ভারতীয় অর্থনীতি সমন্ধে NTPC পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর

ভারতীয় অর্থনীতি সমন্ধে NTPC পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন  এবং উত্তর 

ভারতীয় অর্থনীতি সমন্ধে NTPC পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর
ভারতীয় অর্থনীতি সমন্ধে NTPC পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর 

অর্থনীতি 

কৃষি

ভারতের  জাতীয় আয়ের ক্ষেত্রে কৃষিকার্যের অবদান > ৩৩ শতাংশ। 

ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা হয়  > ৬০-এর দশক (১৯৬৬-৬৭)।

সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পায় > গমের ক্ষেত্রে। 

ভারতের মােট জনসংখ্যার কৃষির ওপর নির্ভরশীল > ৬৫ শতাংশ। 

ভারত রপ্তানিতে অধিক বিদেশি মুদ্রা আয় করে > চা থেকে। 

অপারেশন বর্গা হল > ভূমি সংস্কারমূলক কর্মসূচি। 

NABARD -এর প্রাথমিক কাজ হল > কৃষি ও গ্রামীণ উন্নতিতে অর্থসাহায্য করা। 

NAFED হল > কৃষি উৎপাদনের আন্তঃরাজ্য বিপণনের জন্য বিপণন এজেন্সি। 

কৃষিক্ষেত্রে বৃদ্ধি ঋণাত্মক হয়েছিল > তৃতীয় পরিকল্পনা কালে।

সবুজ বিপ্লবের জনক ছিলেন  >  নরম্যান বােরলগ, ভারতে এস, স্বামীনাথন। 

নরম্যান তােরলগ নােবেল পুরস্কার পান > ১৯৭০ খ্রিস্টাব্দে। 

ভারতে ভূমি সংস্কারের উদ্দেশ্য > 

  • কৃষির উৎপাদনশীলতা তথা মােট উৎপাদন বৃদ্ধি করা। 
  • গ্রামীণ অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। 
  • ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সামাজিক মর্যাদা তথা আর্থিক সমৃদ্ধি ঘটানাে। 

ভারতে ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় > প্রথম যােজনাকালে। 

প্রজাস্বত্বের সংস্কারের উদ্দেশ্যে ‘অপারেশন বর্গা’ নামক আইনসম্মত কর্মসূচি প্রথম গৃহীত হয় > পশ্চিমবঙ্গে।  

সারা পৃথিবীর মােট চা উৎপাদনের মধ্যে ভারতের উৎপাদিত হয় > ২৭%।


ভারতের শিল্প 


ভারতে প্রথম শিল্পনীতি চালু হয় > ১৯৪৮ সালে। 

ভারতের প্রথম শিল্পনীতিতে প্রথম শ্রেণির অন্তর্গত শিল্পগুলি হল > পারমাণবিক শক্তি, নিরাপত্তামূলক অস্ত্রশস্ত্র ও রেলপথ। 

ভারতের দ্বিতীয় শিল্পনীতি ঘােষিত হয় > ১৯৫৬ সালে।

ভারতের দ্বিতীয় শিল্পনীতিতে ঘােষিত A তপশিল অন্তর্গত শিল্পের সংখ্যা ছিল > ১৭টি। 

ভারতের দ্বিতীয় শিল্পনীতিতে ঘােষিত A তপশিল অন্তর্গত শিল্পগুলি ছিল > সম্পূর্ণ সরকারের অধীনে।

সরকারি ভাবে ভারতের অর্থনীতিকে মিশ্র অর্থনীতি হিসাবে ঘােষণা করা হয় > ১৯৫৬ সালের দ্বিতীয় শিল্পনীতি প্রণয়নের পর।

ভারতের যে শিল্পনীতি সর্বপ্রথম ভারী শিল্পের ওপর অধিক গুরুত্ব দেয় > ১৯৫৬ সালের শিল্পনীতি।

