Group-D Staff Recruitment | অষ্টম শ্ৰেণী পাসে গ্রুপ ডি কর্মী নিয়োগ

 WB Group-D Staff Recruitment | অষ্টম শ্ৰেণী পাসে গ্রুপ ডি কর্মী নিয়োগ 

Group-D Staff Recruitment | অষ্টম শ্ৰেণী পাসে গ্রুপ ডি কর্মী নিয়োগ
Group-D Staff Recruitment  অষ্টম শ্ৰেণী পাসে গ্রুপ ডি কর্মী নিয়োগ 


অষ্টম শ্ৰেণী পাস করলেই করতে পারবেন এখন সরকারি চাকরি। পশ্চিমবঙ্গে অষ্টম শ্ৰেণী পাসের উপর ভিত্তি করে বেড়িয়ে আসলো প্রচুর কর্মীনিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ইচ্ছুক হন এই কর্মসংস্থান এ যোগ দিতে, তাহলে নিচের বিস্তারিত ভাবে জানতে পারেন।

   

Name of Post:

Watchman 

Post Date : 11/10/2021
Short Information : WB Group-D Staff Recruitment | Recruitment of Group D staff near Class VIII Post For Watchman
   

Watchman

Food Corporation Of India


Group-D Staff Recruitment | Recruitment of Group D staff near Class VIII Post For Watchman

WWW.KOLOMS.IN

Important Dates

  • Application Begin: 11/10/2021

  • Last Date for Apply Online: 10/11/2021

  • Fee Payment Last Date: 11/10/2021

  • Exam Date: Comming Soon

Application Fee

  • General / OBC : 250

  • SC / ST / PH : Nil

  • Pay the Examination Fee Through Debit Card, Credit Card, Net Banking or Pay the Fee Through E Mitra.

Vacancy Details Total : (How many post Available) Post

Post Name

Total Post

Age Limit

Eligibility

Watchman

860

18-25Class 8 Pass

 Vacancy Details

Post Type

Area Name

Gen

OBC

SC

ST

Total

Permanent 

Watchman

431

180

249

0

860


0

0

0

0

0

 

Interested Candidates Can Read the Full Notification Before Apply Online.


FCI Some Useful Important Links

FCI Apply Online

Click Here

FCI Download Notification

Click Here

FCI Official Website

Click Here



পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ ও বেতন


পদের নাম: 

ওয়াচম্যান পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: 

এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে। আপনি যদি আগে কোনদিন সিকিউরিটি গার্ডের কাজ করে থাকেন তাহলে আপনাকে পঞ্চম শ্রেণী পাস হলেই নিয়োগ করা হবে।

বেতন: 

এখানে আপনাকে 23300/- টাকা থেকে 64000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শূন্য পদ: এখানে মোট 860টি শূন্য পদ রয়েছে। (UN-345, SC-249, OBC-180, EWS-86)


বয়স সীমা:

এখানে আবেদন করতে হলে আপনাকে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনি যদি SC/ST প্রার্থী হন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন কিন্তু আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন টা ভালো করে পড়ে নিবেন যার লিংক নিচে দেওয়া আছে। প্রথমে আবেদন করতে হলে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিষ্ট্রেশন করার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করতে হবে। তারপরে আপনি আপনার সমস্ত ডিটেইলস পূরণ করে ফর্ম ফিলাপ করবেন।

আবেদন মূল্য:

এখানে আবেদনের জন্য আপনাকে 250 টাকা দিতে হবে। এখানে আপনারা ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইনে এর মাধ্যমে আপনারা ব্যাংকের চালান কেটে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি:

এখানে আবেদন করার পরে প্রথমে আপনাকে 120 নাম্বার এর একটি লিখিত পরীক্ষা দিতে হবে। আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করেন তাহলে আপনাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাশ করলেই আপনার চাকরি হয়ে যাবে।

চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.