প্রতিবেদন রচনা: সাইক্লোন আম্ফানের সহিংসতায় নাজেহাল পশ্চিমবঙ্গ ৮২ জন নিহত- Cyclone Amphan violence kills 82 in West Bengal

প্রতিবেদন রচনা: সাইক্লোন আম্ফানের সহিংসতায় নাজেহাল পশ্চিমবঙ্গ ৮২ জন নিহত- 

Cyclone Amphan violence kills 82 in West Bengal

প্রতিবেদন রচনা: সাইক্লোন আম্ফানের সহিংসতায় নাজেহাল পশ্চিমবঙ্গ ৮২ জন নিহত- Cyclone Amphan violence kills 82 in West Bengal
প্রতিবেদন রচনা: সাইক্লোন আম্ফানের সহিংসতায় নাজেহাল পশ্চিমবঙ্গ ৮২ জন নিহত- Cyclone Amphan violence kills 82 in West Bengal


সাইক্লোন আম্ফানের সহিংসতায় নাজেহাল পশ্চিমবঙ্গ, ৮২ জন নিহত


মে ২২, ২০২০, কলকাতা: পশ্চিমবঙ্গের ফানি , বুলবুলের  রেশ না কাটতেই আরেকটি ভয়ঙ্কর নামের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ,যার নাম  আম্ফান। বিকেল তিনটায় ভারতের মূল ভূখণ্ডে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান আঘাত আনে। তিনি প্রবেশ করতেই তিনি রাজ্যের জনগণকে তার অনন্ত ক্ষমতার সহিংসতা দেখতে বাধ্য করেন। তিনি সমগ্র রাজ্য ধ্বংস করে ৮২ জনের জীবন কেড়ে নিলেন। এবং এই সুপার সাইক্লোন দেখিয়ে দিলো মানুষ প্রকৃতির প্রতি কতটা অসহায়।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ টি ধীরে ধীরে একটি সুপার সাইক্লোনে পরিণত হয়। এরপর ২২ মে, ২০২০ সাগরদ্বীপ, কাকদ্বীপ, গোসাবা, দিঘা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় ১৮০ কিলোমিটার গতিবেগে আছড়ে পরে এই ঘূর্ণি ঝড়টি । দক্ষিণবঙ্গ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের ছয়টি জেলা জুড়ে প্রায় চার ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এই ঘূর্ণিঝড়ের সহিংসতায় ১,০০০ মাটির বাড়ি ধ্বংস হয়ে যায়, ৪,৬০০ টি ল্যাম্পপোস্ট ভেঙ্গে ফেলা হয়, ৫,০০০ গাছ উপড়ে ফেলা হয়,  কৃষিজমিকে জলাভূমিতে পরিণত করা হয় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। মূল কলকাতার প্রবেশদ্বারে আম্ফানের গতি মন্থর হলেও ১২০-১৩০ কিলোমিটার গতিতে ছুটে আসা বিপর্যয় আনন্দ শহরকে বেদনাদায়ক করে তোলে। কোটি কোটি টাকার সম্পত্তি হারানোর সাথে সাথে, বিপর্যয় ভয়াবহ। রাজ্যের মানুষ এমন বিধ্বংসী ঝড় আগে কখনও দেখেনি।


যাইহোক, ঝড় প্রবণ প্রশাসন এর আগে উপকূলীয় এলাকা থেকে ৫০০,০০০ এর ও বেশী লোককে সরিয়ে নিয়ে গিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের কন্ট্রোল রুমে বসে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন। তাঁর অনুরোধে প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি রাজ্যের জেলা গভর্নরদের পরিস্থিতি মোকাবেলা করতে নির্দেশ দেন। উদ্ধার অভিযানে রাজ্য পুলিশ, এনডিআরএফ এবং এসডিআরএফ একত্রিত হয়েছে। এছাড়া তিনি মৃতদের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী দুর্যোগ ত্রাণের জন্য ১,০০০ কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেন এবং এই দুর্দশা নিরসনে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.