Indian Polity Mock Test Part- 01 for All Competitive Exam

Indian Polity Mock Test Part- 01 for All Competitive Exam

Indian Polity Mock Test Part- 01 for All Competitive Exam
Indian Polity Mock Test Part- 01 for All Competitive Exam

সুপ্রভাত বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Indian Polity Mock Test Part- 01  শেয়ার করতে চলেছি  ; যেটি তোমাদের WBCS, WBP, Rail, PSC,wbp lady constable main exam question paper 2018 pdf প্রভৃতি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে, প্রথমে প্রশ্নগুলির উত্তরগুলি মুখস্থ করো তারপর নীচে দেওয়া Start The Quiz লেখাটির উপর ক্লিক করে মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নাও।


1.ভারতীয় সংবিধানের কোন্ অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ? 

[A] প্রস্তাবনা

[B] রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। 

[C] মৌলিক অধিকার।

[D] মৌলিক কর্তব্য। 


2.কে ভারতীয় সংবিধানকে মূলতঃ সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন? 

[A] জী. অষ্টিন।

[B] কে.সি. হেয়ার 

[C] ড. আম্বেদকর

[D] ঠাকুরদাস ভার্গব । 


3. ২০০৩ খ্রিস্টাব্দের নতুন নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? 

[A] ভি.আর.চোপরা কমিটি 

[B] বি.আর.সেন কমিটি 

[C] এল.এস সিংভী কমিটি 

[D] ড. এ.কে.রতন কমিটি 


4.কোন মামলায় সুপ্রীম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ? 

[A] মিনার্ভা মিলস মামলা 

[B] কেশবানন্দ ভারতী মামলা

[C] মানেকা গান্ধি মামলা 

[D] বেরুবাড়ী মামলা 


5 . কোন দেশের সংবিধানকে আইনজীবিদের স্বর্গরাজ্য' বলা হয় ?

[A] ব্রিটেন 

[B] ভারত 

[C] আমেরিকা 

[D] কানাডা 


6. বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে?

[A] ২০০০ 

[B] ২০০১ 

[C] ২০০৩ 

[D] ২০০৭  


7. কেশবানন্দ ভারত বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল?

[A] ১৯৭৩ 

[B] ১৯৮৩ 

[C] ১৯৯৫ 

[D] ১৯৬২ 


৪.কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? 

[A] জী. অষ্টিন

[B] ঠাকুরদাস ভার্গব । 

[C] আরনেস্ট বার্কার 

[D] এম.ভি. পাইলি 


9.১৯৯৫ খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশােধিত হয়?

[A] ২০০৬ 

[B] ২০০১ 

[C] ২০০৩ 

[D] ২০০৭ 


10. বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিলেন?

[A] আমেরিকা 

[B] জাপান 

[C] ভারত 

[D] চীন।  


11.কে প্রস্তাবনাকে Political Horoscope' বলে মন্তব্য করেছিলেন? 

[A] কে এম মুন্সী।

[B] কে.সি. হােয়ার

[C] আরনেষ্ট বার্কার 

[D] এম ভি পাইলি 


12. ভারতীয় নাগরিকত্ব আইন কোন্ খ্রিস্টাব্দে পাশ হয়? 

[A] ১৯৫০ 

[B] ১৯৫৫ 

[C] ১৯৬৭ 

[D] ১৯৫৩


13. কে মন্তব্য করেছিলেন যে, প্রস্তাবনা চাবিকাঠি ? 

