Daily Current Affairs In Bengali 03rd July 2021

Daily Current Affairs In Bengali 03rd July 2021

Daily Current Affairs In Bengali 03rd July 2021
Daily Current Affairs In Bengali 03rd July 2021


Current Affairs 3 July 2021 


Q.1. সম্প্রতি 1 জুলাই কোন গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়েছে? 


a. জাতীয় ডাক কর্মী দিবস 

b. জাতীয় চিকিৎসক দিবস 

c. জাতীয় সি এ (Chartered Accountants) দিবস 

d. উপরের সবকটি 


উপরের সবকটি 


Q.2. সম্প্রতি টোকিও অলিম্পিকে যােগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা গল্ফার কে হয়েছেন? 


a. ঊষা নাতেসান 

b. ভার্তিকা মিত্র 

c. আদিতি অশােক 

d. এর কোনটিই নয় 


আদিতি অশােক


Q.3. সম্প্রতি NITIAayog-এর CEO অমিতাভ কান্তের মেয়াদ কত বছর বাড়ানাে হয়েছে? 


a. তিন 

b. এক 

c. দুই 

d. এর কোনটিই নয় 


এক 


Q.4. সম্প্রতি ভারতীয় বায়ু সেনার নতুন উপ-প্রধান (Deputy Chief) কে হয়েছেন? 


a. সজন প্রকাশ

b. সন্দীপ সেজওয়াল 

c. বিবেক রাম চৌধুরী 

d. এর কোনটিই নয় 


বিবেক রাম চৌধুরী


Q.5. সম্প্রতি সুধর্মা সংস্কৃত দৈনিক পত্রিকার সম্পাদক প্রয়াত হলেন তার নাম কি? 


a. কৌশিক বসু 

b. কে ভি সম্পত 

c. মিনেশ শাহ 

d. এর কোনটিই নয় 


কে ভি সম্পত 


Q.6. সম্প্রতি কোন রাজ্য সরকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড নামে একটি প্রকল্প শুরু করেছে? 


a. রাজস্থান

b. পশ্চিমবঙ্গ 

c. অন্ধ্র প্রদেশ 

d. এর কোনটিই নয়


পশ্চিমবঙ্গ 


Q.7. সম্প্রতি প্রকাশিত Global Startup Ecosystem Index 2021-এ কোন দেশ শীর্ষে রয়েছে? 


a. ইজরায়েল 

b. ব্রিটেন 

c. আমেরিকা 

d. এর কোনটিই নয় 


আমেরিকা 


৫.৪. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের (UAE) গােল্ডেন ভিসা কে পেয়েছেন? 


a. কার্তিকেয় মিত্তল 

b. অমৃতা আহুজা 

c. মােনা বিম্বরূপা মােহান্তি 

d. এর কোনটিই নয় 


মােনা বিম্বরূপা মােহান্তি


Q.9. সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব 'Sukoon' হেল্পলাইন শুরু করেছেন? 


a. লাদাখ 

b. জম্মু কাশ্মীর 

c. চন্ডীগড় 

d. এর কোনটিই নয় 


জম্মু কাশ্মীর 


Q.10. সম্প্রতি ভারতীয় বংশােদ্ভূত সর্বকনিষ্ঠ Chess Grand Master কে হয়েছেন? 


a. কৌশিক বসু

b. অভিমন্যু মিত্র 

c. মিনেশ শাহ 

d. এর কোনটিই নয় 


 অভিমন্যু মিত্র 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.