Daily Current Affairs In Bengali 09th July 2021

Daily Current Affairs In Bengali 09th July 2021

Daily Current Affairs In Bengali 09th July 2021
Daily Current Affairs In Bengali 09th July 2021


Current Affairs 9 July 2021 


Q.1. সম্প্রতি 'World Zoonoses Day' কবে পালিত হয়েছে? 


a. 04 জুলাই 

b. 06 জুলাই 

c. 05 জুলাই 

d. এর কোনটিই নয় 


06 জুলাই 


Q.2. সম্প্রতি সুখবীর সিং সান্ধুকে কোন রাজ্যের নতুন মুখ্যসচিব (Chief Secretary) হিসাবে নিয়ােগ করা হয়েছে? 


a. রাজস্থান 

b. হরিয়ানা 

c. উত্তরাখণ্ড 

d. এর কোনটিই নয় 


উত্তরাখণ্ড 


Q.3. সম্প্রতি অলিম্পিকে যােগ্যতা অর্জনকারী দ্বিতীয় গল্ফার কে হয়েছেন? 


a. অদিতি অশােক 

b. অনির্বাণ লাহিড়ী 

c. উদয়ন মানে

d. এর কোনটিই নয় 


উদয়ন মানে


Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার 57 বছরের বেশি বয়সের লােকদের বার্ধক্যপেনশন (Old Age Pension) সরবরাহ করবে? 


a. ওডিশা 

b. মহারাষ্ট্র 

c. তেলেঙ্গানা 

d. এর কোনটিই নয় 


তেলেঙ্গানা 


Q.5. সম্প্রতি প্রয়াত রিচার্ড ডােনার কে ছিলেন? 


a. প্রণেতা 

b. চলচ্চিত্র পরিচালক 

c. গায়ক

d. এর কোনটিই নয় 


চলচ্চিত্র পরিচালক 


Q.6. সম্প্রতি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসােসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে? 


a. কপিল দেব

b. মােহাম্মদ আজহারউদ্দিন 

c. সুনীল গাওস্কর 

d. এর কোনটিই নয়


মােহাম্মদ আজহারউদ্দিন 


Q.7. সম্প্রতি ভারত সরকার ভারতীয় Aqua farmers জন্য কোন মােবাইল অ্যাপ চালু করেছে? 


a. Aqua Krishi 

b. Matsya Krishi 

C. Matsya Setu 

d. এর কোনটিই নয় 


Matsya Setu 


Q.৪. সম্প্রতি কোন রাজ্য সরকার রাইথু ভরোসা চৈতন্য যাত্রার আয়ােজন করবে? 


a. মহারাষ্ট্র 

b. অন্ধ্র প্রদেশ

c. আসাম

d. এর কোনটিই নয়

 

অন্ধ্র প্রদেশ


Q.9. সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন মহিলা এশিয়ান কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে? 


a. পুনে

b. মুম্বাই 

c. a এবং b উভয়ই 

d. এর কোনটিই নয় 


a এবং b উভয়ই 


Q.10. সম্প্রতি খাদি প্রাকৃতক পেইন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? 


a. অক্ষয় কুমার 

b. অনুপম খের 

c. নীতিন গড়করি 

d. এর কোনটিই নয় 


নীতিন গড়করি 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.