বাংলা সাহিত্যে লেখকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যে লেখকদের ছদ্মনাম 

বাংলা সাহিত্যে লেখকদের ছদ্মনাম
বাংলা সাহিত্যে লেখকদের ছদ্মনাম 


নমস্কার বন্ধুরা ,

আজ কলমের জেনারেল নলেজের পক্ষথেকে বিনামূল্যে শেয়ার করতে চলেছি বাংলার কিছু খ্যাতিনামা লেখকের ছদ্মনাম বা Pseudonyms of some famous Bengali writers. PDF টি এই কারণে বিনামূল্যে বা FREE তে শেয়ার করছি কারণ আমরা চাই আমাদের প্রত্যাকটি স্টুডেন্ট  যেন বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক যেমন  WBP বা  West Bengal Police ।। NTPC ।। SSC ।। School Service Commision কোনো রকম পরীক্ষায় যেন কেনো প্রশ্ন Attend না করে আসে, সুতরাং সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব খ্যাতিনামা লেখকের ছদ্মনাম গুলি নোট করে নেওয়া উচিত ।


SL No. ছদ্মনাম আসল নাম
1 কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
2 হুতুমপেঁচা/ শ্রীযুক্ত মুলুকচাঁদ  শর্মা কালীপ্রসন্ন সিংহ
3 ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর
4 অনিলাদেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
5 বীরবল প্রমথ চৌধুরী
6 অ.কৃ.ব. অজিতকৃষ্ণ বসু
7 টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্র
8 পরশুরাম রাজশেখর বসু
9 বনফুল বলাইচাঁদ মুখােপাধ্যায়
10 কালকূট/ ভ্রমর সমরেশ বসু
11 জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তী
12 যাযাবর বিনয় মুখােপাধ্যায়
13 অবধূত কালীকানন্দ মুখােপাধ্যায়
14 মৌমাছি বিমল ঘােষ
15 স্বপন বুড়ো  অখিল নিয়োগী 
16 বিরুপাক্ষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
17  শ্রীনিরপেক্ষ  অমিতাভ চৌধুরী
18 ইন্দ্ৰমিত্র অরবিন্দ গুহ
19 শংকর মণিশংকর মুখােপাধ্যায়
20 উদয়ভানু  প্রাণতােষ ঘটক
21 সত্যসুন্দর দাস মােহিতলাল মজুমদার
22 যুবনাশ্ব মনীশ ঘটক
23 প্র.না.বি. প্রমথনাথ বিশী
24 ধনঞ্জয় বৈরাগী তরুণ রায়
25 রূপদর্শী গৌরকিশাের ঘােষ
26 সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়
27 চাণক্য সেন ভবানী সেনগুপ্ত
28 শ্রীপান্থ নিখিল সরকার
29 নীললােহিত সুনীল গঙ্গোপাধ্যায়
30 ভাস্কর  জ্যোতির্ময় ঘােষ
31 কালপেঁচা বিনয় ঘােষ
32 বেদুইন দেবেশচন্দ্র রায়
33 অপরাজিতা দেবী রাধারানী দেবী
34 সি.এফ.এন্ড্রুজ দীনবন্ধু মিত্র 
35 বাণভট্ট নীহাররঞ্জন গুপ্ত
36 বিকর্ণ নারায়ণ সান্যাল
37 সত্যপীর সৈয়দ মুজতবা আলি 
38 মহাস্থবির প্রেমাঙ্কুর আতর্থী
39 কালপুরুষ সুবােধ ঘােষ
40 অমিতাভ সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়
41 শ্রীম  মহেন্দ্রনাথ গুপ্ত
42 দাদাঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
43 বিক্রমাদিত্য অশােক গুপ্ত
44 লীলাময় রায় অন্নদাশঙ্কর রায়
45 কাফী খাঁ প্রফুল্ল লাহিড়ী
46 দৃষ্টিহীন মধুসূদন মজুমদার
47 নীলকণ্ঠ দীপ্তেন্দ্র সান্যাল
48 শঙ্কু মহারাজ জ্যোর্তিময় ঘােষদস্তিদার
49 সম্বুদ্ধ নারায়ণ গঙ্গোপাধ্যায়
50 রসুল আলি অবনীন্দ্রনাথ ঠাকুর 
51 সুলতানা চৌধুরী  কবিতা সিংহ
52 জনৈক ভদ্রমহিলা কামিনী রায়
53 দীপঙ্কর খগেন্দ্রকুমার মিত্র
54 হাবুশর্মা তারাশংকর বন্দ্যোপাধ্যায়
55 কবিকঙ্কন নীরেন্দ্রনাথ চক্রবর্তী
56 বাণভট্ট নীহাররঞ্জন গুপ্ত
57 সমুদ্রগুপ্ত পূর্ণেন্দুশেখর পত্রী
58 বিদুর বিমল কর
59 চিত্রগুপ্ত সতীনাথ ভাদুড়ী
60 বহুরূপী  শৈলেশ দে

PDF টি সংগ্রহ করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.