Daily Current Affairs In Bengali 06th July 2021

Daily Current Affairs In Bengali 06th July 2021

Daily Current Affairs In Bengali 06th July 2021
Daily Current Affairs In Bengali 06th July 2021


Current Affairs 6 July 2021 


Q.1. সম্প্রতি মার্কিন স্বাধীনতা দিবস (US Independence Day) কবে পালিত হয়েছে? 


a. 02 জুলাই 

b. 04 জুলাই 

c. 03 জুলাই 

d. এর কোনটিই নয় 


04 জুলাই 


2.2. সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় নির্মিত হবে? 


a. পুনে

b. হায়দ্রাবাদ

c. জয়পুর 

d. এর কোনটিই নয় 


জয়পুর 


Q.3. সম্প্রতি পরিজাত বৃক্ষ রােপণ কবে কে বন মহােৎসব 2021-এর সুভারম্ভ কবেলেন? 


a. নরেন্দ্র মােদী 

b. প্রকাশ জাভড়েকর 

c. ডাঃ হর্ষ বর্ধন সিং 

d. এর কোনটিই নয় 


প্রকাশ জাভড়েকর 


Q.4. সম্প্রতি কোন দেশ Right to Repair Act লাগু করেছে? 


a. ইতালি 

b. ব্রিটেন 

c. স্পেন

d. এব কোনটিই নয় 


 ব্রিটেন 


Q.5. সম্প্রতি ভারতের কোন পুরাতন সংবাদপত্র তার 200 বছর পূর্ণ করেছে? 


a. মাদ্রাজ সমাচার 

b. মুম্বাই সমাচার 

c. গুজরাট সংবাদ 

d. এর কোনটিই নয় 


 মুম্বাই সমাচার


Q.6. সম্প্রতি রাশিয়ার পারমাণবিক সংস্থা Rosatom ভারতের কোন রাজ্যে কুড়ানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 5th Nuclear Reactor নির্মাণ শুরু করেছে? 


a. রাজস্থান

b. তামিলনাড়ু 

c. অন্ধ্র প্রদেশ

d. এর কোনটিই নয় 


 তামিলনাড়ু 


Q.7. সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জ্যাকব জুমাকে 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে? 


a. বাংলাদেশ 

b. অস্ট্রেলিয়া 

c. দক্ষিণ আফ্রিকা 

d. এর কোনটিই নয় 


 দক্ষিণ আফ্রিকা 


৫.৪. সম্প্রতি কোন রাজ্য সরকার 'জন সহায়ক আপকা সহায়ক' অ্যাপ চালু করেছে? 


a. মহারাষ্ট্র 

b. হরিয়ানা 

c. উত্তর প্রদেশ

d. এর কোনটিই নয় 


হরিয়ানা 


Q.9. সম্প্রতি 24 আগস্ট থেকে শুরু টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় দলের পতাকাবাহক হিসাবে কার নাম ঘােষণা করা হয়েছে? 


a. মারিয়াপ্পান থাঙ্গাভেলু  

b. সুশীল চন্দ্রা 

c. প্রেম সিং তমঙ্গ 

d. এর কোনটিই নয়


মারিয়াপ্পান থাঙ্গাভেলু  


৫.10. সম্প্রতি পাকিস্তানের কোন শহরে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? 


a. মুলতান

b. যেকোবাবাদ 

c. ইসলামাবাদ

d. এর কোনটিই নয় 


যেকোবাবাদ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.