ভারতবর্ষের জাতীয় আয় - National income of India

ভারতবর্ষের জাতীয় আয়  

ভারতবর্ষের জাতীয় আয় - National income of India
ভারতবর্ষের জাতীয় আয় - National income of India



অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে প্রাকতিক সম্পদের ওপর শ্রম ও মুলধন নিয়ােগ করে যে পরিমাণ নিট দ্রব্যসামগ্রী ও সেবাকার্য কোনাে এক বছরে উৎপন্ন হয়, তার মােট অর্থমূল্যই জাতীয় আয়।”


১৯৪৯ সালের National Income Committee -র মতানুসারে একটি নির্দিষ্ট সময়ে (মূলত ১ বছরে) দেশের উৎপাদিত দ্রব্য ও পরিষেবার মােট মূল্যকে বলে জাতীয় আয়।”


জাতীয় আয়কে তিন দিক থেকে দেখা যেতে পারে 


  • প্রথমত ও উৎপাদনের সমষ্টি বা জাতীয় উৎপাদন (Aggregation of Production)। 
  • দ্বিতীয়ত  আয়ের সমষ্টি (Aggregation of Income) অর্থাৎ, জাতীয় আয় = মােট মজুরি + মােট খাজনা + মােট সুদ + মােট মুনাফা
  • তৃতীয়ত ও ব্যয়ের সমষ্টি (Aggregation of Expenditure) জাতীয় ব্যয় = মােট ভােগ ব্যয় + মােট বিনিয়ােগ ব্যয়। 


জাতীয় আয় পরিমাপ পদ্ধতি 

সাইমন কুজনেটস (Simon Kuznets) র মতে তিন ধরনের আয় পরিমাপ পদ্ধতি রয়েছে—


১) দ্রব্য পদ্ধতি (Product Method) : এক বছরের উৎপাদিত দ্রব্য ও পরিষেবা (Goods and Services)র নীট মূল্য নির্ধারন।

২) আয় পদ্ধতি (Income Method) : দেশের সব মানুষের মােট আয় নির্ণয় করা হয়।

৩) গ্রহণ পদ্ধতি (Consumption Method) : এই পদ্ধতিকে ব্যয় পদ্ধতি বা Expenditure Method ও বলা হয়। জাতীয় আয় হল মােট গ্রহণ (Consumption) ও মােট সঞ্চয়ের (Savings) যােগফল। সাধারণভাবে আমরা (ক) আয়সুমারি পদ্ধতি (Census of Income Method এবং (খ) উৎপাদন সুমারি পদ্ধতি বা মূল্য সংযােগ পদ্ধতি - Value Added Method-র মাধ্যমে জাতীয় আয় পরিমাপ করে থাকি। 


(ক) আয়শুমারি পদ্ধতি : অর্জনকারী কোন ব্যক্তি বা ই প্রতিষ্ঠান (ইউনিট)-র যা অর্থাগম হয় তার থেকে অর্জনকারী ইউনিটের ব্যয় বাদ দিলে অর্জনকারী ইউনিটে ঘূল আয় (Gross Income) পেতে পারি।

জাতীয় আয় = খাজনা + মজুরী + সুদ + মুনাফা = Rent + factor (labour) cost + Rate of Interest + Profit.


(খ) মূল্য সংযােজন পদ্ধতি : কোনাে দেশের মধ্যে এক বছরে যে সমস্ত দ্রব্য ও সেবাকার্য (Goods and services) উৎপন্ন হয়। তাদের অর্থমূল্য যযাগ করলে স্থূল জাতীয় উৎপাদন (Gross National Product) বলে। স্থূল জাতীয় উৎপাদন মূলধনী দ্রব্যের অবক্ষয় খরচ (Depreciation) = নিট জাতীয় উৎপাদন (Net National Product) = জাতীয় আয় (National Income)।


