Daily Current Affairs In Bengali 01st November 2021

Daily Current Affairs In Bengali 01st November 2021

Daily Current Affairs In Bengali 01st November 2021
Daily Current Affairs In Bengali 01st November 2021

1 November 2021 


Q.1. সম্প্রতি বিশ্ব সঞ্চয় দিবস কবে পালিত হয়েছে?


a. 29 অক্টোবর

b. 30 অক্টোবর

c. 28 অক্টোবর

d. এর কোনটিই নয়


30 অক্টোবর


Q.2. সম্প্রতি ভারত এবং কোন দেশ প্রতিরক্ষা সহযােগিতার জন্য একটি টাস্ক ফোর্স গঠনে সম্মত হয়েছে?


a. অস্ট্রেলিয়া

b. ইজরায়েল 

c. জাপান

d. এর কোনটিই নয়


ইজরায়েল 


Q.3. সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আবাসিয়া ভু অধিকার যােজনা ঘােষণা করেছে?


a. ওডিশা 

b. মধ্যপ্রদেশ

c. কর্ণাটক

d. এর কোনটিই নয়


মধ্যপ্রদেশ


Q.4. সম্প্রতি কুইন হিও হােয়াং-ওকে মেমােরিয়াল পার্ক যা সম্প্রতি খবরে ছিল তা কোন দেশে অবস্থিত?


a. দক্ষিণ কোরিয়া

b. ভারত

c. চীন

d. এর কোনটিই নয়


ভারত


Q.5. সম্প্রতি অভিনেতা পুনীত রাজকুমার যিনি সম্প্রতি প্রয়াত তাকে কোন সিনেমার পাওয়ার স্টার বলা হত? 


a. হিন্দি সিনেমা

b. কন্নড় সিনেমা 

c. তামিল সিনেমা 

d. এর কোনটিই নয়


 কন্নড় সিনেমা 


Q.6. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী G20 শীর্ষ সম্মেলনে যােগ দিতে কোন দেশে পৌঁছেছেন?


 a. ইতালি

b. ইন্দোনেশীয়

c. সৌদি আরব

d. এর কোনটিই নয়


ইতালি


Q.7. সম্প্রতি কোথাকার ক্রিকেটার অ্যালান ডেভিডসন প্রয়াত হলেন?


a. ইংল্যান্ড 

b. নিউজিল্যান্ড

c. অস্ট্রেলিয়া

d. এর কোনটিই নয়


অস্ট্রেলিয়া


Q.8. সম্প্রতি কোন রাজ্য সরকার 18-ই জুলাই তার রাজ্যের মর্যাদা দিবস উদযাপনের ঘােষণা করেছে? 


a. পাঞ্জাব 

b. তামিলনাড়ু

C. মহারাষ্ট্র 

d. এর কোনটিই নয়


তামিলনাড়ু


Q.9. সম্প্রতি নারী ক্ষমতায়নের জন্য ব্ল্যাকসােয়ান পুরষ্কার কাকে পুরস্কৃত করা হয়েছে?

 

a. প্রতিমা গর্গ 

b. রােশনি নাদার

c. রেনু গুপ্ত

d. এর কোনটিই নয়


রেনু গুপ্ত


Q.10. সম্প্রতি কোন শহর গণ পরিবহন ব্যবস্থার জন্য শ্রেষ্ঠ শহরের পুরষ্কার জিতেছে? 


a. কোচি

b. সুরাট

c. ভােপাল

d. এর কোনটিই নয়


সুরাট


Daily Current Affairs In Bengali 28th - 31st October 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.