ভারতের ২৫টি হাই কোর্টের বিবরণ

ভারতের ২৫টি হাই কোর্টের  বিবরণ 

ভারতের ২৫টি হাই কোর্টের  বিবরণ - Details of 25 High Courts of India
ভারতের ২৫টি হাই কোর্টের  বিবরণ - Details of 25 High Courts of India


Hi স্টুডেন্ট ,
আজকের এই পাঠে  তোমরা জানতে পারবে, ভারতের ২৫টি হাই কোর্টের বিবরণ, যেমন হাই কোর্টের প্রতিষ্ঠা দিবস, প্রতিটি হাই কোর্টের অঞ্চলগত এলাকা তার শাখাগত এলাকা ইত্যাদি । এই তথ্য বিভিন্ন রকম পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্যকারী, অযথা সময় নষ্ট না করে নিচের তালিকা থেকে তথ্য গুলো  জেনে  নেওয়া যাক । 


SL No. হাইকোর্টের নাম প্রতিষ্ঠা বর্ষ অবস্থিত অঞ্চলগত এলাকা শাখা
1 কলকাতা ১৮৬২ কলকাতা পশ্চিমবঙ্গ এবং আন্দামান দ্বীপপুঞ্জ জলপাইগুড়ি ও পাের্টব্লেয়ারে বেঞ্চ আছে
2 মুম্বই ১৮৬২ মুম্বই মহরাষ্ট্র, গােয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ নাগপুর, পানাজি ও ঔরঙ্গাবাদে বেঞ্চ আছে
3 মাদ্রাসা ১৮৬২ চেন্নাই তামিলনাড়ু ও পন্ডিচেরি মাদুরাই
4 এলাহাবাদ ১৮৬৬ প্রয়াগরাজ উত্তরপ্রদেশ লখনউয়ে বেঞ্চ আছে
5 কর্ণাটক ১৮৮৪ বেঙ্গালুরু কর্ণাটক ধারবাদ, গুলবার্গ
6 পাটনা ১৯১৬ পাটনা বিহার নেই
7 জম্মু ও কাশ্মীর ১৯২৮ শ্রীনগর ও জম্মু জম্মু ও কাশ্মীর নেই
8 পাঞ্জাব ও হরিয়ানা ১৯৪৭ চন্ডিগড় পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড় নেই
9 গুয়াহাটি ১৯৪৮ গুয়াহাটি অসম, নাগাল্যান্ড, মিজোরাম,অরুণাচলপ্রদেশ কোহিমা, আইজল, ইটানগর
10 ওড়িশা ১৯৪৮ কটক ওড়িশা নেই
11 রাজস্থান ১৯৪৯ যোধপুর রাজস্থান জয়পুরে বেঞ্চ আছে
12 মধ্যপ্রদেশ ১৯৩৬ জব্বলপুর মধ্যপ্রদেশ গােয়ালিয়র ও ইন্দোর
13 কেরল ১৯৫৬ কোচি কেরল ও লাক্ষাদ্বীপ নেই
14 গুজরাট ১৯৬০ আমেদাবাদ গুজরাট নেই
15 দিল্লি ১৯৬৬ নতুন দিল্লি দিল্লি নেই
16 হিমাচলপ্রদেশ ১৯৭১ সিমলা হিমাচল প্রদেশ নেই
17   সিকিম ১৯৭৫ গ্যাংটক সিকিম নেই
18 ছত্তিশগড় ২০০০ বিলাসপুর ছত্তিশগড় নেই
19 উত্তরাখণ্ড ২০০০ নৈনিতাল উত্তরাখণ্ড নেই
20 ঝাড়খণ্ড ২০০০ রাঁচি ঝাড়খণ্ড নেই
21 মণিপুর ২০১৩ ইম্ফল মণিপুর নেই
22 মেঘালয় ২০১৩ শিলং মেঘালয় নেই
23 ত্রিপুরা ২০১৩ আগরতলা ত্রিপুরা নেই
24 তেলেঙ্গানা ২০১৯ হায়দ্রাবাদ তেলেঙ্গানা নেই
25 অন্ধ্রপ্রদেশ ২০১৯ অমরাবতী অন্ধ্রপ্রদেশ নেই
সম্পূর্ণ PDF টি পটে জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.