বিভিন্ন প্রকারে সংকর ধাতু ও তার বাবহার | Different types of alloys and their uses

বিভিন্ন প্রকারে সংকর ধাতু ও তার বাবহার 

বিভিন্ন প্রকারে সংকর ধাতু ও তার বাবহার -Different types of alloys and their uses
বিভিন্ন প্রকারে সংকর ধাতু ও তার বাবহার -Different types of alloys and their uses

সুপ্রভাত বন্ধুরা,

আজ কলম এর পক্ষ থেকে রসায়ন বা Chemistry একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করবো, যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক যেমন WBPSC, Rail NTPC , WBP Constable , Food  ইত্যাদি পরীক্ষায় সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে বিষয়টি দেখা নেওয়া যাক । আর এই বিষয়ের PDF টি Download  করতে নিচের Link এ  Click  করুন ।



বিভিন্ন প্রকারে সংকর ধাতু

সংকর ধাতু

ব্যবহার

পিতল (Cu + Zn)

কমদামী অলঙ্কার, ঘোড়ার নজেল এবং কাপলিং পাইপ প্রভৃতি

মুদ্রা ধাতু (Cu + Ni)

আমেরিকার মুদ্রা

বােল্ড গােল্ড (Cu + Ni)

সস্তার অলঙ্কার তৈরীতে

ব্যাবিট ধাতু (Sn, Antimoni, Cu)

ইস্পাতের সাথে ঘর্ষণের পরিমান কম করার জন্য এই ধরনের Bearing ব্যবহৃত হয়

ঘণ্টা ধাতু (Bell Metal)/ কংস ধাতু পিতল (Cu + Sn) 

ঘণ্টা ধ্বনির ডালাই তৈরীতে, দামি গয়না, পায়ের মজ্জা, পাইপ, স্ট্যাম্প, ডাইস তৈরীতে

ব্রোঞ্জ (Cu + Sn)

U.S. মুদ্রাতে, ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, ইলেকট্রিক যন্ত্রপাতি

ডুরালুমিন (Al + Cu + Mg + Mn)

উড়ােজাহাজ, নৌকা, কল লাইন-এর পাত, উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষয় প্রতিরােধক-

মনেল (Ni + Cu + Fe)

ক্ষয় প্রতিরােধক পাত্রে

নাইক্রোম (Ni + G)

টোস্টার এর মধ্যে তাপ উৎপাদক ইলেকট্রিক হিটার ইত্যাদি

ফসফার ব্রোঞ্জ (Cu + Sn + P)

বৈদ্যুতিক স্প্রিং, নৌকা প্রবর্তক

সােল্ডার (Pb + Sn)

দুটি ধাতুকে একসাথে যুক্ত করা হয়

স্টার্লিং সিলভার/রূপালি (Ag + Cu)

গয়না অঙ্কন শিল্পের সরঞ্জাম

টাইপ ধাতু (Pb + Antimoni + Sn)

বিভিন্ন প্রিন্টিং বা ছাপানাের কাজে

জার্মান সিলভার (Cu + Zn + Ni)

পাত্র তৈরীতে

ম্যাগনেলিয়াম (Al + Mg) 

উড়ােজাহাজ এর ফ্রেম তৈরীতে

গান ধাতু (Cu + Zn + Sn)

ইঞ্জিনিয়ারিং কাজে

স্টিল (Fe + C)

নখ, সেতু নির্মাণ

স্টেইনলেস স্টিল (Fe + G + Ni)

রান্নার বাসন পত্র তৈরীতে



File Details:

PDF Name:  বিভিন্ন প্রকারে সংকর ধাতু ও তার বাবহার, Different types of alloys and their uses

Language: Bengali

Size : 0.1 MB 

No. of Pages: 01

Download Link: Click Here To Download

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.