Indian Polity Mock Test Part- 02 for All WBP Lady Constable and Constable Exam

Indian Polity Mock Test Part- 02 for All WBP Lady Constable and Constable Exam

Indian Polity Mock Test Part- 02 for All WBP Lady Constable and Constable Exam
Indian Polity Mock Test Part- 02 for All WBP Lady Constable and Constable Exam


সুপ্রভাত বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Indian Polity Mock Test Part- 02  শেয়ার করতে চলেছি  ; যেটি তোমাদের WBCS, WBP, Rail, PSC,wbp lady constable main exam question paper 2018 pdf,wbp lady constable main exam question paper 2021 প্রভৃতি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে, প্রথমে প্রশ্নগুলির উত্তরগুলি মুখস্থ করো তারপর নীচে দেওয়া Start The Quiz লেখাটির উপর ক্লিক করে মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নাও।

1. Unto the last' বইটির লেখক কে?

[A] মহাত্মা গান্ধি 

[B] জন রাস্কিন 

[C] লিও টলস্টয় 

[D] জন মিল। 


2. "Man is born free, but he is every where in chains' - উক্তিটি কার?

[A] গান্ধিজির 

[B] রুশাের 

[C] লক -এর 

[D] হবস্-এর। 


3. রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান?

[A] হাইকোর্টের প্রধান বিচারপতি 

[B] রাজ্যের মুখ্যমন্ত্রী। 

[C] রাষ্ট্রপতি

[D] প্রধানমন্ত্রী। 


4.ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে? 

[A] ১৫২ নম্বর ধারা 

[B] ১৫৩ নম্বর ধারা।

[C] ১৫৪ নম্বর ধারা . 

[D] ১৬০ নম্বর ধারা। 


5. কততম সংবিধান সংশােধনের মাধ্যমে গােখা পার্বত্য পরিষদকে ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত করা হয় ?

[A] ১০৭ তম 

[B] ১০৮ তম 

[C] ১০৯ তম

[D] ১০৬ তম 


6. জাতীয় মানবাধিকার কমিশন ভারতে কবে গঠিত হয়?

[A] ১২ অক্টোবর, ১৯৯৩ 

[B] ১২ অক্টোবর, ২০০০

[C] ১২ অক্টোবর, ২০০১ 

[D] ১২ অক্টোবর, ২০০৩ 


7. ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? 

[A] প্রধানমন্ত্রী

[B] রাষ্ট্রপতি 

[C] প্রধান বিচারপতি 

[D] মুখ্যমন্ত্রী 


8. White Flag শব্দটি কোন্ অর্থে ব্যবহূত হয়? 

[A] শান্তির প্রতীক

[B] যুদ্ধ বিরতির প্রতীক 

[C] যুদ্ধজয়ের প্রতীক 

[D] কোনােটিই নয় 


9. ভারতে প্রথম কোন্ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারী হয় ?

[A] আসাম 

[B] কেরালা 

[C] পাঞ্জাব 

[D] বিহার 


10. ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন?

[A] লােকসভার স্পিকার 

[B] মন্ত্রী পরিষদ।

[C] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি 

[D] মহাগণনা পরীক্ষক 


11. রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হয়?

[A] ৫০ বছর 

[B] ১০ বছর 

[C] ৬ বছর 

[D] ৮ বছর।


12. ভারতীয় অর্থবিলকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে ?
[A] ১ বছর 
[B] ১ মাস 
[C] ১৪ দিন 
[D] ৭ দিন। 

13. রাজ্যসভায় কোন অঙ্গরাজ্যের সদস্যসংখ্যা সর্বাপেক্ষা কম ? 
[A] ঝাড়খন্ড
[B] ছত্রিশগড় 
[C] জম্মু ও কাশ্মীর
[D] হিমাচলপ্রদেশ। 

14.পার্লামেন্টের কোন্ কক্ষটির প্রিসাইডিং অফিসার' সেই কক্ষটির সদস্য হন না?
[A] লােকসভা 
[B] রাজ্যসভা 
[C] বিধানসভা 
[D] বিধান পরিষদ | 

15. লােকসভার স্পিকারের দেওয়া ভােটটির কী নাম? 
[A] নির্ণায়ক ভােট
[B] প্রত্যক্ষ ভােট 
[C] পরােক্ষ ভােট।
[D] কোনােটিই নয় 

