Daily Current Affairs In Bengali 23rd November 2021

Daily Current Affairs In Bengali 23rd November 2021

Daily Current Affairs In Bengali 23rd November 2021
Daily Current Affairs In Bengali 23rd November 2021


23 November 2021 


Q.1. সম্প্রতি 'বিশ্ব টেলিভিশন দিবস কবে পালন করা হয়েছে?


a. 19 নভেম্বর

b.21 নভেম্বর 

c. 20 নভেম্বর

d. এর কোনটিই নয়


21 নভেম্বর 


Q.2. সম্প্রতি কোন দেশের সংবিধানের বিরল মূল অনুলিপিটি 43 মিলিয়ন ডলারে নিলাম করা হয়েছে?


a. সুইডেন

b. অস্ট্রেলিয়া

c. আমেরিকা

d. এর কোনটিই নয়


আমেরিকা


Q.3. সম্প্রতি IFFI-তে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে?


a. মাটিন স্করসেস

b. ইস্তভান  সজব

c. উপরের উভয়ই

d. এর কোনটিই নয়


উপরের উভয়ই


Q.4. সম্প্রতি কোন রাজ্যের আলপাইন খেলােয়াড় আরিফ মােহাম্মদ খান বেইজিং শীতকালীন অলিম্পিক 2022 এর জন্য যােগ্যতা অর্জন করেছেন?


a. লাদাখ

b. পশ্চিমবঙ্গ

c. জম্মু ও কাশ্মীর 

d. এর কোনটিই নয়


জম্মু ও কাশ্মীর 


Q.5. সম্প্রতি The universal service obligation fund যা খববে ছিল তা কোন খাতের সাথে যুক্ত?


a. টেলি-কমিউনিকেশন

b. কৃষি 

c. শিক্ষা

d. এর কোনটিই নয়


টেলি-কমিউনিকেশন


Q.6. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্ডিয়ান ন্যাশনাল বাস্কেটবল লিগের উদ্বোধন করেছেন?


a. কর্ণাটক

b. ওডিশা 

c. রাজস্থান

d. এর কোনটিই নয়


কর্ণাটক


Q.7. সম্প্রতি 'World Expo 2020' কোথায় আয়ােজিত হচ্ছে?


a. রোম

b. প্যারিস 

c. দুবাই

d. এর কোনটিই নয়


দুবাই


Q.8. সম্প্রতি FCI-এর State-of-the-Art Laboratory-র উদ্বোধন কোথায় হয়েছে?


a. ভুবনেশ্বর

b. গুরুগ্রাম

c. মুম্বাই

d. এর কোনটিই নয়


গুরুগ্রাম


Q.9. সম্প্রতি ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোথায় ভাষণ দিয়েছেন?


a. ফ্রান্স 

b. মালয়েশিয়া

c. সিঙ্গাপুর

d. এর কোনটিই নয়


সিঙ্গাপুর


Q.10. সম্প্রতি 2016 সালের পরে প্রথম Tribal Nations summit-এর আয়ােজন কোথায় হয়েছে?


a. রাশিয়া

b. জাপান 

c. আমেরিকা

d. এর কোনটিই নয়

 আমেরিকা


Daily Current Affairs In Bengali 22nd November 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.