Daily Current Affairs In Bengali 31st July 2021

Daily Current Affairs In Bengali 31st July 2021

Daily Current Affairs In Bengali 31st July 2021
Daily Current Affairs In Bengali 31st July 2021


Current Affairs 31 July 2021 


Q.1. সম্প্রতি 'আন্তর্জাতিক বাঘ দিবস' (International Tiger Day) কবে পালন করা হয়েছে? 


a. 27 জুলাই 

b. 29 জুলাই 

c. 28 জুলাই 

d. এর কোনটিই নয় 


29 জুলাই


Q.2. সম্প্রতি UNESCO কোন দেশের প্রাচীনতম মানমন্দির (Observatory) চানকিলােকে-কে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে? 


a. জাপান 

b. কানাডা 

c. পেরু 

d. এর কোনটিই নয় 


পেরু


Q.3. সম্প্রতি কোন দেশ তার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি 'E-Naira' চালু করার ঘােষণা করেছে? 


a. নামিবিয়া

b. নাইজেরিয়া 

c. তাজিকিস্তান 

d. এর কোনটিই নয় 


নাইজেরিয়া


Q.4. সম্প্রতি আয়ুর্বেদের প্রসারে কোন রাজ্য সরকার দেববণ্য প্রকল্প তৈরি করেছে? 


a. তেলেঙ্গানা 

b. তামিলনাড়ু 

c. মধ্যপ্রদেশ

d. এর কোনটিই নয় 


মধ্যপ্রদেশ


Q.5. সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 'Nauka Module' পাঠিয়েছে? 


a. চীন 

b. রাশিয়া 

c. আমেরিকা

d. এব কোনটিই নয় 


রাশিয়া


Q.6. সম্প্রতি কোন রাজ্যের কৃষিপণ্যের প্রথম খেপ সংযুক্ত আরব আমিরাতে (UAE) রপ্তানি করা হয়েছে? 


a. তেলেঙ্গানা 

b. তামিলনাড়ু 

c. উত্তরাখণ্ড 

d. এর কোনটিই নয় 


উত্তরাখণ্ড


Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার 'মিশন নিরিয়াতক বানাে' কম্পেইন শুরু করেছে? 


a. ওডিশা

b. উত্তরাখণ্ড 

c. রাজস্থান 

d. এর কোনটিই নয় 


রাজস্থান


Q.৪. সম্প্রতি ভারতের প্রথম First Rapid Electronic Covid Testing Kit কে তৈরি করেছে? 


a. IIT দিল্লি 

b. IIT হায়দ্রাবাদ 

c. IIT কানপুর 

d. এর কোনটিই নয় 


IIT হায়দ্রাবাদ


Q.9. সম্প্রতি 'নিউক্লিয়ার ফুটবল' যা সম্প্রতি আলােচনায় ছিল এটি কোন দেশের সাথে সম্পর্কিত? 


a. ফ্রান্স 

b. জার্মানী 

c. আমেরিকা 

d. এর কোনটিই নয় 


আমেরিকা


Q.10. সম্প্রতি NASA-র Perseverance রোভার কোন গ্রহের জেজিরো ক্রেটারে অনুসন্ধান করছে? 


a. শুক্র

b. মঙ্গল 

c. বৃহস্পতি 

d. এর কোনটিই নয় 

মঙ্গল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.