Bengali MCQ | GK Capsule Part-01

Bengali GK Capsule Part-01

Bengali MCQ | GK Capsule Part-01
Bengali MCQ | GK Capsule Part-01



Q. 1. কলকাতায় অবস্থিত ‘নির্মল হৃদয়’ কে প্রতিষ্ঠা করেছেন?

a. রবীন্দ্রনাথ ঠাকুর 

b. সুভাষচন্দ্র বসু  

c. মাদার টেরিজা 

d. বিধানচন্দ্র রায় 


মাদার টেরিজা


Q.2. নীচের কোন্ গাছ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় ? 

a.ইউক্যালিপটাস 

b. বট 

c.নারিকেল

d. আকাশমণি


ইউক্যালিপটাস 


Q.3. কোন্ রাজ্যে পিনকোড 4 দিয়ে শুরু হয় ?

a. পশ্চিমবঙ্গ 

b. মহারাষ্ট্র 

c. তামিলনাড়ু 

d. দিল্লি


মহারাষ্ট্র 


Q.4. কোনাে অক্ষরের ওপর ক্লিক করে Backspace Key টিপলে কারসর যেখানে আছে তার --------------মুছে যাবে। 

a. আগের শব্দটি 

b. আগের অক্ষরটি

c. পরের অক্ষরটি 

d. পরের শব্দটি 


আগের অক্ষরটি


Q.5. হিন্দির পরে কোটি ভারতবর্ষের বেশিরভাগ লােকের মাতৃভাষা? 

a. বাংলা।

b. তেলুগু 

c. তামিল।

d. কন্নড়


তেলুগু 


Q.6. ভারতের প্রথম পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কোনটি? 


a. আর্যভট্ট
b. রােহিনী 
c. ভাস্কর
d. ইনস্যাট 

ভাস্কর


Q.7. DBMS হল—


a.  Database Maintenance System 
b. Database Management System 
c. Digital Base Management System
d. কোনােটিই নয়। 

Database Management System 


Q.8. ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) কত সালে স্থাপিত হয়?


a. 1954 
b. 1958 
c. 1960 
d. 1964 

1958 


Q.9. ভারতে কোন্ দুটি শহরের মধ্যে প্রথম STD পরিসেবা চালু হয় ? 


a. দিল্লি ও মুম্বই 
b. দিল্লি ও কলকাতা
c. কানপুর ও দিল্লি 
d. কানপুর ও লখনউ 

কানপুর ও লখনউ


Q.10. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী? 


a. এক ধরনের অপারেটিং সিস্টেম
b. হার্ড ডিস্ক নিয়ন্ত্রণের প্রােগ্রাম।
c. এক ধরনের সিস্টেম সফটওয়্যার
d. ব্যবহারের উপযােগী প্রােগ্রাম 

ব্যবহারের উপযােগী প্রােগ্রাম


Q.11. ইকেবানা’ বলতে বােঝায়—


a. একধরনের প্রতিরক্ষা কৌশল 
b. জাপানের বিশেষ ধরনের নৃত্য 
c. ভারত-জাপানের যৌথ উৎসব
d. জাপানিদের ফুল সাজানাের বিশেষ শিল্প। 

জাপানিদের ফুল সাজানাের বিশেষ শিল্প। 


Q.12. ভারতের বৃহত্তম ও সবচেয়ে আধুনিক সামুদ্রিক গবেষণা যান, "সাগরকন্যা" কোন্ দেশ থেকে নেওয়া হয়েছে? 


a. আমেরিকা যুক্তরাষ্ট্র 
b. যুক্তরাজ্য 
c. জার্মানি
d. ইটালি 

জার্মানি


Q.13. বুরকিনা ফাসাে কোন্ জায়গার বর্তমান নাম?  


a. মাল্টা।
b. মাদাগাস্কার
c.  আপার ভােল্টা 
d. নিকারাগুয়া 

আপার ভােল্টা


Q.14. নিম্নলিখিত কোটি ইনপুট ডিভাইস নয়? 


a. কীবাের্ড 
b. স্ক্যানার
c. মাউস 
d. প্রিন্টার 

প্রিন্টার 


Q.15. বিক্রম সারাভাই মহাকাশ গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?


a. আহমেদাবাদ 
b.তিরুবনন্তপুরম
c.শ্রীহরিকোটা 
d. বেঙ্গালুরু

তিরুবনন্তপুরম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.