Daily Current Affairs In Bengali 11th &12th July 2021

Daily Current Affairs In Bengali 11th &12th July 2021

Daily Current Affairs In Bengali 11th &12th July 2021
Daily Current Affairs In Bengali 11th &12th July 2021


Current Affairs 11 July 2021 


Q.1. সম্প্রতি বিশ্বের উচ্চতম বালির দুর্গ (Sand Castle) কোথায় নির্মিত হয়েছে? 


a. ইতালি

b. ডেনমার্ক 

c. কলম্বিয়া 

d. এর কোনটিই নয় 

ডেনমার্ক 



2.2. সম্প্রতি মেঘালয়ের 12তম নুতন জেলা নিম্নের কোনটি? 


a. মারঙ্গ 

b. মলেরকোটল

c. মামিলাদুথুরাই 

d. এর কোনটিই নয় 

মারঙ্গ 



Q.3. সম্প্রতি ভারতীয় সেনা প্রমুখ মনােজ মুকুন্দ নারবনে কোন দেশে ভারতীয় সেনাবাহিনীর স্মৃতিসৌধের উদ্বোধন করলেন? 


a. জাপান 

b. রাশিয়া 

c. ইতালী 

d. এর কোনটিই নয় 

ইতালী 



Q.4. সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশে দুদিনের সফরে গেছেন? 


a. মায়ানমার 

b. কম্বােডিয়া 

c. জর্জিয়া

d. এর কোনটিই নয় 


জর্জিয়া


Q.5. সম্প্রতি মধ্যপ্রদেশে National Institute of Mental Health and Research কোথায় স্থাপন করা হচ্ছে? 


a. ইন্দোর 

b. শিহাের 

c. শিমােগা 

d. এর কোনটিই নয় 

শিহাের 



Q.6. সম্প্রতি কোন মন্ত্রক SPARSH সিস্টেম বাস্তবায়ন করেছে? 


a. অর্থ মন্ত্রণালয় 

b. প্রতিরক্ষা মন্ত্রণালয় 

c. কৃষি মন্ত্রণালয় 

d. এর কোনটিই নয় 

প্রতিরক্ষা মন্ত্রণালয় 



Q.7. সম্প্রতি কোন বীমা সংস্থা 'Saral Pension' স্কিম চালু করেছে? 


a. Bajaj Allianz 

b. LIC 

c. Bharti AXA Life Insurance 

d. এর কোনটিই নয়

LIC 



Q.৪. সম্প্রতি জলবায়ু পরিবর্তন মােকাবেলায় Under2 Coalition-এ যােগ দেওয়া ভারতের পঞ্চম রাজ্য কোনটি? 


a. ওডিশা 

b. হরিয়ানা 

c. মহারাষ্ট্র 

d. এর কোনটিই নয় 

মহারাষ্ট্র 



Q.9. সম্প্রতি কোন সংস্থার CEO পদত্যাগ কবেছেন? 


a. BHEL 

b. SAIL 

c. ICC 

d. এর কোনটিই নয় 

 ICC 



Q.10. সম্প্রতি 'টনি ক্রাউস' অবসর নিয়েছেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন? 


a. হকি

b. ফুটবল 

c. বাস্কেটবল 

d. এর কোনটিই নয় 

ফুটবল 


 

Current Affairs 12 July 2021 


৫.1. সম্প্রতি জাতীয় মৎস কৃষক দিবস (National Fish Farmers Day) কবে পালিত হয়েছে? 


a. 08 জুলাই 

b. 10 জুলাই 

c. 09 জুলাই 

d. এর কোনটিই নয় 

10 জুলাই 



Q.2. সম্প্রতি কোন এয়ারলাইন কে 2021 সালের 'Airline of the Year' পুরষ্কার দেওয়া হয়েছে? 


a. Malaysia Airlines 

b. Singapore Airline 

c. Korean Airline 

d. এর কোনটিই নয় 


Korean Airline 


2.3. সম্প্রতি ভারতীয় রেলের মানচিত্রে কোন রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 


a. ত্রিপুরা 

b. মিজোরাম 

c. মণিপুর 

d. এর কোনটিই নয় 


মণিপুর 


Q.4. সম্প্রতি টোকিও অলিম্পিকের জুরি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? 


a. উদয়ন মানে 

b. পবন সিং 

c. অনির্বাণ লাহিড়ী 

d. এর কোনটিই নয় 


পবন সিং 


Q.5. সম্প্রতি Bharat Dynamics Limited কোন ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? 


a. বস্ত্র 

b. আকাশ 

c. গরুড় 

d. এর কোনটিই নয় 


আকাশ 


Q.6. কোন রাজ্য সরকার 'Model Tenancy Act' চালু করার পরিকল্পনা করছে? 


a. মহারাষ্ট্র 

b. তামিলনাড়ু 

c. কর্ণাটক 

d. এর কোনটিই নয় 


কর্ণাটক 


Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার ঘােষণা করেছে? 


a. ওডিশা 

b, হরিয়ানা 

c. রাজস্থান 

d. এর কোনটিই নয় 


রাজস্থান


Q.8.সম্প্রতি প্রকাশিত To All India Radio global ranking-a কোন দেশ শীর্ষে রয়েছে? 


a. ফিজি 

b. আমেরিকা 

c. অস্ট্রেলিয়া

d. এর কোনটিই নয় 

আমেরিকা 



Q.9. সম্প্রতি RBI তার গাইডলাইন না মানার কারণে কতগুলি ব্যাঙ্ককে জরিমানা করেছে? 


a. 17 

b. 12 

c. 14 

d. এর কোনটিই নয় 


14


Q.10. সম্প্রতি Kareena Kapoor Khan's Pregnancy Bible নামক পুস্তক টি কে প্রকাশিত করেছেন? 


a. নেহা ধুপিয়া

b. কারিনা কাপুর

c. স্মৃতি মিত্তল 

d. এর কোনটিই নয় 

কারিনা কাপুর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.