General Knowledge 60+ questions For All Competitive Exam

General Knowledge 60+ questions For All Competitive Exam



General Knowledge 60+ questions For All Competitive Exam
General Knowledge 60+ questions For All Competitive Exam



সুপ্রভাত বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Indian Polity Mock Test Part- 02  শেয়ার করতে চলেছি  ; যেটি তোমাদের WBCS, WBP, Rail, PSCwbp lady constable main exam question paper 2018 pdf,wbp lady constable main exam question paper 2021 প্রভৃতি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে, প্রথমে প্রশ্নগুলির উত্তরগুলি মুখস্থ করো তারপর নীচে দেওয়া Start The Quiz লেখাটির উপর ক্লিক করে মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নাও।


'পিঞ্জর ’ উপন্যাসটি কে লিখেছেন ? —অমৃতা প্রীতম।


I Prefer violence to cowardice' কে বলেছেন? —মহাত্মা গান্ধি। 


An Enemy of the people' অবলম্বনে সত্যজিৎ রায় ‘গণশত্রু ’ চলচ্চিত্রটি পরিচালনা করেন।


শেক্সপিয়ারের কোন্ নাটকে জ্যাকিস’ নামে একটি চরিত্র আছে? —অ্যাজ ইউ লাইক ইট। 


Inlocate' কোন্ খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি। 


Louvre Museum' কোথায় অবস্থিত? –প্যারিস। 


সাধারণত সন্তুরে কটি তার থাকে? —১০০টি।


পৃথিবীতে কোন দেশটি সবথেকে পুরােনাে বিদ্যমান প্রজাতন্ত্র দেশ? —গ্রিস। 


ব্রডগেজের দূরত্ব কত মিটার ? —১.৬৭ মিটার। 


ন্যারােগেজের দূরত্ব কত মিটার? -০.৭৬২ মিটার / ০.৬১০ মিটার।


রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? —১৯৯২ সাল থেকে। 


পৃথিবীর বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি? —ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।  



জম্মু-কাশ্মীর ছাড়া আর কোন্ রাজ্যের দুটি রাজধানী? —হিমাচল প্রদেশ, সিমলা (গ্রীষ্মকালে), ধরমশালা (শীতকালে)। 


পদাতিক কবি কাকে বলা হয়? কবি সুভাষ মুখােপাধ্যায়কে। 


‘টিমােথি পেনপােয়েম’ ছদ্মনামে কে কাব্যগ্রন্থ রচনা করেন? —মাইকেল মধুসূদন দত্ত। 


ভারতবর্ষ অন্য কী কী নামে পরিচিত? —প্রাচীন সাহিত্যে জম্বুদ্বীপ, পারসিক ও আরবিদের কাছে হিন্দুস্তান এবং গ্রিকদের কাছে ইন্ডিয়া। 


সাঁচি স্কুপের দৈর্ঘ্য কত? —৩৭ মিটার।


কোন্ কমিশনের সুপারিশে পাঞ্জাব রাজ্যের সৃষ্টি হয়? —শাহ কমিশনের সুপারিশে। 


জাতীয় বর্ণনীতি গঠিত হয় কত সালে? —১৯৫২ সালে। 


পৃথিবী থেকে চাঁদের কত অংশ দেখতে পাওয়া যায়? —৫৯ শতাংশ। 


বৃহস্পতি সূর্যের সঙ্গে কত কোণ করে ঘােরে? —৪৮ ডিগ্রি কোণে।


সংখ্যাগতভাবে তফশিলি জাতি সংখ্যায় সর্বাধিক উত্তরপ্রদেশে। (পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এবং বিহার)।


মােট জনসংখ্যার অনুপাতে তফশিলি জাতিরা অনুপাত গরিষ্ঠ পাঞ্জাবে (শতকরা ২৬.৮৭)। 


ভারতে মােট তফশিলি জাতি ও উপজাতির শতকরা হার ২৩.৫। 


তফশিলি উপজাতিরা সংখ্যায় সর্বাধিক ছত্তিশগড়ে (দ্বিতীয় ঝাড়খন্ড)। 


তফশিলি উপজাতিরা মােট জনসংখ্যার অনুপাতে সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে (শতকরা ৯৩.৮২), মিজোরামে (শতকরা ৯৩.৫৫), নাগাল্যান্ডে (শতকরা ৮৩.৯৯) | 


