WB Forest Bana Sahayak GK Question Answer 2020

WB Forest Bana Sahayak GK Question Answer 2020

WB Forest Bana Sahayak GK Question Answer 2020
WB Forest Bana Sahayak GK Question Answer 2020

সুপ্রিয় বন্ধুরা,
 
আমাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বন সহায়ক পদের নিযুক্তির জন্য আজ আমরা কিছু প্রশ্ন উত্তর  নিয়ে চলে  এসেছি ,  যা  আপনাদের বন সহায়ক পদের নিযক্তিতে  সাহায্য করবে ।
এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা জানা গিয়েছে বন সহায়ক পদের নিযক্তিতে কনো  লিখিতো পরিক্ষা হবে না । সরাসরি  ইন্টারভিউ দ্বারা নিযুক্ত করা হবে ।
ইন্টারভিউতে যে সমস্ত বিষয় গুলির গুলির উপর ভিত্তি প্রশ্নোত্তর  হবে সেগুলি হলো

  1. রাইটিং এর  স্কিল - ৩০ নম্বর
  2. ইংরেজি বা হিন্দি রিডিংএর  স্কিল- ১০ নম্বর।
  3. জেনারেল নলেজ  মৌখিক পরীক্ষা- ২০ নম্বর।
  4. ফিজিক্যা
    বাংলা রিডিংএর  স্কিল - ৩০ নম্বর 
  5. বাংলা
    ল ফিটনেস -১০ নম্বর 


ইন্টারভিউতে আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর 



  • Indian Tiger project চালু হয় কত সালে ?


    উত্তরঃ     ১৯৭৩ সালে


  • ভারতবর্ষের Wild Life Protection Society of India' কত সালে প্রতিষ্ঠিত হয় ?


    উত্তরঃ     ১৯৯৪ সালে।  
 

  • WWF এর পুরাে কথা কি?

    উত্তরঃ     ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার


  • ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?

    উত্তরঃ     দেরাদুনে


  • কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

 উত্তরঃ অসমে


  • সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণীর নাম লেখাে

উত্তরঃ এশিয়াটিক চিতা। 


  • বর্তমানে ভারতে মােট অভয়ারণ্যের সংখ্যা কয়টি ?

উত্তরঃ ৫৪৩টি


  • কবে বসুন্ধরা দিবস পালিত হয় ?

উত্তরঃ ২২শে এপ্রিল


  • পরিবেশ দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ ৫ই জুন


  • আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ ১৫ই মে


  • জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ অষ্টমতম


  • পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে ?

উত্তরঃ ১৯৪৭ সালে


  • পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত ?

উত্তরঃ সুন্দরবনে


  • পশ্চিমবঙ্গের মােট আয়তন কত ?

উত্তরঃ প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি। 


  • কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তরঃ মধ্যপ্রদেশে


  • পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত ?

উত্তরঃ পূর্বদিকে


  •  রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?

উত্তরঃ ১৯৭১ সালে । 


  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?

উত্তরঃ বঙ্গোপসাগর


  • শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কি ?

উত্তরঃ জলাভূমি ভরাট


  • পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি ?

উত্তরঃ কলকাতা


  • জীবসম্পর্কিত বৈচিত্র্যপরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তরঃ টমাস লাভজয়


  • পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত ?

উত্তরঃ স্থলভাগ। 


  • পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?

উত্তরঃ কলকাতা


  • পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ?

উত্তরঃ ১৬টি


  • পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি ?

উত্তরঃ বাংলা। 


  • পশ্চিমবঙ্গের লােকসভার আসন সংখ্যা কত ?

উত্তরঃ ৪২টি


  • পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?

উত্তরঃ মেছাে বিড়াল


  • পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?

উত্তরঃ ২৯৪টি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.