Bengali Daily Current Affairs 19th May 2021
![]() |
Bengali Daily Current Affairs 19th May 2021 |
Current Affairs 19 May 2021
Q.1. সম্প্রতি 'বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস (World Hypertension Day) কবে পালন করা হয়েছে?
a.15 মে
b. 17 মে
c. 16 মে
d . এর কোনটিই নয়
17 মে
৫.2. সম্প্রতি DCGl 2-18 বছর বয়সীদের ওপর কোন Covid ভ্যাকসিনের পরীক্ষা অনুমােদন করেছে?
a. Covaxin
b. Covishield
c. Sputnik v
d. এর কোনটিই নয়
Covaxin
q.3. সম্প্রতি কোন চিত্রশিল্পীর একটি চিত্র নিউ ইয়র্কে 103.4 মিলিয়ন ডলাবে বিক্রি হয়েছে?
a. ক্লদ মােনেট
b. পাবলাে পিকাসাে
c. বেমব্র্যান্ড
d. এর কোনটিই নয়
পাবলাে পিকাসাে
Q.4. সম্প্রতি International Council for Advertising self-Regulation-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. রােশনি নাদার
b. ঋদ্ধি গর্গ
c. মনীষা কাপুর
d. এর কোনটিই নয়
মনীষা কাপুর
Q.5. সম্প্রতি প্রয়াত 'এম এস নরসিমহন' কে ছিলেন?
a. গায়ক
b. গণিতবিদ
c. সাংবাদিক
d .এর কোনটিই নয়
গণিতবিদ
Q.6. সম্প্রতি White House-এর Senior Advisor কোন ভারতীয় আমেরিকানকে নিয়ােগ করা হয়েছে?
a. প্রতিষ্ঠ মিত্তল
b. নীরা ট্যান্ডান
c. গীতা যােশী
d. এর কোনটিই নয়
নীরা ট্যান্ডান
Q.7. সম্প্রতি কোন দেশ 2022 FIFA World Cup থেকে নিজেকে প্রত্যাহার করেছে?
a. জার্মানী
b. সিঙ্গাপুর
c. উত্তর কোরিয়া
d. এর কোনটিই নয়
উত্তর কোরিয়া
৫.৪. সম্প্রতি NASA-র কোন মহাকাশযান সৌরজগত এর বাইবে একটি মহাজাগতিক শব্দ (Cosmic Sound) Humming Sound রেকর্ড করেছে?
a. Voyager-1
b. Voyager-2
c. Cosmic SAT
d. এর কোনটিই নয়
Voyager-1
Q.9. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 'কোভিড ফতেহ' প্রচার শুরু করেছেন?
a. হিমাচল প্রদেশ
b. হরিয়ানা
c. পাঞ্জাব
d. এর কোনটিই নয়
পাঞ্জাব
৫.10. সম্প্রতি প্রকাশিত 'Sikkim: A History of Intrigue and Alliance'-এই বইটি কে লিখেছেন?
a. ব্র্যান্ডন ভেরা
b. প্রীত মােহন সিং মালিক
c. মার্টিন গ্রিফিথস
d. এর কোনটিই নয়
প্রীত মােহন সিং মালিক