Daily Current Affairs In Bengali 05th November 2021

Daily Current Affairs In Bengali 05th November 2021

Daily Current Affairs In Bengali 05th November 2021
Daily Current Affairs In Bengali 05th November 2021


5 November 2021 


Q.1. সম্প্রতি জাতীয় আয়ুর্বেদ দিবস কবে পালিত হয়েছে?


a. 03 নভেম্বর

b. 02 নভেম্বর

c. 01 নভেম্বর

d, এর কোনটিই নয়


 02 নভেম্বর


Q.2. সম্প্রতি কোন দেশ দেশব্যাপী জরুরী অবস্থা ঘােষণা করেছে? 


a. সুদান 

b. ইথিওপিয়া

c. মরোক্কো 

d. এর কোনটিই নয়


ইথিওপিয়া


Q.3. সম্প্রতি 2021 সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী কোন বছরের মধ্যে ভারতের নিট কার্বন নির্গমন শূন্য করার অঙ্গীকার করেছেন?


a. 2060. 

b. 2050 

c. 2070 

d. এর কোনটিই নয়


2070 


Q.4. সম্প্রতি কোন দেশ 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য Pfizer ভ্যাকসিন অনুমােদন করেছে? 


a. আমেরিকা

b. কানাডা

c. জার্মানী

d. এর কোনটিই নয়


আমেরিকা


Q.5. সম্প্রতি কোন দেশে বিশ্ব বধির জুডাে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে?


a. ভারত

b. ফ্রান্স

c. চীন

d. এর কোনটিই নয়


ফ্রান্স


Q.6. সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক অনুশীলন Blue Flag 2021 সম্পন্ন হয়েছে?  


a. ইজরায়েল

b. ইতালি

c. ফ্রান্স

d. এর কোনটিই নয়


ইজরায়েল


Q.7. সম্প্রতি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমবিন্দর সিং কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করার পরে কোন নতুন দলের ঘােষণা করেছেন? 


a. জনতা কল্যাণ পাটি

b. পাঞ্জাব লােক কংগ্রেস

c. লােক সেবা দল

d. এর কোনটিই নয়


 পাঞ্জাব লােক কংগ্রেস


Q.8. সম্প্রতি কোন দেশ প্রথম দেশ হয়ে উঠেছে যারা Covid-19 এর জন্য Novavax ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে? 


a. মালয়েশিয়া

b. সিঙ্গাপুর

c. ইন্দোনেশীয়

d. এর কোনটিই নয়


ইন্দোনেশীয়


Q.9. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা নিউ ট্রাইবস ইন্ডিয়া আউটলেট কোথায় চালু করেছেন?


a. পাটনা 

b. চেন্নাই

c. উপরের উভয়েই

d. এর কোনটিই নয়


উপরের উভয়েই


Q.10. সম্প্রতি SpaceX কোন দেশে তার সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা স্থাপন করেছে?


a. নেপাল

b. ভারত

c. বাংলাদেশ 

d. এর কোনটিই নয়

ভারত


Daily Current Affairs In Bengali 04th November 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.