Daily Current Affairs In Bengali 23rd June 2021

Daily Current Affairs In Bengali 23rd June 2021

Daily Current Affairs In Bengali 23rd June 2021
Daily Current Affairs In Bengali 23rd June 2021


Current Affairs 23 June 2021 

 

Q.1. সম্প্রতি আন্তর্জাতিক যােগ দিবস (International Yoga Day) কবে পালিত হয়েছে? 


a. 19 জুন 

b. 21 জুন 

c. 20 জুন 

d. এর কোনটিই নয়


21 জুন


Q.2. সম্প্রতি কোন রাজ্য সরকার Meditation and Yoga Science-এর উপর এক বছরের ডিপ্লোমা কোর্স শুরু করেছে? 


a. আসাম 

b. ওডিশা 

c. দিল্লি

d. এর কোনটিই নয় 

 

দিল্লি


Q.3. সম্প্রতি আন্তর্জাতিক বক্সিং অ্যাসােসিয়েশনের কোচ কমিটির সদস্য হিসাবে দেশের প্রথম মহিলা কে নিযুক্ত  হয়েছেন? 


a. প্রতিমা শেঠি 

b. ডঃ তাডাং মিনু 

c. অমৃতা মিত্র

d. এর কোনটিই নয় 


ডঃ তাডাং মিনু 


Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার মিলখা সিং-এর নামে একটি প্যারাগ্লাইডিং ক্লাব খােলার কথা ঘােষণা করেছে? 


a. ওডিশা 

b. মহারাষ্ট্র 

c. হরিয়ানা 

d. এর কোনটিই নয় 


 হরিয়ানা 


Q.5. সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক তৈরি করেছে? 


a. ফ্রান্স 

b. জার্মানী 

c. পােল্যান্ড 

d. এর কোনটিই নয় 


ফ্রান্স 


Q.6. সম্প্রতি 'The Nutmeg's Curse' নামক বইটি কে লিখেছেন? 


a. রাস্কিন বন্ড 

b. অমিতাভ ঘােষ 

c. শুভম জৈন 

d. এর কোনটিই নয় 


অমিতাভ ঘােষ 


Q.7. সম্প্রতি কোন দেশ 03 জুন জাতীয় টেনিস দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে? 


a. ফ্রান্স 

b. জার্মানী 

c. স্পেন 

d. এর কোনটিই নয় 


স্পেন


Q.৪. সম্প্রতি কোন রাজ্য সরকার ভি কানাগরাজ-কে State Police Complaints Authority-র চেয়ারম্যান হিসাবে নিয়ােগ করেছে? 


a. রাজস্থান

b. অন্ধ্র প্রদেশ 

c. পশ্চিম বঙ্গ 

d. এর কোনটিই নয় 


অন্ধ্র প্রদেশ


Q.9. সম্প্রতি প্রকাশিত 'Ease of Living Index 2020'-এ কোন শহর শীর্ষে রয়েছে? 


a. চেন্নাই  

b. বেঙ্গালুরু 

c. সিমলা

d. এর কোনটিই নয় 


বেঙ্গালুরু


Q.10. সম্প্রতি প্রকাশিত 'Sustainable Development Report 2021'-এ কোন দেশ শীর্ষে রয়েছে? 


a. ডেনমার্ক 

b. সুইডেন 

c. ফিনল্যান্ড 

d. এর কোনটিই নয় 

ফিনল্যান্ড 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.