ভারতে MRTP বা ‘মরটপ’ আইনটি পাশ হয় > ১৯৬৯ সালে। 
ভারতে প্রথম ‘বৈদেশিক বিনিময় পরিচালনার আইন প্রণীত হয় > ১৯৪৭ সালে।
ভারতে উন্নয়ন ও পরিচালনা আইন (Industrial Development and Regulation Act) প্রণীত হয় > ১৯৫১ সালে। 
‘MRTP' বা ‘মরটপ’ কোম্পানিগুলিতে বিনিয়ােগের ন্যূনতম স্তরটি ২০ কোটি বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয় > ১৯৮৫ সালের শিল্পনীতিতে। 
১৭টি শিল্পের মধ্যে ৯টিকে বেসরকারিকরণের প্রস্তাব গৃহীত হয়- ১৯৯১ শিল্পনীতিতে। 
ভারতের নয়া শিল্পনীতি ঘােষিত হয় > ১৯৯৪ সালের ২৪ জুলাই। 
পশ্চিমবঙ্গের নয়া শিল্পনীতি ঘােষিত হয়—১৯৯৪ সালে। 
‘FERA' আইন প্রণীত হয় > ১৯৯১ সালে। 
বিদেশিদের ভারতীয় শিল্পে প্রত্যক্ষভাবে বিনিয়ােগের অনুমােদন দেওয়া হয় > ফেরা আইন (সর্বাধিক ৫১%)। 
রিজার্ভ ব্যাংকের সুপারিশে বিদেশিদের ৭৪% বিনিয়ােগের সুযােগ দেওয়া হয় > ১৯৯৬ সালে (৯টি শিল্পে)।
বর্তমানে দেশের মােট শিল্পোৎপাদনে কুটির শিল্পের ভূমিকা প্রায় > ৪০%। 
ভারতে প্রথম যন্ত্রচালিত পাটশিল্প প্রতিষ্ঠিত হয় > ১৮৫৯ সালে। 
SAIL প্রতিষ্ঠিত হয় > ১৯৭৩ সালে। 
ভারতে চা শিল্পে সর্বপ্রথম মন্দাগতি শুরু হয়েছিল > ১৯৫২ সালে। ইংল্যান্ডে চায়ের বাজার নিয়ন্ত্রিত হওয়ার পর।


