Daily Current Affairs In Bengali 22nd October 2021

Daily Current Affairs In Bengali 22nd October 2021


Daily Current Affairs In Bengali 22nd October 2021
Daily Current Affairs In Bengali 22nd October 2021


Q.1. সম্প্রতি বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়েছে? 


a. 19 অক্টোবর

b. 20 অক্টোবর

c. 18 অক্টোবর

d, এব কোনটিই নয়


20 অক্টোবর


Q.2. সম্প্রতি কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসাবে 'Wildlife Action Plan' অনুমােদন করেছে? 


a. আসাম

b. রাজস্থান

c. মহারাষ্ট্র 

d. এর কোনটিই নয়


মহারাষ্ট্র 


Q.3. সম্প্রতি ICC শিশুদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কার সাথে অংশীদারিত্ব করেছে? 


a. UNICEF 

b. UNESCO 

c. BCCI 

d. এর কোনটিই নয়

UNICEF 



Q.4. সম্প্রতি 'Uber Cup 2021' কে জিতেছে?


a. জাপান

b. ইন্দোনেশীয়া 

c. চীন

d. এর কোনটিই নয়


ইন্দোনেশীয়া 


Q.5. সম্প্রতি ফসলের অবশেষ জ্বালানাের নিরিখে বিশ্বে কে শীর্ষে রয়েছে? 


a. শ্রীলঙ্কা 

b. ভারত

c. পাকিস্তান

d. এর কোনটিই নয়


 ভারত


Q.6. সম্প্রতি ভারতের 52তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে? 


a. গােয়া

b. রাজস্থান

c. মহারাষ্ট্র

d. এর কোনটিই নয়


গােয়া


Q.7. সম্প্রতি শ্রীলঙ্কা কোন দেশ থেকে 3.1 মিলিয়ন লিটার উচ্চ মানের অক্ষতিকারক ন্যানাে নাইট্রোজেন তরল সাবের প্রথম চালান পেয়েছে?


a. চীন 

b. বাংলাদেশ 

c. ভারত

d. এর কোনটিই নয়


ভারত


Q.৪. সম্প্রতি ভারতের ভূ-স্থানিক শক্তি মানচিত্র কে চালু করেছে?


a. NITI Aayog 

b. ISRO 

c. Google Maps 

d. এর কোনটিই নয়


 NITI Aayog 


Q.9. সম্প্রতি 'ইন্ডিয়ান স্পেস অ্যাসােসিয়েশন (ISPA)-এর প্রথম চেয়ারম্যান কে হয়েছেন? 


a. বাহুল ভাটস

b. জয়ন্ত পাতিল

c. সহদেব যাদব

d. এর কোনটিই নয়


জয়ন্ত পাতিল


Q.10. সম্প্রতি কোন রাজ্যে মুখ্যমন্ত্রী বেশন আপকে দ্বার' প্রকল্প শুরু হয়েছে? 


a. রাজস্থান 

b. উত্তর প্রদেশ 

c. মধ্যপ্রদেশ

d. এর কোনটিই নয় 


মধ্যপ্রদেশ




Daily Current Affairs In Bengali 21st October 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.