Daily Current Affairs In Bengali15th and 16th September 2021

Daily Current Affairs In Bengali15th and 16th September 2021

Daily Current Affairs In Bengali15th and 16th September 2021
Daily Current Affairs In Bengali15th and 16th September 2021


16 September 2021 


Q.1. সম্প্রতি হিন্দি দিবস কবে পালিত হয়েছে?


a. 13 September

b. 14 September

c. 12 September

d. এর কোনটিই নয়

14 September



Q.2. সম্প্রতি 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2021' দ্বারা কাকে সম্মানিত করা হবে? 


a. ভানুমতী ঘিওয়ালা

b. সুস্মিতা লেনকা

c. মণিকা বাত্রা

d. এর কোনটিই নয়

ভানুমতী ঘিওয়ালা



Q.3. সম্প্রতি কোন রাজ্য সরকার 'বাজরা মিশন শুরু করেছে?  


a. ঝাড়খন্ড

b. ছত্তিশগড়

c. ওডিশা

d. এর কোনটিই নয়

ছত্তিশগড়



Q.4. সম্প্রতি ভারত এবং কোন দেশ জলবায়ু কার্যক্রম এবং অর্থ একত্রিতকরণ সংলাপ শুরু করেছে? 


a. ইতালি

b. জার্মানী

c. আমেরিকা

d. এর কোনটিই নয়


আমেরিকা


Q.5. সম্প্রতি দুগ্ধ খাতের প্রসারের জন্য কোন রাজ্য NDDB-র সাথে একটি যৌথ সংস্থা গঠনের ঘােষণা করেছে? 


a. বিহার

b. আসাম

c. হরিয়ানা

d. এর কোনটিই নয়

আসাম



Q.6. সম্প্রতি PM-KUSUM যােজনার অধীনে সৌর পাম্প স্থাপনে কোন রাজ্য শীর্ষে রয়েছে? 


a. হরিয়ানা

b. রাজস্থান

c. উত্তরাখণ্ড

d. এর কোনটিই নয় 

 হরিয়ানা



Q.7. সম্প্রতি  'Human Rights and Terrorism in India' লিখেছেন?


a. চেতন ভগত

b. রাস্কিন বন্ড

c. সুব্রহ্মণ্যম স্বামী

d. এর কোনটিই নয়


সুব্রহ্মণ্যম স্বামী


Q.8. সম্প্রতি NCLAT-র কার্যকরী চেয়ারম্যান হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?


a. বিচারপতি এস এন আস্থানা

b. বিচারপতি এম বেণুগােপাল

c. ওমর আল হাসান

d. এর কোনটিই নয়

বিচারপতি এম বেণুগােপাল



Q.9. সম্প্রতি কে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘােষণা করেছেন?


a. শিখর ধাওয়ান

b. কে এল রাহুল

c. লাসিথ মালিঙ্গা

d. এর কোনটিই নয়


লাসিথ মালিঙ্গা


Q.10. সম্প্রতি দক্ষিণ কোরিয়া কোন সংস্থাকে 177 মিলিয়ন ডলার জরিমানা করেছে? 


a. Google 

b. Twitter 

c. Instagram 

d. এর কোনটিই নয়


Google 


15 September 2021 


Q.11. সম্প্রতি বিশ্ব ভ্রাতৃত্ব এবং ক্ষমা দিবস কবে পালিত হয়েছে? 

a. 12 সেপ্টেম্বর
b. 13 সেপ্টেম্বর 
c. 11 সেপ্টেম্বর
d. এর কোনটিই নয়

13 সেপ্টেম্বর 


Q.12. সম্প্রতি নাজিব মিকাতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন?

a. লেবানন
b. মরােক্কো
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়

লেবানন


Q.13. সম্প্রতি দেশের প্রথম বিলাসবহুল বাস বােট পরিষেবা কোন শহরে শুরু হয়েছে?

a. শ্রীনগর
b. নয়ডা
c. চন্ডীগড়
d. এর কোনটিই নয়

শ্রীনগর


Q.14. সম্প্রতি বিশ্বের বৃহত্তম রক্ত পরীক্ষার ট্রায়াল কোথায় শুরু হয়েছে?

a. ইতালি
b. জার্মানী
c. ব্রিটেন
d. এর কোনটিই নয়

 ব্রিটেন


Q.15. সম্প্রতি দেশের সবচেয়ে বড় ভ্রমণ ও পর্যটন মেলা কোথায় শুরু হয়েছে?

a. নাগপুর
b. কলকাতা
c. কোঝিকোড়
d. এর কোনটিই নয়

কলকাতা


Q.16. সম্প্রতি ভারতের বৃহত্তম উন্মুক্ত বায়ু ফার্নারী কোথায় খােলা হয়েছে?

a. উত্তরাখণ্ড
b. রাজস্থান 
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়

 উত্তরাখণ্ড


Q.17. সম্প্রতি কে মধ্যপ্রদেশে একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করেছেন? 

a. শিবরাজ সিং চৌহান
b. মঙ্গুভাই প্যাটেল
c. প্রহ্লাদ সিং প্যাটেল
d. এর কোনটিই নয়

প্রহ্লাদ সিং প্যাটেল


Q.8. সম্প্রতি আগস্ট মাসের জন্য ICC-প্লেয়ার অফ দ্য মান্থ কাকে মনােনীত করা হয়েছে?

a. ডেভন কনওয়ে
b. জো রুট
c. সাকিব আল হাসান
d. এর কোনটিই নয়

জো রুট


Q.19. সম্প্রতি আমেরিকান ওয়াচ কোম্পানি Fossil কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়ােগ করেছে? 

a. বিরাট কোহলি
b. অক্ষয় কুমার
c. কৃতী সেনন
d. এর কোনটিই নয়

কৃতী সেনন


Q.20. সম্প্রতি ভারতের কোন গ্রামকে United Nations World Tourism Organization (UNWTO) 'সেরা পর্যটন গ্রাম পুরস্কারের জন্য মনােনীত করেছে? 

a. কংথং  (মেঘালয় ) 
b. লাধপুর (মধ্যপ্রদেশ )
c . পোচামপল্লি (তেলেঙ্গানা ) 
d. উপরের সবগুলি

উপরের সবগুলি


111111

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.