অতিরিক্ত সংযােজন 


নতুন শিল্পনীতি ঘােষিত হয়—২৪ জুলাই, ১৯৯১। 
মােট ১৯টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছে—প্রথম ১৪টি’কে জাতীয়করণ করা  ১৯ জুলাই, ১৯৬৯ এবং বাকি ৬টি’কে জাতীয়করণ করা হয় ১৫ এপ্রিল, ১৯৮০ ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের সঙ্গে মিশে গিয়েছে)।
কাগজি নােটের এবং নিরাপত্তার কাগজ তৈরি হয়—সিকিউরিটি পেপার মিল )।
কৃষিমূল্য কমিশন গঠিত হয়—১৯৬৫ সালে। 
পরিকল্পনা ছুটির বছর কোনটি—১৯৬৬-৬৯ (ভারত-পাক যুদ্ধের কারণে) 
পরিকল্পনা উন্নয়ন কৌশল সঙ্গে যাহার নাম জড়িত—পি,সি, মহলানবীশ ।
পরিকল্পনা কমিশনের প্রধান হলেন -প্রধানমন্ত্রী। 
টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়--১৯০৭ সালে জামশেদপুর (আয়রন অ্যান্ড স্টিল উৎপাদনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা)। 
আই. সি. ডি. এস চালু হয়—১৯৭৫-৭৬ সালে। 
ট্রেড ইউনিয়ন অ্যাট্‌ পাশ হয়—১৯২৬।
প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন—কে সি নিয়ােগী। 
১৯৩৪ সালে এম. বিশ্বেসরাইয়ার লেখা ‘ভারতীয় পরিকল্পনা বিষয় পরিকল্পনার উপর জোর দেওয়ার কথা বলা হয়।
রােলিং প্ল্যান- এর ধারণা প্রথম চালু করেন জনতা সরকার—১৯৭৮-৮০।  
পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশের আগে জাতীয় উন্নয়ন পর্ষদের অনুমতির প্রয়ােজন হয়। 
পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান হলেন—ভি.টি. কৃষ্ণমাচারি।
প্রথম পরিকল্পনা রচিত হ্যারল্ড ডােমার -এর উন্নয়ন মডেলকে অনুসরণ করে। 
দ্বিতীয়  ও চতুর্থ পরিকল্পনা রচিত হয়—মহলানবীশ-এর উন্নয়ন মডেলকে অনুসরণ করে।
জি  ডি পি-তে কৃষির অবদান হল ২৮% এবং জনসংখ্যার ৫৭% কৃষিতে নিযুক্ত। 
সবুজ বিপ্লব শুরু হয় ষাটের দশকের মাঝামাঝি সময়ে। 
পঞ্চম পরিকল্পনা অনুসরণ করা হয়েছে—ডি. আর. গ্যাডগিল মডেল অনুসরণে। 
দশম পরিকল্পনায় জি. ডি. পি-র লক্ষ্যমাত্রা রাখা হয়েছে— ৮%, 
পরিকল্পনা কমিশন দারিদ্র্যের সীমা নির্ধারণ করেছে—খাদ্যের মূল্য ভিত্তিতে (১৯৮০)। 
১৯৪৮ সালের শিল্পনীতিতে মিশ্র অর্থনীতির ধারণা প্রকাশ করা হয়। 
এল, আই. সি প্রতিষ্ঠিত হয়—সেপ্টেম্বর, ১৯৫৬। 
১৯২১-এর জনগণনায় দেখা যায় জনসংখ্যা একধাপে অনেক কমে যায়, এর কারণ হল দুর্ভিক্ষ বা ভয়াবহ মহামারি। 
রাজ্য সরকারগুলির রাজস্বের বেশিরভাগ অংশটা আসে বিক্রয় কর থেকে। 
কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করের অধিকাংশ আসে কর্পোরেট ট্যাক্স থেকে। 
একটাকা নােটের ওপর স্বাক্ষর করেন—কেন্দ্রীয় অর্থ দপ্তরের সেক্রেটারি। 
কেন্দ্রীয় সরকারের রাজস্বের বেশিরভাগ অংশটা আসে—অন্তঃশুল্ক থেকে। 
রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর হলেন—অসবর্ন স্মিথ। (প্রথম ভারতীয়—সি ডি, দেশমুখ, প্রথম মহিলা—জি.কে.উদেসী)। 
নগর শুল্ক আরােপ ও আদায় করে - স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলি। 
‘গরিবি হটাও' স্লোগানটি কোন্ সালে কেন্দ্রীয় লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল - ১৯৭৫, পম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। (২০ দফা কর্মসচির অন্তর্গত)। 
আমাদের জাতীয় আয়ের সিংহভাগটি আসে—সার্ভিস সেক্টর থেকে। 
সিকিউরিটি এক্সচেঞ্জ বাের্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল—১৯৮৮ সালে (উদ্দেশ্য শেয়ার বাজারে বিনিয়ােগকারীদের নিরাপত্তা রক্ষা করা।
মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হন— ডেটর (ঋণী)। 
সবুজ বিপ্লবের জনক হলেন -- নরম্যান বারল। 
সম্পূর্ণভাবে ভারতীয়দের পরিচালনায় প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয়—১৮৮১ সালে। 
কোন্ বাণিজ্য সংস্থায় ‘ওয়াচ ডগ’ কথাটি ব্যবহৃত হয়—বিশ্ব বাণিজ্য সংস্থায়। 
‘মােডভ্যাট’ কথাটি যুক্ত—অন্তঃশুল্কের সঙ্গে। 
ইম্পিরিয়্যাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়—১৯২১ সালে। (স্টেট ব্যাংকের পূর্বনাম) 
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়—১ জুলাই, ১৯৩৫ (জাতীয়করণ হয় ১৯৫৫ সালে) 
কেলকার কমিটি—কর ব্যবস্থার সংস্কার। 
বর্তমানে জি. ডি. পি-র কত শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হয়—৩.২%. 
"দশম পঞ্চবার্ষিকী" পরিকল্পনায় স্বাক্ষরতার বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে—৭৫% (বর্তমানে ৬৫%)।
ট্রেনিং  রুরাল ইয়ুথ ফর সেল এমপ্লয়মেন্ট (TRYSEM) চালু—১৯৭৯। 
আর. এল, ই, জি, পি চাল হয়—১৯৮৩ সালে। 
নেহরু রােজগার যােজনা চালু  হয় (শহরে)—অক্টোবর, ১৯৮৯ ।
গঙ্গা কল্যাণ যােজনা চালু হয়—১৯৯৭-৯৮
কস্তুরবা গান্ধি এডুকেশনাল স্কিম চালু হয়—আগস্ট, ১৯৯৭
স্বর্ণ জয়ন্তী শহরি রােজগার যােজনা চালু হয়—ডিসেম্বর, ১৯৯৭।
শিক্ষা সহায়ক যােজনা চালু হয়—২০০১-২০০২। 
সম্পূর্ণ গ্রামীণ রােজগার যােজনা চালু হয়—২৫ সেপ্টেম্বর, ২০০১। 
আই. ডি. বি. আই প্রতিষ্ঠিত হয়—১৯৬৪। 
স্যাটেলাইট মানি অর্ডার সার্ভিস চালু হয়—ডিসেম্বর, ১৯৯৪। 
কোন প্রধানমন্ত্রী লােকসভায় বাজেট পেশ করেন—জওহরলাল নেহেরু। 
নরসিংহম কমিটি (দ্বিতীয়)—ব্যাংক ব্যবস্থার সংস্কার। 
ডাভে কমিটি—অসংগঠিত ক্ষেত্রের পেনসন বিষয়ক। 
কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পটি চালু হয়—১৯৭৭-৭৮ সালে। 
‘খাদ্য, কাজ এবং উৎপাদনশীলতা’—স্লোগানটি ব্যবহূত হয়—সপ্তম পরিকল্পনায়।
কোন্ পঞবার্ষিকী পরিকল্পনাকে মহলানবিশ মডেল’ বলা হয়? ২য় পবার্ষিকী পরিকল্পনা। 
UN-এর প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন? উথান্ট।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.