Daily Current Affairs In Bengali 18th &19th July 2021

Daily Current Affairs In Bengali 18th &19th July 2021 

Daily Current Affairs In Bengali 18th &19th July 2021
Daily Current Affairs In Bengali 18th &19th July 2021 


Current Affairs 18 &19 July 2021 


Q.1. সম্প্রতি বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস (World International Day of Justice) কবে পালিত হয়েছে? 


a. 15 জুলাই 

b. 17 জুলাই 

c. 16 জুলাই 

d. এর কোনটিই নয়


17 জুলাই 


Q.2. সম্প্রতি ICAR তার 93তম প্রতিষ্ঠা দিবস কবে উদযাপন করেছে? 


a. 15 জুলাই 

b. 14 জুলাই 

c. 16 জুলাই 

d. এর কোনটিই নয় 


16 জুলাই 


2.3. সম্প্রতি কৃষকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম 'Kisan Saarathi' কে চালু করেছে? 


a. রামনাথ কোবিন্দ 

b. নরেন্দ্র সিং তােমর 

c. পীযূষ গােয়েল

d. এর কোনটিই নয় 


নরেন্দ্র সিং তােমর 


Q.4. সম্প্রতি কোন রাজ্যে 'বােনালু উৎসব' পালিত হবে? 


a. কেরালা 

b. তামিলনাড়ু 

c. তেলেঙ্গানা 

d. এর কোনটিই নয় 


তেলেঙ্গানা 


Q.5. সম্প্রতি প্রয়াত সুরেখা সিক্রি কে ছিলেন? 


a. প্রণেতা 

b. অভিনেত্রী 

c. সাংবাদিক 

d. এর কোনটিই নয় 


অভিনেত্রী 


Q.6. সম্প্রতি ভারতের প্রথম Pod Taxi কোথায় চলবে? 


a. মুম্বাই 

b. নয়ডা 

c. নয়াদিল্লি 

d. এর কোনটিই নয় 


নয়ডা 


৫.7. সম্প্রতি কোন দেশের সংসদ FATF সম্পর্কিত একটি বিল পাস করেছে? 


a. ইরাক 

b. পাকিস্তান 

c. সৌদি আরব 

d. এর কোনটিই নয় 


পাকিস্তান 


Q.৪. সম্প্রতি ওয়াসিম জাফরকে কোন রাজ্য ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিয়ােগ করা হয়েছে?


a. কেরালা 

b. কর্ণাটক 

c. ওডিশা 

d. এর কোনটিই নয় 


ওডিশা


Q.9. সম্প্রতি কোন দেশ 50 বছরে প্রথমবারের মতাে ভারতে আপেল রপ্তানি করেছে? 


a. রাশিয়া 

b. ব্রিটেন 

c. আমেরিকা

d. এর কোনটিই নয় 


 ব্রিটেন 


Q.10. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা নিম্নের কোন প্রকল্প চালু রাখার অনুমােদন দিয়েছে? 


a. National AYUSH Mission 

b. National Health Mission 

c. National Soil Mission 

d. এর কোনটিই নয় 


National AYUSH Mission 


Q.11. সম্প্রতি কোন রাজ্য সরকার EWS-এর জন্য 10% সংরক্ষণের ঘােষণা করেছে? 


a. কর্ণাটক 

b. অন্ধ্র প্রদেশ 

c. হরিয়ানা 

d. এর কোনটিই নয় 


অন্ধ্র প্রদেশ


Q.12. সম্প্রতি কোন দেশ 'Johnson & Johnson Covid-19 Vaccine' এর জরুরী ব্যবহার অনুমােদন করেছে? 


a. চীন 

b. ভিয়েতনাম 

c. নেপাল 

d. এর কোনটিই নয় 


ভিয়েতনাম 


Q.13. সম্প্রতি কে 10 বছরের সংযুক্ত আরব আমিরাত (UAE) গােল্ডেন ভিসা পেয়েছে? 


a. শাহরুখ খান 

b. সঞ্জয় দত্ত

c. সানিয়া মির্জা 

d. এর কোনটিই নয় 


সানিয়া মির্জা 


2.14. সম্প্রতি AI ভিত্তিক অভিযােগ বিশ্লেষণ (Complaint Analysis) APP  'Grievance Management Application' কে চালু করেছে ? 

 

a. রামনাথ কোবিন্দ

b. রাজনাথ সিং 

c. পীযূষ গােযেল 

d. এর কোনটিই নয় 


রাজনাথ সিং 


Q.15. সম্প্রতি বিশ্বের 2 নম্বর স্মার্টফোন নির্মাতা কোম্পানী কে হয়েছে? 


a. Samsung 

b. Xiaomi 

c. Apple 

d. এর কোনটিই নয় 


Xiaomi 


Q.16. সম্প্রতি 14টি ODI শতরান করা দ্রুততম ব্যাটসম্যান কে হলেন? 


a. ক্রিস গেইল 

b. বিরাট কোহলি 

c. বাবর আজম 

d. এর কোনটিই নয় 


বাবর আজম 


৫.17. সম্প্রতি UNWFP কোন রাজ্য সরকারের সাথে অংশীদারিত্ব করেছে? 


a. কেরালা 

b. কর্ণাটক 

c. রাজস্থান 

d. এর কোনটিই নয় 


রাজস্থান 


Q.18. সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনের উপর ভারতের প্রথম 5 তারা হােটেল নির্মিত হয়েছে? 


a. ব্যাঙ্গালাের 

b. লখনউ 

c. গান্ধীনগর 

d. এর কোনটিই নয় 


গান্ধীনগর 


q.19. সম্প্রতি দিল্লি সরকার যাত্রীদের বাস সম্পর্কে রিয়েল  টাইম তথ্য দেওয়ার জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে ? 


a. Facebook 

b. Google 

c. Amazon 

d. এর কোনটিই নয় 


Google 


Q.20. সম্প্রতি কোথায় ত্রিদেশীয় নৌ মহড়া 'শিল্ড' (Shield) অনুষ্ঠিত হয়েছিল? 


a. পুনে

b. কলম্বাে 

c. মুম্বাই 

d. এর কোনটিই নয় 

মুম্বাই 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.