Bengali Daily Current Affairs 16th May 2021

Bengali Daily Current Affairs 16th May 2021

হ্যালো,
বন্ধুরা আজ কলমের পক্ষথেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি , 16th May 2021 এর  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -এর  ছোট্ট একটি অংশ, যা তোমাদের বিভিন্ন সরকারি পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন, WBP 2021, WBCS 2021, WBPSC 2021, WBP SI 2021 এই পরীক্ষাগুলিতে বিশিষ ভাবে উপকৃত করবে, সুতরাং আর দেরি না করে শুরু করা যাক ।

Bengali Daily Current Affairs 16th May 2021
Bengali Daily Current Affairs 16th May 2021


Current Affairs 16 May 2021 


Q.1. সম্প্রতি Forbes কর্তৃক প্রকাশিত সর্বোচ্চ আয়কারী Top-10 Athletes 2021-এ কে শীর্ষে রয়েছে? 


a. লিওনেল মেসি 

b. কনর ম্যাকগ্রেগর 

c. ক্রিশ্চিয়ানাে রােনালদো 

d. এর কোনটিই নয়

 

কনর ম্যাকগ্রেগর 


Q.2. সম্প্রতি প্রকাশিত ICC Test ranking-এ কোন দেশ শীর্ষে রয়েছে? 


a. ভারত 

b. নিউজিল্যান্ড 

c.ইংল্যান্ড 

d. এর কোনটিই নয় 


ভারত 


Q.3. সম্প্রতি SEBI কাকে  Social Stock Exchange-এর Technical Group-এর প্রধান হিসাবে নিযুক্ত করেছে? 


a. জোসে জে কাটটুর 

b. হর্ষ কুমার ভানওয়ালা 

c. উলা সিংহানিয়া 

d. এর কোনটিই নয় 


হর্ষ কুমার ভানওয়ালা 


Q.4. সম্প্রতি বিশ্বব্যাংকের (World Bank) রিপাের্ট অনুযায়ী 2020 সালে Remittances-এর সর্বাধিক প্রাপক দেশ কোনটি? 


a. মেক্সিকো 

b. চীন 

c. ভারত 

d. এর কোনটিই নয় 


ভারত 


Q.5. সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় কে শপথ নিয়েছেন? 


a. কেপি শর্মা ওলি 

b. পুষ্প কমল দাহাল 

c. শের বাহাদুর সিং 

d. এর কোনটিই নয় 


কেপি শর্মা ওলি 


Q.6. সম্প্রতি সুরিনাম প্রজাতন্ত্রে (Republic of Suriname) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিয়ােগ করা হয়েসে? 


a. শাকুর রাথার 

b. এস বালাচন্দ্রন 

c. অরুণ কুমার সিং 

d. এর কোনটিই নয় 


এস বালাচন্দ্রন 


Q.7. সম্প্রতি প্রয়াত এম কে কৌশিক এবং রবিন্দর পাল সিং কোন খেলার সাথে যুক্ত ছিলেন? 


a. ফুটবল 

b. বাস্কেটবল 

c. হকি

d. এর কোনটিই নয় 


হকি


Q.8.  2021 সালে ভারতের প্রথম ঘূর্ণিঝড় কোনটি, যার জন্য কেরালা সরকার "রেড অ্যালার্ট' জারি করেছে? 


a. গনি ঘূর্ণিঝড়  

b. তৌক্তে ঘূর্ণিঝড় 

c. নিসর্গ ঘূর্ণিঝড়

d. এর কোনটিই নয় 


তৌক্তে ঘূর্ণিঝড় 


Q.9. সাম্প্রতিক 2021 ব্রিট অ্যাওয়ার্ড-এ গ্লোবাল আইকন পুরষ্কার প্রাপ্ত প্রথম মহিলা শিল্পী কে হয়েছিলেন? 


a. ম্যাডােনা 

b.বেয়ঙ্কে 

c. টেলর সুইফট 

d. এর কোনটিই নয় 


টেলর সুইফট 


Q.10. সম্প্রতি কোন রাজ্য সরকার নির্মাণ শ্রমিকদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘােষণা করেছে? 


a. ওডিশা

b. রাজস্থান

c. পাঞ্জাব 

d. এর কোনটিই নয় 



পাঞ্জাব 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.