Daily Current Affairs In Bengali 25th & 26th July 2021

Daily Current Affairs In Bengali 25th & 26th July 2021

Daily Current Affairs In Bengali 25th & 26th July 2021
Daily Current Affairs In Bengali 25th & 26th July 2021


Current Affairs 25 July 2021 


Q.1. সম্প্রতি 'জাতীয় সম্প্রচার দিবস' (National Broadcasting Day) কবে পালিত হয়েছে? 


a. 21 জুলাই 

b. 23 জুলাই 

c. 22 জুলাই 

d. এর কোনটিই নয় 


23 জুলাই


Q.2. সম্প্রতি G20 Environment Ministers-দের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? 


a. রাশিয়া 

b. জাপান

c. ইতালি 

d. এর কোনটিই নয় 


ইতালি


Q.3. সম্প্রতি বিদেশ সচিব (Foreign Secretary) Shri Harsh Vardhan Shringla কোন দেশে দুদিনের সফরে গেছেন? 


a. চীন

b. ব্রিটেন 

c.ইউ এস এ 

d. এর কোনটিই নয় 


ব্রিটেন


Q.4. সম্প্রতি কোন দেশ High Altitude Balloons মাধ্যমে কিউবার জনগণের কাছে ইন্টারনেট পৌছে দেওয়ার পরিকল্পনা কবেছে? 


a. রাশিয়া

b. জাপান 

c. আমেরিকা 

d. এর কোনটিই নয় 


আমেরিকা


Q.5. সম্প্রতি প্রয়াত সিক্কিল আর ভাস্করন কে ছিলেন? 


a. প্রণেতা 

b.বেহালাবাদক 

c. সাংবাদিক 

d. এর কোনটিই নয় 


বেহালাবাদক


Q.6. সম্প্রতি The International Olympic Committee অলিম্পিক-এর নতুন নীতিবাক্য (Motto) কী প্রকাশিত করছে? 


a. Faster, Higher, Together  

b. Faster, Higher , Stronger 

C. Faster, Higher, Stronger - Together 

d. এর কোনটিই নয় 


Faster, Higher, Stronger - Together


Q.7. সম্প্রতি Airtel ভারতে 5G network-এব উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? 


a. Google 

b. Intel 

c. Amazon 

d. এর কোনটিই নয় 


Intel


Q.৪. সম্প্রতি AIFE 2020-21-এ বর্ষসেরা পুরুষ ফুটবলার (Men's Footballer of the Year) কাকে নির্বাচিত করেছে? 


a. হরপ্রীত সিং 

b. সন্দেশ ঝিঙ্গান 

c. সুরেশ সিং ওয়াংজাম 

d. এর কোনটিই নয় 


সন্দেশ ঝিঙ্গান


Q.9. সম্প্রতি কোন রাজ্য Undergraduate কোর্সে NCC-কে ঐচ্ছিক বিষয় হিসাবে যুক্ত করেছে? 


a. তেলেঙ্গানা

b. তামিলনাড়ু 

c. মেঘালয় 

d. এর কোনটিই নয়


মেঘালয়


Q.10. সম্প্রতি কোন দেশ একটি নতুন যুদ্ধবিমান চেকমেট (Checkmate) উন্মােচন করেছে? 


a. সিঙ্গাপুর 

b. রাশিয়া 

c. বাংলাদেশ 

d. এর কোনটিই নয় 


রাশিয়া


Current Affairs 26 July 2021 


Q.11. সম্প্রতি 161 তম 'আয়কর দিবস' (Income Tax Day) কবে পালিত হয়েছে? 


a. 22 জুলাই 

b. 24 জুলাই 

c. 23 জুলাই 

d. এর কোনটিই নয় 


24 জুলাই


Q.12. বিশ্বের প্রথম 3D Printed Steel Bridge কোন শহরে স্থাপন করা হয়েছে? 


a. বেইজিং 

b. আমস্টারডাম 

c. মস্কো 

d. এর কোনটিই নয় 


আমস্টারডাম


Q.13. সম্প্রতি উত্তর প্রদেশের কোন শহরে সৈনিক স্কুল স্থাপনের শিলান্যাস করা হয়েছে? 


a. বারাণসী

b. গােরক্ষপুর 

c. মথুরা 

d. এর কোনটিই নয় 


গােরক্ষপুর


Q.14. সম্প্রতি কোন রাজ্য সরকার 'ডিজিটাল সাথী - বাচ্চা কা সাহারা ফোন হামারা' প্রকল্প চালু করেছে?


a. ওডিশা 

b. মহারাষ্ট্র 

c.হিমাচল প্রদেশ 

d. এর কোনটিই নয় 


.হিমাচল প্রদেশ


Q.15. সম্প্রতি কোন দেশ প্রথম জিনগতভাবে পরিবর্তিত (Genetically Modified) 'গােল্ডেন রাইস'-এর বাণিজ্যিক উৎপাদন অনুমােদন করেছে? 


a. সিঙ্গাপুর 

b. ফিলিপাইন 

c. ইন্দোনেশীয় 

d. এর কোনটিই নয়


ফিলিপাইন


Q.16. সম্প্রতি Tokyo Olympics-এ মীরাবাই চানু কোন পদক জিতেছেন? 


a. ব্রোঞ্জ

b. সিলভার 

c. গােল্ড 

d. এর কোনটিই নয় 


সিলভার


Q.17. সম্প্রতি ভারতের প্রবীণতম ছাত্রী প্রয়াত হলেন তার নাম কি? 


a. ভগীরথী আম্মা

b. সান্তা মােহিনী 

c. কল্যাণী বিশ্বামিত্র 

d. এর কোনটিই নয় 


ভগীরথী আম্মা


Q.1৪. সম্প্রতি IOA টোকিও অলিম্পিকের Sponsor হিসাবে কার সাথে অংশীদারিত্ব করেছে? 


a. Tata 

b. Adani Group 

c. Reliance 

d. এর কোনটিই নয় 


Adani Group


Q.19. সম্প্রতি বিশ্ব বিশ্ববিদ্যালয় শীর্ষ সম্মেলনের (World University Summit) উদ্বোধন কে করেছেন? 


a. নরেন্দ্র মােদী 

b. অমিত শাহ

c. এম বেঙ্কাইয়া নাইডু 

d. এর কোনটিই নয় 


এম বেঙ্কাইয়া নাইডু


Q.20. সম্প্রতি আফগানিস্তান পাকিস্তান উজবেকিস্তান এবং কোন দেশ কোয়াড গ্রুপ (Quad Group) গঠনে সম্মত হয়েছে? 


a. সিঙ্গাপুর 

b. আমেরিকা 

c. মালয়েশিয়া 

d. এর কোনটিই নয় 

আমেরিকা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.