Daily Current Affairs In Bengali 2nd and 3rd September 2021

Daily Current Affairs In Bengali 2nd and 3rd September 2021

Daily Current Affairs In Bengali 2nd and 3rd September 2021
Daily Current Affairs In Bengali 2nd and 3rd September 2021


Q.1. সম্প্রতি আফ্রিকান বংশোদ্ভূত দের জন্য আন্তর্জাতিক দিবস কবে উদযাপন করা হয়েছে?


A. 29 আগস্ট

B. 31 আগস্ট

C. 30 আগস্ট

D. এর কোনোটিই নয়


31 আগস্ট


Q.2. সম্প্রতি কোন দেশ শিশুদের মধ্যে অনলাইন গেমের ক্রমবর্ধমান আসক্তি কাটিয়ে তুলতে সপ্তাহে মাত্র তিন ঘন্টা গেম খেলার নিয়ম প্রয়োগ করেছে?


A. চীন

B. জাপান

C. জার্মানি

D. এর কোনোটিই নয়


চীন


Q.3. সম্প্রতি কোন রাজ্য সরকার চিক্কামাগালুরু তে   একটি মশাল পার্ক স্থাপনের ঘোষণা করেছে?


A. কেরালা

B. কর্ণাটক

C. ওডিশা

D. এর কোনোটিই নয় 


কর্ণাটক


Q.4. সম্প্রতি টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো তে Sumit Antil কোন পদক জিতেছেন?


A. সিলভার

B. ব্রোঞ্জ

C. গোল্ড

D. এর কোনোটিই নয় 


গোল্ড


Q.5. সম্প্রতি ভাসু পরাঞ্জপে কে ছিলেন?


A.গায়ক

B. ক্রিকেট কোচ

C. সাংবাদিক

D. এর কোনোটিই নয়


ক্রিকেট কোচ


Q.6. সম্প্রতি কোন IIT e- Wasteব্যবস্থাপনার জন্য একটি মডেল তৈরি করেছে?


A. IIT MADRAS

B. IIT DELHI

C. IIT KANPUR

D. এর কোনোটিই নয়


IIT MADRAS


Q.7.সম্প্রতি কোন সংস্থা টোকিও অলিম্পিকে রৌপ্য পদকজয়ী মীরাবাঈ চানু কে তার ‘STAY IN PLAY’ ক্যাম্পেইনে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে?


A. ADDIDAS

B. BATA

C. NIKE

D. এর কোনোটিই নয় 


ADDIDAS


Q.8.সম্প্রতি ভারত এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে প্রথম নৌ-মহড়ার আয়োজন করা হয়েছে?


A. মরক্কো

B. আলজেরিয়া

C. সৌদি আরব

D. এর কোনোটিই নয়


আলজেরিয়া


Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অবনী লেখরাকে নিয়োগ  করেছে?


A. কর্ণাটক

B. তামিলনাড়ু

C. রাজস্থান

D. এর কোনোটিই নয়


রাজস্থান


Q.10. সম্প্রতি e-GOPALA অ্যাপ্লিকেশনের ওয়েব সংস্করণ কে চালু করেছে?


A.  মিনিস্ট্রি অফ এগ্রিকালচার

B. ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ড

C.  মিনিস্ট্রি অফ কালচার

D. এর কোনোটিই নয় 


ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ড


Q.11.সম্প্রতি কোন রাজ্য সরকার বিনামূল্যে জল খেতে জল বাচাও প্রকল্প চালু করেছে?


A. রাজস্থান

B. গোয়া

C. উড়িষ্যা

D. এর কোনোটিই নয়


গোয়া


Q.12. সম্প্রতি ডাল লেক কোন ব্যাংক ‘ ভাসমান ATM’ খুলেছে?


A. SBI

B. Axis Bank

C. HDFC Bank

D. এর কোনোটিই নয় 


SBI


Q.13.সম্প্রতি 100% জনসংখ্যাকে টিকা দেওয়া 10 লক্ষের বেশি জনসংখ্যা যুক্ত দেশের প্রথম জেলা কোনটি?


A. জয়পুর

B. ওয়ানাড 

C. ইন্দোর

D.  এর কোনোটি নয়


 ইন্দোর


Q.14.সম্প্রতি টোকিও অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল সিং রাজ আধানা কোন পদক জিতেছেন?


A. সিলভার

B. গোল্ড

C. ব্রোঞ্জ

D. এর কোনোটিই নয়


ব্রোঞ্জ


Q.15. সম্প্রতি সাবার্না রায় জিতেছেন তিনি কে?


A. গায়ক

B. লেখক

C. সাংবাদিক

D. এর কোনোটিই নয় 


লেখক


Q.16. সম্প্রতি AIIA তে নিউট্রি গার্ডেনের উদ্বোধন কে করেছেন?


A. স্মৃতি ইরানি

B. মনসুখ মান্দাভিয়া 

C. হর্ষবর্ধন  সিং

D. এর কোনোটিই নয় 


স্মৃতি ইরানি


Q.17.সম্প্রতি ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চের নতুন পরিচালক কে হয়েছেন?


A. রজনীশ কুমার

B. পঙ্কজ কুমার সিং

C. বি ভেঙ্কটরামান 

D. এর কোনোটিই নয়


বি ভেঙ্কটরামান 


Q.18.সম্প্রতি কোন দেশের ক্রিকেটার বেল স্টাইল স্ট্যালিন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?


A. ইংল্যান্ড

B. দক্ষিণ আফ্রিকা

C. অস্ট্রেলিয়া

D. এর কোনোটিই নয়


দক্ষিণ আফ্রিকা


Q.19. সম্প্রতি খাদি ইন্ডিয়া কুইজ প্রতিযোগিতা কে শুরু করেছে?


A. রামনাথ কোবিন্দ

B. এম বেঙ্কাইয়া নাইডু

C. নরেন্দ্র মোদি

D. এর কোনোটিই নয়


এম বেঙ্কাইয়া নাইডু


Q.20. সম্প্রতি HSBC এশিয়ার Independent Director হিসেবে কাকে নিয়োগ করেছে?


A. অজিতভা বোস 

B. পঙ্কজ কুমার সিং

C. রজনীশ কুমার

D. এর কোনোটিই নয় 

রজনীশ কুমার



Daily Current Affairs In Bengali 01st November 2021


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.