 

৮৮, পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে? কাংড়া। | 
দ্বিতীয় শাহ আলম ও অযযাধ্যার নবাব সুজাউদ্দৌল্লার মিলিত বাহিনির সঙ্গে ইংরাজ সেনাপতি হেক্টর মনরাের। 

৮৯. কোন্ বছর মীরকাশিমের মৃত্যু হয় ? –১৭৭৭ খ্রিস্টাব্দে। 

৯০. ফারুকশিয়ারের দরবারে কোন ইংরাজ পর্যটক এসেছিলেন? —সরম্যান। 

৯১. ‘নীলজল নীতি কী? —গােয়ার পােতুর্গিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্যবিস্তার নীতিকে নীলজল নীতি বলা হয়। 

৯২. কোন্ যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ-ফরাসী দ্বন্দ্বের অবসান হয়? –১৭৬০ খ্রিস্টাব্দে বন্দীবাসের
যুদ্ধ। 

৯৩. বন্দীবাসের যুদ্ধে ইংরেজ ও ফরাসী পক্ষে সেনাপতি কে ছিলেন? স্যার আয়ার কুট এবং ফরাসী সেনাপতি ছিলেন কাউন্ট-ডি-লালি। 

৯৪. ডুপ্লে কে ছিলেন? —পণ্ডিচেরীর ফরাসি গভর্নর। 

৯৫. অমৃতসর সরােবর কে খনন করেছিলেন? —শিখগুরু রামদাস। 

৯৬. অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করান? —গুরু অর্জুন। 

৯৭. ‘মসন্দ’ কাদের বলা হয় ? গুরু অর্জুন প্রবর্তিত কর আদায়কারী গােষ্ঠীকে। 

৯৮. খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন? —গুরু গােবিন্দ সিংহ। 

৯৯, পঞ্চ  -এর প্রবর্তক কে ছিলেন? —গােবিন্দ সিংহ। 

১০০, পেশােয়ার তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? —বালাজী বিশ্বনাথ।

১০১. মারাঠা জাতির ‘দ্বিতীয় প্রতিষ্ঠাতা’ কাকে বলা হয়? —প্রথম বাজীরাওকে। 

১০২. শেষতম পেশােয়ার কে ছিলেন? —দ্বিতীয় বাজীরাও। 

১০৩. সবাই-এর সন্ধি (১৭৮২ খ্রি.) কাদের মধ্যে হয়েছিল? —মহাদজি সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে। 

১০৪. বেসিনের সন্ধি (১৮০২ খ্রি.) কাদের মধ্যে হয়েছিল? —দ্বিতীয় বাজীরাও ও লর্ড ওয়েলেসলির। 

১০৫. সবাই-এর সন্ধি (১৭৮২ খ্রি.) দ্বারা কোন্ যুদ্ধের অবসান হয়?—প্রথম ইঙ্গ-মারাঠা। 

১০৬. কোন্ বছর তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? –১৭৬১ খ্রিস্টাব্দে ১৪ জানুয়ারি। মারাঠা ও আফগানদের মধ্যে।

১০৭. তৃতীয় পানিপথের যুদ্ধে কে জয়লাভ করেন? —আফগান অধিপতি আহম্মদ শাহ আবদালী। 

১০৮. অমৃতসরের সন্ধি (১৮০৯ খ্রি:) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রণজিৎ সিংহ এবং বড়লাট লর্ড মিন্টোর প্রতিনিধি চার্লস মেটাকাফের। 

১০৯, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা পক্ষের সেনাপতি কে ছিলেন? —সদাশিব রাও।। 

১১০. সব লাল হাে জায়েগা’ কথাটি কার?  রণজিৎ সিংহ।

১১১. ‘নেপােলিয়নের ক্ষুদ্র সংস্করণ’ কাকে বলা হয় ? রণজিৎ সিংহ। 

১১২. কার শাসনকালে সিন্ধুদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ? —লর্ড এলেনবরার। 

১১৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে দেওয়ানি লাভ করে? –১৭৬৫ খ্রিস্টাব্দে 

১১৪. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন্ মােগল সম্রাট দেওয়ানি অধিকার দিয়ে —দ্বিতীয় শাহ আলম। 

১১৫. দ্বৈত শাসন কে প্রবর্তন এবং কে রদ করেন? —প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ (১৭৬৫ খ্রি:) এবং ইহা রদ করেন লর্ড ওয়ারেন হেস্টিংস (১৭৭২ খ্রি.)। 

১১৬. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?—লর্ড কার্টিয়ার (১৭৭০ খ্রি) 

১১৭. রেগুলেটিং অ্যাক্ট কবে প্রবর্তিত হয় ? ১৭৭৩ খ্রি.। 

১১৮. পিটের ইন্ডিয়া অ্যাক্ট (ভারত শাসন আইন) পাশ হয় ? –১৭৮৪ খ্রি.।

১১৯. এশিয়াটিক সােসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? —১৭৮৪ খ্রি. স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। 

১২০. কে কবে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রি.। 

১২১. কত সালে কে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? —১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিশ।

১২২. বেনারস সংস্কৃত কলেজ কে তৈরি করেন ? —জোনাথন ডানকান (১৭৯২ খ্রি:)। 

১২৩. হিন্দু কলেজ কোন্ বছর প্রতিষ্ঠিত হয় ? –১৮১৭ খ্রি:। 

১২৪. কলকাতা সংস্কৃত কলেজ কোন্ বছর প্রতিষ্ঠিত হয় ? –১৮২৪ খ্রিস্টাব্দে। 

১২৫. কলিকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় ? –১৮৩৫ খ্রিস্টাব্দে। 

১২৬, সতীদাহ প্রথার অবসান ঘটেছিল কবে? –১৮২৯ খ্রিস্টাব্দে। 

১২৭. সতীদাহ প্রথা কে উচ্ছেদ/নিষিদ্ধ করেন? —লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 

১২৮, কোন্ বড়লাটের সময় কলকাতা মেডিক্যাল কলেজ স্থাপিত হয় ? —লর্ড বেন্টিঙ্ক। 

১৩০. কোন্ গভর্নর জেনারেল বাধ্যতামূলক ফার্সিভাযায় বিচারকার্যের অবসান ঘটিয়েছিলেন? —লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 

১৩১. ঠগী দস্যুদের দমনের জন্য বেন্টিঙ্ক কাকে নিয়ােগ করেছিলেন? কর্নেল স্লিম্যানকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.