একটি দেশের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদিত হয়, যাদের একক সমান নয়। তাই এদের যােগ করাও সম্ভব নয়। তাই উৎপন্ন দ্রব্য সামগ্রীগুলিকে তাদের দাম দিয়ে গুণ করে তাদের অর্থমূল্য নির্ণয় করে যােগ করা হয়। এই পদ্ধতিকেই ‘মূল্য সংযােজন পদ্ধতি বলা হয়।


GDP, Gross Domestic Product / স্থূল বা মােট আভ্যন্তরীন উৎপাদন : নির্দিষ্ট একটি বছরে নির্দিষ্ট ভৌগােলিক সীমার মধ্যে সকল মানুষের দ্বারা উৎপাদিত দ্রব্য ও পরিষেবার মােট মূল্যকেই GDP বলে।


GNP বা Gross National Product / স্থূল জাতীয় উৎপাদন = GDP + Net Foreign Remitance (বিদেশ থেকে ঐ দেশের মানুষের অর্জিত আয়) 


NNP (Net National Product)  / নীট জাতীয় উৎপাদন = GNP মূলধনী দ্রব্যের অবক্ষয় মূল্য / Depreciation Cost. 


জাতীয় আয় বা (National Income) 

NNP দুইভাব পরিমাপ করা যায়

(ক) বাজার দরের উপর : NNP at Market Price. 

(খ) উৎপাদনকারীর ওপর: NNP at Factor Cast. 

NNP at Factor Cost = National Income = NNP at Market Price - Indirect Tax  + Subsidy (ভর্তুকি) 


ব্যক্তিগত আয় বা Personal Income 

Personal Income = National Income - Undistributed Profits of Corporation - Security Payments (সামাজিক সুরক্ষার জন্য দেয় অর্থ) - Corporate Profit tax (কর্পোরেট মুনাফা কর) + Govt's Transfer Payments + Business Transfer Payments (ব্যবসায়ে দেয় অর্থ) + Net Interest Paid by govt. (সরকারের দেয় নীট সুদ, পেনশন)।


খরচযযাগ্য ব্যক্তিগত আয় / Personal Disposable Income = Personal Income-Direct Tax liabilities (প্রত্যক্ষ ক-ইনকাম ট্যাক্স)


জাতীয় আয় (ভারতের) পরিমাপের ইতিহাস 

(ক) স্বাধীনতালাভের পূর্বে জাতীয় আয় পরিমাপের তেমন কোনাে উদ্যোগ নেওয়া হয়নি। তবে ১৮৬৮ সালে দাদাভাই নওরােজী। তার “Poverty and Unbritish Rule in India”- গ্রন্থে ভারতের জাতীয় আয়ের কথা উল্লেখ করেন এবং এও বলেন মাথাপিছু জাতীয় আয় বার্ষিক ২০ টাকা।


(খ) ১৯১১ সালে ফিল্ডলে শিরাস (Findlay Shiras) বলেন জাতীয় মাথাপিছু আয় বার্ষিক ৪৯ টাকা। 


গ) ১৯১৩-১৪ সালে ওয়াদিয়া ও জোশী-র পরিমাপে এই পরিমাণ দাঁড়ায় ৪৪.৩০ টাকা / বার্ষিক।


(ঘ) ১৯২৫-২৯ সালে ডঃ ভি.কে.আর.ভি.রাও (স্বাধীনােত্তর প্রথম শিক্ষামন্ত্রী) এর পরিমাপে মাথাপিছু জাতীয় আয় হয় ৭৬ টাকা।  


(ঙ) স্বাধীনতা পরবর্তীকালে অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবীশের নেতৃত্বে ভারত সরব্বার ‘জাতীয় আয় কমিটি গঠন করে ১৯৪৯ সালে। ১৯৫৪ সালের এই কমিটির রিপাের্ট অনুযায়ী জাতীয় আয় পরিমাপ করা হয় ৮৬৫০ কোটি টাকা এবং মাথাপিছু আয় ২৪৬.৯০ টাকা।


(চ) বর্তমানে Central Statistical Organisation জাতীয় আয় পরিমাপ করে। তবে CSO ও NSSO কে সংযুক্ত করে NSO | (National Statistical Organisation) তৈরীর প্রস্তুতি চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.