Bengali Daily Current Affairs 11 May 2021

Bengali Daily Current Affairs 11 May 2021 

Bengali Daily Current Affairs 11 May 2021
Bengali Daily Current Affairs 11 May 2021 



Current Affairs 11 May 2021 


Q.1. সম্প্রতি International Mother's Day কবে পালিত হয়েছে?


a. 07 মে 

b. 09 মে 

c. 08 মে 

d. এর কোনটিই নয় 


09 মে


Q.2. সম্প্রতি কোন রাজ্য শ্রী অরবিন্দ সােসাইটির Auro scholarship Program শুরু করেছে? 


a. বিহার 

b. ত্রিপুরা 

c. পশ্চিমবঙ্গ। 

d. এর কোনটিই নয় 


ত্রিপুরা 


Q.3. সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন সিনােফার্মের জরুরী ব্যবহার অনুমােদন করেছে? 


a. চীন 

b. জাপান 

c. অস্ট্রেলিয়া 

d. এর কোনটিই নয় 



চীন 


Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার 9 টি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে? 


a. রাজস্থান

b. তামিলনাড়ু 

c. উত্তরাখণ্ড 

d. এর কোনটিই নয় 


তামিলনাড়ু 


Q.5. সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? 

a. কেরালা।

b. তামিলনাড়ু 

c. আসাম 

d. এর কোনটিই নয়


আসাম 


Q.6. সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ বােমা বিস্ফোরণে আহত হয়েছেন? 


a. বাংলাদেশ। 

b. মালদ্বীপ 

c. আফগানিস্তান 

d. এর কোনটিই নয় 


মালদ্বীপ 


Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার মনােজ দাস আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার (Manoj Das International Literary. Award) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে? 


a. আসাম 

b. ওডিশা 

c. কেরালা 

d. এর কোনটিই নয় 


ওডিশা 


Q.৪. সম্প্রতি কোন দেশে Duck-billed ডাইনােসর প্রজাতি ইয়ামাতােসরাস ইজানাগি এব নিদর্শন পাওয়া গেছে? 


a. অস্ট্রেলিয়া

b. ফ্রান্স

c. জাপান 

d. এব কোনটিই নয় 


জাপান 


Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার হাসপাতাল গুলিকে অক্সিজেন সরবরাহের জন্য সঞ্জীবনী বহন নামক অক্সিজেন ট্রাক চালু করেছে? 


a. হরিয়ানা 

b. ঝাড়খন্ড 

c. বাসস্থান 

d. এর কোনটিই নয় 


ঝাড়খন্ড 


Q.10. সম্প্রতি আমেরিকার National Academy of Science পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? 


a. অক্ষয় ঘােষ। 

b. প্রীতি গর্গ 

c. শঙ্কর ঘােষ 

d. এর কোনটিই নয় 



শঙ্কর ঘােষ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.