Daily Current Affairs In Bengali 24th & 25th October 2021

Daily Current Affairs In Bengali 24th & 25th October 2021

Daily Current Affairs In Bengali 24th & 25th October 2021
Daily Current Affairs In Bengali 24th & 25th October 2021


Q.1. সম্প্রতি আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবস' কবে পালিত হয়েছে? 


a. 21 অক্টোবর

b. 23 অক্টোবর

c. 22 অক্টোবর

d. এর কোনটিই নয়


23 অক্টোবর


Q.2. সম্প্রতি কোন দেশে ICC পুরুষদের T-20 বিশ্বকাপ 2021 অনুষ্ঠিত হবে?


a. সংযুক্ত আরব আমিরাত

b. ওমান

c. A এবং B উভয়েই

d. এর কোনটিই নয়


A এবং B উভয়েই


Q.3. সম্প্রতি কে সর্বোচ্চ EU মানবাধিকার পুরষ্কার শাখারভ পুরস্কার জিতেছে?


a. নাফতালি বেনেট

b. আলেক্সি নাভালনি

c. মিখাইল মিশুস্টিন 

d. এর কোনটিই নয়


আলেক্সি নাভালনি


Q.4. সম্প্রতি হাইপারস্কেল ডেটা সেন্টার ডাটাসমুদ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? 


a. পুনে

b. কোচি

c. বেঙ্গালুরু

d. এর কোনটিই নয়


বেঙ্গালুরু


Q.5. সম্প্রতি কোন রাজ্য সরকার 'শ্রী ধনবন্তরি জেনেরিক মেডিকেল স্টোর' প্রকল্প চালু করেছে?


a. ছত্তিশগড় 

b. রাজস্থান

c. মহারাষ্ট্র

d. এর কোনটিই নয়


ছত্তিশগড় 


Q.6. সম্প্রতি ভারত কোন দেশের হাতে 'জয়নগর-কুর্থা ক্রস বর্ডার রেল লিঙ্ক' তুলে দিয়েছে?


a. মিয়ানমার

b. শ্রীলঙ্কা

c. নেপাল

d. এর কোনটিই নয়


নেপাল


Q.7. সম্প্রতি চীনা স্মার্টফোন ব্র্যান্ড Realme কাকে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়ােগ করেছে? 


a. দীপিকা পাডুকোন

b. কে এল রাহুল

c. নীরজ চোপড়া

d. এর কোনটিই নয়


কে এল রাহুল


Q.8. সম্প্রতি  DRDO কোথায়  High Speed Expendable Air Target ABHYAS-এর সফল পরীক্ষা করেছে?


a. রাজস্থান 

b. অন্ধ্র প্রদেশ

c. ওডিশা

d. এর কোনটিই নয়


ওডিশা


০.9. সম্প্রতি 'Stars in My Sky'-বইটি কে লিখেছেন?


a.গুলজার 

b. দিব্যা দত্ত

c. মীরা মােহান্তি

d. এর কোনটিই নয়


দিব্যা দত্ত


Q.10. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সীমান্তে অ্যাডভান্স রকেট লঞ্চার পিনাকা এবং স্মার্চ মােতায়েন করেছে?


a. পাকিস্তান

b. চীন

c. বাংলাদেশ

d. এর কোনটিই নয়


 চীন


24 October 2021 


Q.11. সম্প্রতি 'আন্তর্জাতিক তােতলা সচেতনতা দিবস কবে পালিত হয়েছে? 


a. 21 অক্টোবর

b. 22 অক্টোবর

c. 20 অক্টোবর

d. এর কোনটিই নয়


 22 অক্টোবর


Q.12. সম্প্রতি কোন দেশ তার প্রথম দেশীয় মহাকাশ রকেট নুরি উৎক্ষেপণ করেছে? 


a. অস্ট্রেলিয়া

b. দক্ষিণ কোরিয়া 

c. দক্ষিণ আফ্রিকা

d. এর কোনটিই নয়


দক্ষিণ কোরিয়া 


Q.13. সম্প্রতি কোন রাজ্যের কারাগার বিভাগ 'মাই নেশন স্টল স্থাপন করেছে? 


a. রাজস্থান

b. উত্তর প্রদেশ

c. তেলেঙ্গানা

d. এর কোনটিই নয়


 তেলেঙ্গানা


Q.14. সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন সময়ের মধ্যে 35000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা স্থির করেছেন? 


a.2035 

b. 2030 

c. 2025 

d. এর কোনটিই নয়


2025 


Q.15. সম্প্রতি কোন দেশের সাথে ভারত খনি ও ইস্পাত খাতে সহযােগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?


a. নিউজিল্যান্ড

b. রাশিয়া 

c. অস্ট্রেলিয়া

d. এর কোনটিই নয়


রাশিয়া 


Q.16. সম্প্রতি কোন দেশ ব্রিটেনের রানী এলিজাবেথের স্থলাভিষিক্ত হয়ে তার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে


a. সুদান

b. মরোক্ক 

c. বার্বাডােস

d. এর কোনটিই নয়


বার্বাডােস


Q.17. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়ানাের ঘােষণা করেছে?


a. 05% 

b. 03% 

c. 04% 

d. এর কোনটিই নয়


 03% 


Q.18. সম্প্রতি 'India Ports Global Limited'-এর MD কে হয়েছেন?


a. নবরঙ্গ সাইনি

b. অলােক মিশ্র

c. নভনিত নাকরা 

d. এর কোনটিই নয় 


অলােক মিশ্র


Q.19. সম্প্রতি Miss International World 2021-এর শিবােপা কে জিতেছে? 


a. তামান্না পল্ 

b. গেলসিনিয়া বাবিভা

c. ডঃ অক্ষতা প্রভু

d. এর কোনটিই নয়


ডঃ অক্ষতা প্রভু


Q.20.সম্প্রতি  World Justice Project's Rule of Law Index 2021 এ ভারতের স্থান কত? 


a. 102ND 

b. 113TH 

c. 79TH 

d. এর কোনটিই নয়

79TH 


Daily Current Affairs In Bengali 23rd October 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.