General Knowledge MCQ পর্ব Part-04

Hello, বন্ধুরা,

খুব শীঘ্রই RRB NTPC, SSC, WBCS এক্সাম রয়েছে , তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, General Knowledge MCQ পর্ব Part-04; যার মধ্যে 15 টি প্রশ্নোত্তর দেওয়া আছে । এই প্রশ্নোত্তর গুলি আগামী পরীক্ষারগুলির প্রস্তুতিতে সাহায্য করবে । 


General Knowledge  MCQ পর্ব  Part-04
General Knowledge  MCQ পর্ব  Part-04




General Knowledge MCQ পর্ব Part-04

স্বামী বিবেকানন্দ কোন বছরে জন্মগ্রহণ করেন?
১৮৬১ খ্রিস্টাব্দে
১৮৬৩ খ্রিস্টাব্দে
১৮৬০ খ্রিস্টাব্দে
১৮৬২ খ্রিস্টাব্দে

সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল?
পশুপালন
ব্যবসা
ভুক্তভোগী
চাষ

কোন ছদ্মনামে ডিরোজিও কবিতা লিখেছেন?
কনিষ্ক
রাত পরী
জুভেনিস
চাঁদের আলো

ইরাকের রাজধানীর নাম কি?
তেহরান
তিরানা
বাগদাদ
জাকার্তা

ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?
কেশবচন্দ্র সেন।
রামমোহন রায়
হোম কান্ট্রি ফ্রেন্ড
ডি. এল. রায়

ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন কে?
ইব্রাহিম লোদি
শের শাহ
আলাউদ্দিন খিলজি
মুহাম্মদ বিন তুঘলক

বর্তমানে ভারতে হাইকোর্টের মোট সংখ্যা কত?
পঁচিশ
একুশ
তেইশ
সাতাশ

হর্ষঙ্কা রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
চন্দ্রগুপ্ত
বিম্বিসার
গুপ্তনুসার
শ্রীগুপ্ত

কোন বছরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়?
১৮৯৮ সালে
১৮৯৬ সালে
১৮৯৭ সালে
১৮৯৫ সালে

মানুষ আগে কোন ধাতু ব্যবহার করেছে?
রূপা
পিতল
তামা
ব্রোঞ্জ

বায়ুমণ্ডলের কোন স্তরকে মাইক্রোস্ফিয়ার বলা হয়?
এক্সোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
স্ট্যাটোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার

পৃথিবীর মানচিত্র কে এঁকেছে?
ভূতত্ত্ববিদ ইরাটোথেনি
চিত্রশিল্পী পাবলো পিকাসো
ভূতত্ত্ববিদ টলেমি
বিজ্ঞানী অ্যারিস্টটল

ভারতে সিভিল সার্ভিসের জনক কে?
কর্নওয়ালিস
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
জেনারেল ডায়ার
লর্ড ডালহৌসি

পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলাসের উৎপত্তি হয় ------- থেকে
অগ্ন্যাশয়
রক্ত
থাইরয়েড
মস্তিষ্ক

জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী ?
রাম রাম বসু
মনীশ ঘটক
মান্না দে
বিমল ঘোষ






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.