Current Affairs in Bengali PDF 22 April 2021

 Current Affairs in Bengali PDF 22 April 2021

Current Affairs in Bengali PDF 22 April 2021
Current Affairs in Bengali PDF 22 April 2021


Q.1. সম্প্রতি জাতিসংঘের চীনা ভাষা দিবস (UN Chinese Language Day) কবে কখন পালিত হয়েছে? 

a. 18 এপ্রিল 

b. 20 এপ্রিল 

c. 19 এপ্রিল 

d. এর কোনটিই নয় 


Q.2. সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড TECNO কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়ােগ কবেছে? 

a. সনু সূদ 

b. রণবীর সিং। 

c. আয়ুষ্মান  খুরানা 

d. এর কোনটিই নয় 


Q.3. সম্প্রতি কোন রাজ্য সরকার জেলখানায় বন্দীদের জন্য একটি অনলাইন যোগা অধিবেশন (Online Yoga Session) শুরু করেছে? 

a. হরিয়ানা  

b. তামিলনাড়ু 

c. বাসস্থান 

d. এর কোনটিই নয় 


Q.4. সম্প্রতি প্রকাশিত  Henley Passport Index 2021-9 কোন দেশ শীর্ষে রয়েছে? 

a. জার্মানী 

b. সিঙ্গাপুর 

c. জাপান 

d. এব কোনটিই নয় 


Q.5. সম্প্রতি প্রয়াত গঞ্জাম ভেঙ্কটাসুবিয়া কে ছিলেন? 

a. গায়ক 

b. লেখক 

c. সাংবাদিক 

d. এর কোনটিই নয় 


Q.6. সম্প্রতি 'Startup India seed Fund Scheme' কে চালু করেছে? 

a. নরেন্দ্র মােদী 

b. পীযূষ গােয়েল 

c. রাজনাথ সিং 

d. এর কোনটিই নয় 


Q.7. সম্প্রতি কোভিড সংক্রমণ এড়াতে কোন রাজ্য 'জন অনুশাসান পাখওয়াড়া'  শুরু করেছে? 

a. মহারাষ্ট্র 

b. হবিয়ানা 

c. রাজস্থান 

d. এর কোনটিই নয় 


Q.8. সম্প্রতি কোন দেশ পরিবেশের ক্ষতি করলে শাস্তি দেওয়ার জন্য Ecocide নামক একটি Bill তৈরি করেছে? 

a. রাশিয়া 

b. ফ্রান্স

c. জার্মানী 

d. এর কোনটিই নয় 


Q.9. সম্প্রতি কোন দেশ ভারতকে তার Travel-'Red List'-এ অন্তর্ভুক্ত করেছে? 

a. সিঙ্গাপুর

b. অস্ট্রেলিয়া

c. ব্রিটেন 

d. এর কোনটিই নয় 


Q.10. সম্প্রতি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূমিধর বর্মন প্রয়াত হয়েছেন? 

a. ত্রিপুরা 

b. আসাম 

c. মেঘালয় 

d. এর কোনটিই নয় 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.