Some Basic Questions of Indian Political Science - ভারতের রাষ্ট্র বিজ্ঞান এর কিছু প্রাথমিক প্রশ্ন


বন্ধুরা,
আজ আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ভারতের রাষ্ট্র বিজ্ঞান এর কিছু প্রাথমিক প্রশ্ন নিয়ে এসেছি যা তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলিতে সহায়তায় সাহায্য করবে এরকম আরো বিভিন্ন  বিষয়ের ইম্পর্টেন্ট নোটস পেতে অনুগ্রহ করে আমাদের টেলিগ্রাম গ্রুপ  জয়েন করবেন .

Some Basic Questions of Indian Political Science - ভারতের রাষ্ট্র বিজ্ঞান এর কিছু প্রাথমিক প্রশ্ন
 Some Basic Questions of Indian Political Science - ভারতের রাষ্ট্র বিজ্ঞান এর কিছু প্রাথমিক প্রশ্ন


  • রাষ্ট্র বিজ্ঞানের জনক কে? উত্তরঃ এরিস্টটল 

  • ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

  • রাষ্টের সবচেয়ে গুরুত্বপুর্ণ উপাদান কোনটি? উত্তরঃ সার্বভৌমত্ব

  • সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদের মূর কথা কি? উত্তরঃ সকল ক্ষমতার উৎস হলাে রাষ্ট্র। এবং রাষ্ট্রের অভ্যান্তরে সকল ব্যক্তি, সংঘ ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্র কর্তৃত্ব করার অধিকার রাখে।

  • কোন সম্মেলনের মাধ্যমে মার্কিন সংবিধান গৃহীত হয়? উত্তরঃ ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে মার্কিন সংবিধান গৃহীত হয় 

  • স্বাধীন ভারতের সংবিধান কবে। থেকে কার্যকর হয় ? উত্তরঃ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘােষিত হয়।

  • গণপরিষদের প্রথম সভাপতি কে ? উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ

  • ভারতের প্রথম ভাইসরয় কে । ছিলেন ? উত্তরঃ লর্ড ক্যানিং 

  • স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

  • সার্বভৌমত্ব বলতে কি বােঝায়? উত্তরঃ সার্বভৌমত্ব বলতে রাষ্টের নিরঙ্কুশ, সর্বশ্রেষ্ঠ এবং অবাধ ক্ষমতা কে বােঝায় 

  • ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ।উত্তরঃ লর্ড মাউন্টব্যাটন 

  • স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?উত্তরঃ ডঃ রাজেন্দ্রপ্রসাদ

  • কাকে মার্কিন সংবিধানের অভিভাবক বরা হয়? উত্তরঃ জর্জ ওয়াশিংটনকে

  • ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ? উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

  • স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ? উত্তরঃ পন্ডিত জওহরলাল নেহরু 

  • মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তরঃ ১৭৭৬ সালে

  • ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ? উত্তরঃ চক্রবর্তী রাজাগােপাল আচারী

  • ভারতীয় নাগরিকদের  কত বছর বয়স থেকে ভোট দেয়ার  অধিকার থাকে ? উত্তরঃ ভারতীয় নাগরিক ভােটদানের অধিকারী হয় ১৮ বছর বয়সে

  • ফিলাডেলফিয়ার কত জন প্রতিনিধি সংবিধানে স্বাক্ষর করেন? উত্তরঃ ৩৯ জন।

  • সার্বভৌমত্বের বিকাশ কিভাবে সাধিত হয়? উত্তরঃ ধীরে ধীরে সার্বভৌমত্বের বিকশ সাধিত হয়

  • রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ? উত্তরঃ ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।

  • চক্রবর্তী রাজাগােপাল আচারী  কোন সময় ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ? উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেনের পর

  • মধ্যযুগে সার্বভৌমত্বের ধারণা কি রূপ ছিল? উত্তরঃ মধ্যযুগে সার্বভৌমত্ব গির্জার পােপের হাতে নিয়ােজিত ছিল

  • ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ? উত্তরঃ ডঃ বি.আর.আম্বেদকর -এর। 

  • ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ? উত্তরঃ ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে

  • ভারতের কেন্দ্রীয় সরকারে  ক'ধরণের মন্ত্রী দেখা যায় ? উত্তরঃ ভারতের কেন্দ্রীয় সরকারে তিন ধরণের মন্ত্রী দেখা যায়-(১) ক্যাবিনেট মন্ত্রী (২) রাষ্ট্রমন্ত্রী (৩) উপমন্ত্রী। 


  • ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি

  • ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ? উত্তরঃ রাজ্যসভা 

  • লােকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ? উত্তরঃ ২৫ বছর

  • ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?উত্তরঃ লােকসভা

  • ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ? উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি লােকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন। ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। 

  • কারা লােকসভার স্পিকার নির্বাচন করেন ? উত্তরঃ লােকসভার নির্বাচিত সদস্যরা লােকসভার স্পিকার নির্বাচন করেন

  • ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ? উত্তরঃ সুপ্রিমকোর্ট

  • সর্বনিম্ন কত বছর বয়স হলে ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হওয়া যায়? উত্তরঃ সর্বনিম্ন বয়স ৩০ বছর  হলে ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হওয়া যায়

  • লােকসভায় সভাপতিত্ব কে করেন।  উত্তরঃ স্পিকার

  • সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ? উত্তরঃ রাষ্ট্রপতি দ্বারা।

  • রাজ্যসভার চেয়ারম্যান কাকে করা। হয় ? উত্তরঃ উপরাষ্ট্রপতিকে

  • রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে ? উত্তরঃ রাজ্যপাল

  • ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ? উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি

  • রাজ্যসভার অধিবেশনে কে। সভাপতিত্ব করেন ? উত্তরঃ উপরাষ্ট্রপতি

  • কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ?
    উত্তরঃ রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে

  • পুনর্বিবেচনার জন্য কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি সংসদে ফেরত পাঠাতে পারেন না ? উত্তরঃ রাষ্ট্রপতি  পুনর্বিবেচনার জন্য অর্থ বিলকে  ফেরত পাঠাতে পারেন না

  • কোন বিশেষ ধরণের বিলকে রাজ্যসভায় আনা যায়না অথচ লোকসভায় আনা যায় ? অর্থ বিলকে  রাজ্যসভায় আনা যায়না অথচ লোকসভায় আনা যায়

  • রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে ? উত্তরঃ রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক হল মুখ্যমন্ত্রী।

  • ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?  উত্তরঃ ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে|

  • ভারতীয় সংবিধানে লােকসভার মেয়াদ সাধারণত কত বছর ? উত্তরঃ সাধারণত ৫ বছর। 

  • বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন ? উত্তরঃ রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা বিধানসভার স্পিকার নির্বাচিত হন।

  • পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা রাজ্যের  কার দ্বারা  নির্বাচিত করা হয় ? উত্তরঃ রাজ্যপাল

  • স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ? উত্তরঃ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ

  • কোন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ? উত্তরঃ রাজ্য বিধানসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভােটে পাশ হলে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়

  • কত সালে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে যায় এবং কোন কোন দলে বিভক্ত হয়ে যায়?
    উত্তরঃ ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে গিয়ে সি.পি.আই এবং সি.পি.আই.এম এই দুটি দলে বিভক্ত হয়ে যায়।

  • কত সাল থেকে  কত সাল অবধি কোন রাজনৈতিক দল অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে ক্ষমতাসীন ছিল ? 