[A] জী অষ্টিন

[B] কে.সি. হােয়ার 

[C] আরনেষ্ট বার্কার।

[D] ড. বি.আর আম্বেদকর  


14. Principles of Social and Political Theory বইটির লেখক কে?

[A] আরনেস্ট  বার্কার।  
[B] কে.সি.হােয়ার। 
[C] জী অষ্টিন।
[D] ঠাকুরদাস ভার্গভ 

15.আদালত কর্তৃক কার্যকর না ভারতীয় সংবিধানের কোন অংশটি ? 
[A] প্রস্তাবনা
[B] রাষ্ট্রে নিদের্শমূলক নীতি 
[C] মৌলিক কর্তব্য
[D] সবকটিই 

16. ভারতীয় সংবিধানের ৫-১১ ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাত হয়েছে?
[A] মৌলিক অধিকার 
[B] মৌলিক কর্তব্য। 
[C] নাগরিকত্ব
[D] রাজ্যের সীমানা পরিবর্তন 

17. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায়বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে?
[A] সামাজিক 
[B] রাজনৈতিক 
[C] অর্থনৈতিক 
[D] সবগুলিই 

18. জাতির ঐক্য ও সংহতি' শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? 
[A] প্রস্তাবনা
[B] রাষ্ট্রের নিদের্শমূলক নীতি 
[C] জরুরী অবস্থা ।
[D] মৌলিক কর্তব্য। 

19. নীচের কোনটি সঠিক?
[A] প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয় 
[B] প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে 
[C] প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনােভাব ও দর্শনটি ব্যাখ্যা করে
[D] উপরের সবগুলি 

20. কোনাে নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে-
[A] দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় 
[B] এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
[C] এক-দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায় 
[D] সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় 

21. কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলােপ পার্লামেন্ট করতে পারে-
[A] দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়। 
[B] সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় 
[C] এক-দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায়।
[D] এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় । 

22. ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে, নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে?
[A] ১১ ধারা 
[B] ১২ ধারা 
[C] ১৩ ধারা 
[D] ১৪ ধারা 

23. নাগরিকতা সংশােধনী আইন অনুসারে কত খ্রিস্টাব্দে ভারতে নাগরিকত্ব অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয়?
[A] ১৯৫৫ 
[B] ২০০০ 
[C] ২০০৩ 
[D] ২০০৫ 

24. কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছেন ?
[A] ১০ 
[B] ১৬ 
[C] ৩০ 
[D] ২৫

25. ভারতীয় সংবিধানের ২২ নং ধারাটি কাদের ক্ষেত্রে প্রযােজ্য নয়?
[A] মিত্রভাবাপন্ন বিদেশি 
[B] শত্রুভাবাপন্ন বিদেশি
[C] ভারতীয় নাগরিক 
[D] মিত্র ও শত্রুভাবাপন্ন বিদেশি।  

26. কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভােগ করতে পারবে? 
[A] ১৪ 
[B] ১৬
[C] ১৮ 
[D] ২০ 

27. ভারতের এক নাগরিকত্বের নীতিটি কোনটির বিরােধীতা করে?
[A] যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার 
[B] মৌলিক অধিকারের
[C] বিচার ব্যবস্থার 
[D] সংসদীয় গণতন্ত্রের 

28. ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন্ শর্তটি আবশ্যক?
[A] ভারতীয় নাগরিক হতে হবে 
[B] উচ্চবর্ণযুক্ত হতে হবে
[C] স্নাতক হতে হবে 
[D] সরকারী দলের সদস্য হতে হবে 

29. ভারতে মৌলিক অধিকার বিরােধী যে কোনাে আইনকে বাতিল করে দিতে পারে- 
[A] শুধুমাত্র হাইকোর্ট 
[B] শুধুমাত্র সুপ্রিমকোর্ট।
[C] সুপ্রীম ও হাইকোর্ট উভয়ই 
[D] কোনােটিই নয় 

30. বর্তমানে কোনাে মৌলিক অধিকারটি রাষ্ট্রকর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে, নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না। 
[A] স্বাধীনতার অধিকার 
[B] সাম্যের অধিকার। 
[C] ধর্মীয় স্বাধীনতার অধিকার 
[D] সম্পত্তির অধিকার

Indian Polity Mock Test Part- 01 for All Competitive Exam


কুইজ

Indian Polity Mock Test

পূর্ণমান

10

প্রশ্ন সংখ্যা

11

সময়

60 Second

Quiz Application

৬০ সেকেন্ড প্রত্যেকটি প্রশ্নের জন্য .

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.