Daily Current Affairs in Bengali 21st June 2021

Daily Current Affairs in Bengali 21st June 2021

Daily Current Affairs in Bengali 21th June 2021
Daily Current Affairs in Bengali 21st June 2021


Current Affairs 21 June 2021 


Q.1. সম্প্রতি 'জাতীয় পঠন দিবস' (National Reading Day) কবে পালিত হয়েছে? 


a. 16 জুন 

b. 19 জুন 

c. 17 জুন 

d. এর কোনটিই নয় 


19 জুন 


Q.2. সম্প্রতি IMD দ্বারা প্রকাশিত World Competitiveness Index 2021-এ কোন দেশ শীর্ষে রয়েছে? 


a. ডেনমার্ক 

b. সুইডেন 

c. সুইজারল্যান্ড 

d. এর কোনটিই নয় 


সুইজারল্যান্ড 


Q.3. সম্প্রতি জীববৈচিত্র্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব অধ্যয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন মিশনটি অনুমােদন করেছে? 


a. Gap Ocean Mission 

b. Deep Ocean Mission 

c. Glow Qcean Mission 

d. এর কোনটিই নয় 


Deep Ocean Mission 


Q.4. সম্প্রতি Covid-19 ফ্রন্টলাইন কর্মীদের জন্য কে একটি কাস্টমাইজড ক্র্যাশ কোর্স শুরু করেছে? 


a. রামনাথ কোবিন্দ 

b. নরেন্দ্র মােদী 

c. রাজনাথ সিং 

d. এর কোনটিই নয় 


নরেন্দ্র মােদী 


Q.5. সম্প্রতি কত বছর বয়সে মহান ভারতীয় স্প্রিন্টার মিলখা  সিং প্রয়াত হলেন? 


a. 88 

b.91 

c. 90 

d. এর কোনটিই নয় 


91 


Q.6. সম্প্রতি কেন্দ্রীয় সরকার Ordnance Factory Board-এর পরিবর্তে কতগুলি Company গঠনের সিদ্ধান্ত নিয়েছে? 


a. 05 

b. 07 

c. 04 

d. এর কোনটিই নয় 


07 


Q.7. সম্প্রতি 'গােয়া বিপ্লব দিবস (Goa Revolution Day) কবে পালিত হয়েছে? 


a. 16 জুন 

b. 18 জুন 

c. 17 জুন 

d. এর কোনটিই নয় 


 18 জুন 


৫.৪. সম্প্রতি COVID-19 ভেরিয়েন্ট 'Delta'-র বিরুদ্ধে কোন ভ্যাকসিনটি বেশি কার্যকর বলে জানা গেছে?


 a. Covaxin 

b. Sputnik-V 

c. Pfizer 

d. এর কোনটিই নয় 


Sputnik-V


Q.9. সম্প্রতি কোন দেশের ক্রিকেটার কেভিন ও ' ব্রায়েন ওয়ানডে থেকে অবসরের ঘােষণা করেছেন? 


a. নিউজিল্যান্ড 

b. জিম্বাবােয়ে 

c. আয়ারল্যান্ড 

d. এর কোনটিই নয় 


আয়ারল্যান্ড 


Q.10. সম্প্রতি ভারতের কোন শহরে Green Fungus প্রথম ঘটনা সামনে এসেছে? 


a. ইন্দোর 

b. পুনে

c. পাটনা। 

d. এর কোনটিই নয় 


 ইন্দোর 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.