Daily Current Affairs in Bengali 26th May 2021

Daily Current Affairs in Bengali 26th May 2021

Daily Current Affairs in Bengali 26th May 2021
Daily Current Affairs in Bengali 26th May 2021


Current Affairs 26 May 2021 


Q.1. সম্প্রতি কোন রাজ্য SMS ভিত্তিক Remdesivir Info System শুরু করেছে? 


a. কেরালা 

b. তামিলনাড়ু 

c. কর্ণাটক 

d. এর কোনটিই নয় 


কর্ণাটক 


Q.2. সম্প্রতি কোন রাজ্য সরকার অনাথদের শিশুদের জন্য বাৎসল্য প্রকল্প শুরু করার ঘােষণা করেছে? 


a. ওডিশা

b. কেরালা

c. উত্তরাখণ্ড 

d. এর কোনটিই নয় 


 উত্তরাখণ্ড 


Q.3. সম্প্রতি 'Badminton World Federation'-এর সদস্য নির্বাচিত হয়েছেন কে? 


a. রনিত জৈন 

b. হিমন্ত বিশ্ব শর্মা  

c. সুরেশ মুকুন্দ 

d. এর কোনটিই নয় 


হিমন্ত বিশ্ব শর্মা  


Q.4. সম্প্রতি মাথাপিছু আয়ের দিক থেকে কোন দেশ ভারতকে পিছনে ফেলে দিয়েছে? 


a. শ্রীলঙ্কা 

b. পাকিস্তান 

c. বাংলাদেশ 

d. এর কোনটিই নয় 


বাংলাদেশ 


Q.5. সম্প্রতি প্রয়াত ও পি ভরদ্বাজ কে ছিলেন? 


a. প্রণেতা

b. বক্সিং কোচ 

c. সাংবাদিক 

d. এর কোনটিই নয় 


বক্সিং কোচ 


Q.6. সম্প্রতি Monaco Grand Prix 2021 কে জিতেছে? 


a. লুইস হ্যামিল্টন 

b. ম্যাক্স ভাস্টাপেন 

c. ভালটেরি বটটাস 

d. এর কোনটিই নয় 


ম্যাক্স ভাস্টাপেন 


Q.7. you fo India and Asian Geopolitics: The Past Present নামক বইটি কে লিখেছেন? 


a. শিবশঙ্কর মেনন 

b. সিদ্ধান্ত গর্গ 

c. সুভাষ কুমার 

d. এর কোনটিই নয় 


শিবশঙ্কর মেনন 


Q.8. সম্প্রতি RBI-এর 'Innovation Hub'-এর CEO হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে? 


a. শিবাং মিত্তল 

b. রাজেশ বনসাল 

c. অমরদীপ গর্গ 

d. এর কোনটিই নয় 


রাজেশ বনসাল 


Q.9. সম্প্রতি হকি Hockey India-কে দেশে খেলাধুলার অগ্রগতি এবং উন্নয়নে ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কোন মর্যাদাপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়েছে? 


a. পাবলাে নেগ্রে পুরস্কার 

b. ধ্যানচাঁদ পুরস্কার

c. এটিনে গ্লিচিচ পুরস্কার 

d. এর কোনটিই নয় 


এটিনে গ্লিচিচ পুরস্কার 


Q.10. সম্প্রতি 'Nehru Tibet and China' নামক বইটি কে লিখেছেন? 


a. নরিন্দর বাত্রা

b. অবতার সিং ভাসিন 

c. আনন্দ শর্মা 

d. এর কোনটিই নয় 


অবতার সিং ভাসিন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.