‘দ্য হর্স স্যু টেবিল—অ্যান ইনসাইড ভিউ অফ দি ইউ.এন সিকিউরিটি কাউন্সিল’ গ্রন্থটির লেখক কে? —চিন্ময় আর. ঘারে খান। 


বিল্ডিং সাসটেইনেবল পিস’ গ্রন্থটির লেখক কে? —টম কিটিং, ডব্লিউ. অ্যান্ডি নাইট।


ম্যাজিক সিড়স’ গ্রন্থটির রচয়িতা কে? —ভি.এস.নইপল। 


‘ফেটফুল ট্র্যাঙ্গেল’ গ্রন্থটির লেখক কে? —নােয়াম চমস্কি। 


টু অ্যালােন, টু টুগেদার’ গ্রন্থটির লেখক কে? —সােনিয়া গান্ধি। 


১৮৬১ সালে কে ইংল্যান্ডে বন্দেমাতরম সংবাদপত্র প্রতিষ্ঠা করেন? -মাদাম ভিকাজী কামা। 


লেপচারা আদতে কোন্ রাজ্যের বাসিন্দা? —সিকিম। 


১৯৬২ সালে ভারতে প্রথম টেলিভিশন সিরিয়াল প্ররাচিত হয়, সিরিয়ালটির নাম কী? -তিসরা রাস্তা। 


তালবানা পক্ষী নিবাস কোথায় অবস্থিত? —চিল্কা হ্রদে।


বিন্ধ্য অধিপতি কাকে বলা হয় ? —গৌতমীপুত্র সাতকর্ণীকে। 


সিরি শহর কে তৈরি করেন? —আলাউদ্দিন খলজি। 


গুরুমুখী বর্ণমালা কে রচনা করেন? —গুরু অঙ্গদ। 


নাও অ্যান্ড নেভার’ পুস্তকটি কে রচনা করেন? —চৌধুরী রহমত আলি।


বাঁশের তলােয়ার নিয়ে খেলা জাপানি ফেন্সিকে কী বলা হয়? —কেন্ডাে। 


পৃথী—ভূমি থেকে ভূমি সামরিক ক্ষেপনাস্ত্র। 


আকাশ —মধ্যমসীমার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্র। 


ত্রিশূল—স্বল্পসীমার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্র। 


‘দি লাইন অফ বিউটি’ গ্রন্থটির লেখক কে? —অ্যালান হােলিঙ্গহার্স্ট। 


‘মীরা অ্যান্ড দি মহাত্মা গ্রন্থটির লেখক কে? —সুধীর কাক্কার।


‘মাই লাইফ’ গ্রন্থটির লেখক কে? —বিল ক্লিন্টন। 


পিয়ানাে টিচার’ গ্রন্থটির লেখক কে? —আলফ্রেড জেলিনেক। 


টু লাইভস্ গ্রন্থটির লেখক কে? —বিক্রম শেঠ।


নাগ - তৃতীয় প্রজন্মের ট্যাংক-ধ্বংসকারী ক্ষেপনাস্ত্র। 


লক্ষ্য - চালকবিহীন নির্দিষ্ট লক্ষ্যগামী বিমান। 


পঞ্চেন্দ্রিয় - মিশ্র রশ্মি অস্ত্রনিয়ন্ত্রণ ব্যবস্থা। 


সাগরাধ্যায়ী - সামুদ্রিক জল গবেষণা জাহাজ বিশেষ। 


অগ্নি - অভ্যন্তরীণ সীমার ক্ষেপনাস্ত্র।


‘আনটাচেবল গ্রন্থটির লেখক কে? —মুলক রাজ আনন্দ। 


লিভিং হিস্ট্রি' গ্রন্থটির লেখক কে? —হিলারি ক্লিন্টন। 


ইউনিফর্ম সিভিল কোড—এ মিরাজ’ গ্রন্থটির লেখক কে? —এম.পি.রাজু ' 


নেহরু—দি ইনভেনশন অফ ইন্ডিয়া' গ্রন্থটির লেখক কে? শশী থারুর।


‘এত রক্ত কেন’ গ্রন্থটির লেখক কে? – সমরেশ মজুমদার।

 
নিশান্ত - দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরসঞ্চালিত যান। 


অবতার - উপগ্রহগুলিকে নজরদারী করার বিশেষ রকেট।


ভারতের প্রথম সম্পূর্ণ টেকনিকালার চলচ্চিত্র তৈরির কৃতিত্ব কার? -সােহরাব মােদি। 


প্রথম লােকসভা কবে গঠিত হয়?—১৭ এপ্রিল ১৯৫২।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.