Daily Current Affairs In Bengali 22nd September 2021

Daily Current Affairs In Bengali 22nd September 2021


Daily Current Affairs In Bengali 22nd September 2021
Daily Current Affairs In Bengali 22nd September 2021


Q.1. সম্প্রতি প্রকাশিত Global Innovation Index-এ কে শীর্ষে রয়েছে?


a. আমেরিকা

b. সুইডেন

c. সুইজারল্যান্ড

d. এর কোনটিই নয়


সুইজারল্যান্ড


Q.2. সম্প্রতি কোন রাজ্যের বিধানসভা বাল্যবিবাহ নিবন্ধনের অনুমতি দেওয়ার জন্য একটি বিল পাস করেছে? 


a. রাজস্থান

b. হরিয়ানা

c. গুজরাট

d. এর কোনটিই নয়

রাজস্থান



Q.3. সম্প্রতি 70 তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? 


a. হর্ষিত রাজা 

b. রাজা ঋত্বিক

c. অর্জুন কল্যাণ

d. এর কোনটিই নয়


রাজা ঋত্বিক


Q.4. সম্প্রতি 'রামকৃষ্ণ বাজাজ গ্লোবাল অ্যাওয়ার্ড' দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? 


a. লক্ষী মিত্তল

b. গৌতম আদানি 

c. রাহুল বাজাজ

d. এর কোনটিই নয়


গৌতম আদানি 


Q.5. সম্প্রতি প্রয়াত মনােরামা মহাপাত্র কে ছিলেন?


a. প্রণেতা 

b. সাংবাদিক

c. গায়ক

d. এর কোনটিই নয়


সাংবাদিক


Q.6. সম্প্রতি Fino Payment Bank-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? 


a. পঙ্কজ ত্রিপাঠী

b. অক্ষয় কুমার

c. বিরাট কোহলি

d. এর কোনটিই নয়


পঙ্কজ ত্রিপাঠী


Q.7. সম্প্রতি কোন দেশ Tianzhou -3 পণ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করেছে? 


a. ফ্রান্স 

b. জার্মানী

c. চীন

d. এর কোনটিই নয়


চীন


Q.8. সম্প্রতি Tata Power কোন রাজ্যে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘােষণা করেছে? 


a. আসাম 

b. মহারাষ্ট্র

c. হরিয়ানা

d. এর কোনটিই নয়


মহারাষ্ট্র


Q.9. সম্প্রতি হিন্দু ইউনিভার্সিটি অফ আমেরিকা থেকে কে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন? 


a. সঞ্জয় মিশ্র 

b. অমিতাভ বচ্চন

c. অনুপম খের

d. এর কোনটিই নয়


অনুপম খের


Q.10. সম্প্রতি CBSE কার সাথে স্কুল শিক্ষার্থীদের জন্য 'স্পেস চ্যালেঞ্জ' চালু করেছে? 


a. ISRO 

b. DRDO 

c. NASA 

d. এর কোনটিই নয়

ISRO 


Daily Current Affairs In Bengali 18th September 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.