    উত্তরঃ ১৯৯৮ খ্রিস্টাব্দ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় গণতান্ত্রিক মাের্চা সরকার অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার ক্ষমতাসীন ছিল।

  • কার সম্মতি ছাড়া কোনো বিলকে আইনে পরিণত করা যায় না ? উত্তরঃ কোনাে বিল আইনে পরিণত করতে হলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়ােজন। 

  • জওহরলাল নেহরুর মৃত্যু কবে হয়? উত্তরঃ ১৯৬৪ খ্রিস্টাব্দের মে মাসে জওহরলাল নেহরুর মৃত্যু হয়। 

  • ২০০৪ খ্রিস্টাব্দের নির্বাচনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে ? এই সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ?
    উত্তরঃ ২০০৪ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল মাের্চা (UPA) সরকার বামপন্থী দলগুলির সমর্থনে ক্ষমতায় আসে। এই সরকারের প্রধানমন্ত্রীর ছিলেন - মনমােহন সিং 

  • স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি  ? উত্তরঃ লালবাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী। 

  • ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনে কোন রাজনৈতিক দল, কত সালে জয়লাভ করে ?
    উত্তরঃ ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করে

  • পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম কী ?
    উত্তরঃ পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম হল – প্রফুল্ল চন্দ্র ঘােষ

  • স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
    উত্তরঃ স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি ছিলেন আচার্য জে. বি. কৃপালিনী

  • পশ্চিমবঙ্গের প্রথম কে অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন  ?
    উত্তরঃ বাংলা কংগ্রেসের অজয়। মুখােপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন

  • ভারতবর্ষের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় কত সালে এবং কোন রাজ্যে ?
    উত্তরঃ ১৯৫৭ খ্রিস্টাব্দে কেরল রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় 

  • কংগ্রেস দল কত খ্রিস্টাব্দে দুটি দলে বিভক্ত হয়ে যায় ? 
    উত্তরঃ ১৯৬৯ খ্রিস্টাব্দে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায়।

  • কে এবং কবে জনসংঘ দল প্রতিষ্ঠা করেন ?
    উত্তরঃ ১৯৫১ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারী ডঃ শ্যামাপ্রসাদ মুখােপাধ্যায় জনসংঘ দলের প্রতিষ্ঠা করেন।

  • কবে সারা ভারতে জরুরি অবস্থা। ঘােষিত হয় ? উত্তরঃ ১৯৭৫ খ্রিস্টাব্দের ২৫শে জুন। সারা ভারতে জরুরি অবস্থা ঘােষিত হয়।

  • কবে থেকে কবে পর্যন্ত কোন সরকার অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে ক্ষমতাসীন ছিল ?

    উত্তরঃ ১৯৯৮ খ্রিস্টাব্দ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় গণতান্ত্রিক মাের্চা সরকার অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার ক্ষমতাসীন ছিল

  • রাষ্ট্রপতির মনােনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয় - উত্তরঃ অপর ৫০জন।

  • রাষ্ট্রপতি পদের নিযুক্তিকরণ এর জন্য প্রার্থীকে ন্যূনতম কত বয়স হতে হয় ?
    উত্তরঃ রাষ্ট্রপতি পদের নিযুক্তিকরণ এর জন্য প্রার্থীকে ন্যূনতম ৩৫ বছর হতে হয় । 

  • জামানত হিসাবে রাষ্ট্রপতি পদ প্রার্থীকে কতটাকা রাখতে হয়- 
    উত্তরঃ জামানত হিসাবে রাষ্ট্রপতি পদ প্রার্থীকে ১৫০০০ টাকা রাখতে হয়।

  • কত শতাংশ ভােট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় – ১/৬ অংশ

  • ৩৫২ ধারা - জাতীয় জরুরী অবস্থা এখনো পর্যন্ত কতবার ও কোন কোন সালে ব্যাবহৃত করা হয়েছে ?৩৫২ ধারা - জাতীয় জরুরী অবস্থা এখনো পর্যন্ত ৩ বার হয়েছে - ১৯৬২,১৯৭১, ১৯৭৫ সালে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.