16. ক্যাবিনেট মিশন প্ল্যান মােতাবেক গঠিত গণপরিষদের সদস্যসংখ্যা
[A] 389 
[B] 411  
[C] 298 
[D] 487 

17.সংবিধানগত ভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লােকসভায় সর্বমােট কতজন প্রতিনিধি যায় ?
[A] ১৮ জন 
[B] ২০ জন 
[C] ২২ জন 
[D] ২৪ জন 

18. ভারতের সংবিধানগতভাবে লােকসভার সর্বোচ্চ সদস্যসংখ্যা কতজন হয় ? 
[A] ৫০০ জন 
[B] ৫২৫ জন 
[C] ৫৫০ জন
[D] ৫৫২ জন 

19.ভারত সরকারের অর্থবিল পার্লামেন্টের কোন্ কক্ষে পেশ করা হয়? 
[A] রাজ্যসভা। 
[B] লােকসভা 
[C] বিধান পরিষদ
[D] বিধানসভা

20. কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে লােকসভার কতজন সদস্যের সমর্থন লাগে?
[A] ৩০ জন 
[B] ৪০ জন 
[C] ৫০ জন 
[D] ৬০ জন 

21. কোন্ দেশের সুপ্রীমকোর্টের বিচার বিভাগীয় পর্যালােচনার ক্ষমতাটি নেই?
[A] ভারত 
[B] ব্রিটেন 
[C] ভারত ও ব্রিটেন 
[D] আমেরিকা 

22 রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি নীচের কোটিতে পরিণত হয় ? 
[A] মৌলিক কর্তব্যে 
[B] মৌলিক অধিকারে 
[C] আর্ডিন্যান্সে। 
[D] সাধারণ আইনে | 

23. ভারতে সংবিধান সংশােধনী বিল উত্থাপন হতে পারে
[A] রাজ্য আইনসভায় 
[B] শুধুমাত্র লােকসভায় 
[C] শুধুমাত্র রাজ্যসভায় 
[D] পার্লামেন্টের যে কোন কক্ষ 

24.ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দী ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে? 
[A] ৩৫১ ধারা 
[B] ৩৫৫ ধারা 
[C] ৩৫০ ধারা 
[D] ৩৫৭ ধারা 

25.কোন সংবিধান সংশােধনের মাধ্যমে ঘােষণা করা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিধান সংশােধনী বিলে তার সম্মতি প্রদানে বাধ্য থাকবেন? 
[A] ৪২তম, ১৯৭৬ সালে 
[B] ৪৪তম, ১৯৭৮ সালে 
[C] ২৪তম, ১৯৭১ সালে 
[D] ৭৩তম, ১৯৯২ সালে

26.ভারতের সংবিধান সংশােধন পদ্ধতিটি যুক্ত হয়
[A] ৩৬০ ধারায় 
[B] ৩৬৮ ধারায় 
[C] ৩৭২ ধারায় 
[D] ২৬৮ ধারা 

27. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?
[A] বি আর আম্বেদকর 
[B] ডাঃ রাজেন্দ্র প্রসাদ 
[C] বি এন রাও
[D] ডঃ সচ্চিদানন্দ সিনহা।

28. ভারতীয় সংবিধান সংশােধিত হয়ে থাকে –
[A] পার্লামেন্টের দ্বারা 
[B] একটি সংবিধান সভার দ্বারা
[C] সুপ্রীমকোর্টের দ্বারা 
[D] রাষ্ট্রপতির দ্বারা। 

29.কোন মামলায় সুপ্রীম কোর্ট রায় দেন যে, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সংশােধন করতে হলে একটি নতুন গণপরিষদ গঠন করতে হবে? 
[A] শঙ্করীপ্রসাদ মামলা, ১৯৫১ 
[B] গােলকনাথ মামলা, ১৯৬৭
[C] কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩ 
[D] মিনার্ভ মিলস্ মামলা, ১৯৮০  

30. ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমার পরিবর্তন করা যায়, যদি সংশােধনটি পাশ হয়— 
[A] পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় । 
[B] পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়, 
[C] পার্লামেন্টে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায় 
[D] রাষ্ট্রপতির নির্দেশে



Indian Polity Mock Test Part- 02 for All WBP Lady Constable and Constable Exam

কুইজ

WBP Lady Constable and Constable Exam Mock Test 

পূর্ণমান

10

প্রশ্ন সংখ্যা

10

সময়

60 Second

Quiz Application

৬০ সেকেন্ড প্রত্যেকটি প্রশ্নের জন্য .

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.