Daily Current Affairs In Bengali 28th September 2021

Daily Current Affairs In Bengali 28th September 2021

Daily Current Affairs In Bengali 28th September 2021
Daily Current Affairs In Bengali 28th September 2021


Q.1. সম্প্রতি 'বিশ্ব নদী দিবস' কবে পালিত হয়েছে? 


a. 25 September

b. 26 September

c. 24 September

d. এর কোনটিই নয়


 26 September


Q.2. সম্প্রতি কোন রাজ্যের সােজাত মেহেন্দি-কে GI-ট্যাগ দেওয়া হয়েছে?


a. জম্মু ও কাশ্মীর 

b. রাজস্থান 

c. মহারাষ্ট্র

d. এর কোনটিই নয়


রাজস্থান 


Q.3. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিশুদের জন্য একটি ডিজিটাল আসক্তি-মুক্তি কেন্দ্র খােলার ঘােষণা করেছেন? 


a. মণিপুর

b. নাগাল্যান্ড 

c. কেরালা

d. এর কোনটিই নয়


কেরালা


Q.4. সম্প্রতি কোন দেশ সেপ্টেম্বর 2021 থেকে সমস্ত দেশ থেকে ক্রিপ্টো লেনদেনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরােপ করেছে?  


a. আমেরিকা 

b. চীন

c. জাপান

d. এর কোনটিই নয়


 চীন


Q.5. সম্প্রতি কোন রাজ্য সরকার সমর্পণ পাের্টাল চালু করেছে? 


a.ওডিশা 

b. হরিয়ানা

c. মহারাষ্ট্র

d. এর কোনটিই নয়


 হরিয়ানা


Q.6. সম্প্রতি ভারতের বৃহত্তম পামটম কোথায় তৈরি করা হয়েছে? 


a. উত্তরাখণ্ড

b. হরিয়ানা

c. মহারাষ্ট্র

d. এর কোনটিই নয়


উত্তরাখণ্ড


Q.7. সম্প্রতি 2021 সালে প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যােজনা ("সৌভাগ্য যােজনা") প্রতিষ্ঠার কত বছর পূর্ণ করেছে? 


a. 4

b.7 

c. 5 

d. এর কোনটিই নয়


4


Q.৪. সম্প্রতি কোন রাজ্যে তেহরি বাঁধ প্রথমবারের মতাে পূর্ণ জলাধার ক্ষমতা অর্জন করেছে? 


a. হরিয়ানা 

b. উত্তরাখণ্ড

c. ওডিশা 

d. এর কোনটিই নয়


উত্তরাখণ্ড


Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার উপরাষ্ট্রপতিকে সর্বোচ্চ অসামরিক পুরষ্কারে সম্মানিত করবে? 


a. মিজােরাম

b. মেঘালয় 

c. আসাম

d. এর কোনটিই নয়


আসাম


Q.10. সম্প্রতি অনুরাগ ঠাকুর দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য ট্রান্সমিটার অপারেশন কোথায় শুরু করেছেন? 


a. লাদাখ

b. সিকিম 

c. মণিপুর

d. এর কোনটিই নয়

লাদাখ


Daily Current Affairs In Bengali 27th September 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.