Daily Current Affairs In Bengali 14th November 2021

Daily Current Affairs In Bengali 14th November 2021

Daily Current Affairs In Bengali 14th November 2021
Daily Current Affairs In Bengali 14th November 2021


14 November 2021 


Q.1. সম্প্রতি বিশ্ব নিউমােনিয়া দিবস' কবে পালন করা হয়েছে?


a. 11 নভেম্বর

b. 12 নভেম্বর

c. 10 নভেম্বর

d. এর কোনটিই নয়


12 নভেম্বর


Q.2. সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ধর্মীয় পর্যটনের প্রচাবের জন্য কোন কর্পোরেশন 'দেখাে আপনা দেশ' বিশেষ ট্রেন শুরু করেছে?


a. DRC 

b. ADANI 

c. IRCTC 

d. এর কোনটিই নয়


IRCTC 


Q.3. সম্প্রতি কে তার নতুন বই 'Sunrise over Ayodhya' লিখেছেন?


a. ত্রিপুরদামানা

b. আদিল হুসেন

c. সালমান খুরশিদ

d. এর কোনটিই নয়


সালমান খুরশিদ


Q.4. সম্প্রতি তিন দিনের জাতীয় স্তরের স্কোয়াশ প্রতিযােগিতা কোথায় শুরু হয়েছে? 


a. জয়পুর

b. ভােপাল

c. প্রয়াগরাজ

d. এর কোনটিই নয়


প্রয়াগরাজ


Q.5. সম্প্রতি ভারতের প্রথম বিশ্বমানের রেল স্টেশনটি 15 নভেম্বর কোন শহরে উদ্বোধন করা হবে?


a. লখনউ

b. ভুবনেশ্বর 

c. ভােপাল 

d. এর কোনটিই নয়

ভােপাল 


 

Q.6. সম্প্রতি উত্তরাখণ্ড জনজাতি উৎসব'র উদ্বোধন কে করেছেন?


a. অর্জুন মুন্ডা

b. পুষ্কর সিং ধামি 

c. গুরমিত সিং

d. এর কোনটিই নয়


অর্জুন মুন্ডা


Q.7. সম্প্রতি কে নিরাময় গুজরাট যােজনা শুরু করেছে?


a. নরেন্দ্র মােদী

b. অমিত শাহ

c. ভূপেন্দ্র প্যাটেল

d. এর কোনটিই নয়


ভূপেন্দ্র প্যাটেল


Q.8. সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোথায় 32 তম হুনার হাটের উদ্বোধন করেছেন?


a. পুনে 

b. লখনউ

c. রায়পুর

d. এর কোনটিই নয়


লখনউ


Q.9. সম্প্রতি কার রিপাের্ট অনুযায়ী বিশ্বব্যাপী 240 মিলিয়ন প্রতিবন্ধী শিশু রয়েছে? 


a. WHO 

b. World Bank 

C. UNICEF 

d. এর কোনটিই নয়


UNICEF 


Q.10. সম্প্রতি রাজ্যসভার নতুন 'সেক্রেটারি জেনারেল হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?


a. অতুল কারওয়াল

b. পিসি মােদী

c. রাজীব শ্রীবাস্তব

d. এর কোনটিই নয়


পিসি মােদী


Daily Current Affairs In Bengali 13th November 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.